নতুন পোশাক
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নতুন পোশাক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে নতুন পোশাকের নামটি শুনলে কেমন যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কেননা সারা বছর অপেক্ষা করতাম যে কবে পুজো আসবে এবং পূজার সময় কবে নতুন জামা কাপড় পরবো। আসলে এই জন্য যখন পূজা চলে আসে তখন আমাদের আনন্দের আর শেষ থাকে না। এছাড়াও এক এক ধর্মের মানুষেরা এক এক অনুষ্ঠানের সময় তারা বিভিন্ন ধরনের নতুন পোশাক পেয়ে থাকে। আসলে এই পোশাক যখন আমরা নতুন পাই তখন আমাদের আনন্দের কোন সীমা থাকে। আর নতুন পোশাক পড়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং আনন্দ উপভোগ করতে থাকি। তাইতো এমন কোন মানুষ নেই যার সঙ্গে এই নতুন পোশাকের আনন্দের মুহূর্তগুলো মনে নেই। আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি নতুন নতুন পোশাক পড়ার জন্য।
কেননা আমরা সব সময় পরিষ্কার পোশাক পরিধান করতে অনেক বেশি পছন্দ করি এবং আমরা জানি যে পরিষ্কার পোশাক পড়লে আমাদের মন ভালো থাকে। অর্থাৎ আমরা যখন পুজোর সময় নতুন জামা প্যান্ট পড়ে চারিদিক ঘুরে বেড়াই তখন আমাদের মনে যে শান্তি থাকে সেই শান্তি কিন্তু অন্য কিছুতে থাকে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নিজের টাকা দিয়ে পোশাক কেনা এবং বাবা-মা যদি আমাদের কোন পোশাক তাদের টাকা দিয়ে কিনে দেয় দুটো আনন্দের ভিতর অনেক বেশি পার্থক্য রয়েছে। যদিও এখন আমাদের অনেক পোশাক কেনার ক্ষমতা আছে কিন্তু ছোটবেলায় যখন আমরা গরীব পরিবারের জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের তেমন একটা বেশি পোশাক কেনার কোন ক্ষমতা ছিল না। কেননা তখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না।
আসলে সেই ছোটবেলার কথা এখন আমাদের সবার মনে পড়ে যায়। কিন্তু একটা জিনিস আমরা বর্তমান সময় খেয়াল করে দেখেছি যে এইসব অনুষ্ঠানের সময় আমরা যদিও নতুন পোশাক পরিধান করি। কিন্তু গরিব শ্রেণীর লোকেরা এখনো নতুন কোন পোশাক কেনার মত ক্ষমতা তাদের থাকে না। কিন্তু অনেকেই রয়েছে যারা এই পুজোর সময় অনেক পোশাক পায়। কিন্তু সেই সব মানুষের মনে করে না যে আমাদের বাড়ির পাশে যে মানুষটি অর্থাৎ গরীব মানুষটি রয়েছে তাদেরকে যদি আমরা একটু এই পুজোর সময় একটু সাহায্য করতে পারি তাহলে তারাও নতুন পোশাক পরিধান করতে পারবে। কিন্তু মানুষ এখন বড়ই স্বার্থপর হয়ে গেছে। শুধুমাত্র তারা নিজেদের ছাড়া এখন আর অন্য কিছু কখনো বুঝতে চায় না। আর এভাবে তারা স্বার্থপরের মত জীবন যাপন করে।
কিন্তু এমন ভাবে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের ভিতর থেকে মানবিকতার দিকটা কিন্তু দিন দিন উঠে যাবে। আর এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের আশেপাশে যারা গরীব মানুষ রয়েছে তাদের জন্য কিছু একটা করার। আসলে সেইসব মানুষেরা যতই পরিশ্রম করুক না কেন তারা তাদের ইনকামের পুরো টাকাটাই তাদের সংসারের পিছনে যেহেতু লেগে যায় তাই তারা বছর শেষে নতুন পোশাক কেনার মত ক্ষমতা থাকে না। অনেক জায়গায় দেখেছি যে যারা পূজোর সময় অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের সময় নতুন পোশাক বিভিন্ন গরিব মানুষের মাঝে দান করে। আসলে এই দান করা একটা কিন্তু মহৎ গুণ। এভাবে যদি আমরা সবার মাঝে নতুন পোশাক দান করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে কোন উৎসবের সময় কোন গরীব মানুষ পুরনো পোশাক পড়ে থাকবে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Your post is manually
rewarded by the Steem-Bingo
STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!
How to join, read here
Prize pool:
Minimum Guaranteed 45 Steem for each draw