My opinion about plagirisim and short posts

in Steem Bangladesh2 years ago (edited)

স্টিমিট এর সকল বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি plagirisim/চুরি এবং শর্ট পোস্ট নিয়ে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো।

যখন, আমরা ব্যক্তি/সাইটের মালিকানাধীন কোনো ছবি কিংবা অনুচ্ছেদ আমাদের নিজেদের পোস্টে অন্তর্ভুক্ত করি তখন মালিকের নাম কিংবা সোর্স লিংক উল্লেখপূর্বক যে ক্রডিট দেই এটা আমাদের ব্যবহৃত ছবি কিংবা আর্টিকেলকে বিশুদ্ধ করে। কিন্তু আমরা যদি অন্যের লেখা কিংবা ছবি ব্যবহার করার পর এর মালিককে কোনো প্রকার ক্রেডিট না দেই কিংবা নিজের বলে চালিয়ে দেই, তাহলে সেটা plagiarism বা চুরি। Plagiarism যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যধির মত কাজ করে, এর ফলে বিষয়বস্তুর অনন্যতা এবং গুণমান নষ্ট হয়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই plagiarism বা চুরি যে কোনো উপায়ে বন্ধ করার জন্য বদ্ধ পরিকর হতে হবে। সবাইকে আসল ছবি এবং লেখা শেয়ার করার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। যারা স্টিমিটে নতুন জয়েন করেছেন তাদেরকে plagiarism বা চুরি এর ব্যপারে সাবধান করতে হবে। কেউ যদি প্রথমবার plagiarism বা চুরি করে তাহলে তাকে কমেন্টের মাধ্যমে ওয়ার্নিং দিতে হবে এবং পুনরায় সে ভুল করলে তাকে ডাউনভোট প্রদান করতে হবে এবং মিউট করতে হবে।

শর্ট বা অতিরিক্ত ছোট পোস্ট একটি কমিউনিটির ভাবমূর্তি নষ্ট করে। ৩০০ ওয়ার্ড এবং ৩-৪ টা ছবি যে কোনো পোস্টের মান বৃদ্ধি করতে পারে। কিন্তু অতিরিক্ত ছোট পোস্ট এর মাধ্যমে যখন কোনো ব্যক্তি অধিক পরিমান রিওয়ার্ড অর্জন করেন তখন এটা প্রাপ্তির অপব্যবহার বলে গণ্য হয়। কেননা একজন দক্ষ কনটেন্ট নির্মাতা তার গুণগত পোস্টের মাধ্যমে রিওয়ার্ড পান, অপরদিকে অপর একজন ইউজার যিনি তার অতিরিক্ত ছোট পোস্টের মাধ্যমে অধিক রিওয়ার্ড অর্জন করছেন অথচ সেটার যোগ্য তিনি নন, এটা হল প্রাপ্তির অপব্যবহার, যা কোনোভাবেই কাম্য নয়। তাই স্টিমিট প্ল্যাটফর্মের সবাইকে কোয়ালিটি কনটেন্ট তৈরির ব্যপারে উৎসাহ দিতে হবে। নতুন ইউজারদের বিষয়টি বুঝাতে হবে। যারা নিয়মিত শর্ট পোস্ট করেন তাদের ওয়ার্নিং এবং ডাউনভোট প্রদান করতে হবে, যাতে করে সবাই কোয়ালিটি পোস্ট তৈরি করে। এতে করে স্টীমিট প্ল্যাটফর্মটি সবার কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে।

Sort:  

সবারই উচিত এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকা।

 2 years ago 

Yes

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.82
ETH 3784.93
USDT 1.00
SBD 3.51