আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ।
২ রমজান ১৪৪৫ হিজরি। ০৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ।
প্রকৃতির সৌন্দর্যের যে অপরূপ সৌন্দর্যতা এই ফটোগ্রাফি দেখে বোঝা যায়। শেষ বিকেলে যখন সূর্য ডুবে অস্ত যাওয়ার মুহূর্তে এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম। গাছের মাঝখান দিয়ে সূর্যের যে আলোকরশ্মি সেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। সূর্য ডুবন্ত অবস্থায় এত সুন্দর লাগে যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তবে সত্যিই এই দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পড়ন্ত বিকেলের আবহাওয়াটা এতটা সুন্দর লাগে যে এটা মন জুড়ে যায়। পৃথিবীর সৌন্দর্য অর্থাৎ প্রকৃত সৌন্দর্য সে নিজের মতো করে সাজিয়ে থাকে। এসব সৌন্দর্য কিন্তু আল্লাহ সুবহানাতায়ালার একটা বরকতম এবং রহমত। তিনি না চাইলে পৃথিবীটা এত সুন্দর হতো না। আরে সৌন্দর্য সবসময় আমাদেরকে আকর্ষণ করে। দেখবেন বাড়ির পাশে সৌন্দর্য রেখে আমরা অনেক সময় অনেক দূরে সংযোগ দেখার জন্য আগ্রহ পোষণ করি। কিন্তু বাস্তব সৌন্দর্য কিন্তু আমাদের হাতের পাশেই থাকে সেই সৌন্দর্য টাকে আমরা প্রাধান্য দেই না।
বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম পাবদা মাছ বিক্রি হচ্ছে। পাবদা মাছ আমার কখনো খাওয়া হয়নি তবে শুনেছি এই মাছটি নাকি খুবই সুস্বাদু। অবশ্য আমি ইচ্ছা করে পাবদা মাছ খাই না কারণ মাছ আমার ভালো লাগে না। পাবদা মাছ একসময় নদী সাগরে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে মানুষ পুকুরে চাষ করছে। এ মাছটিও একজনের পুকুরের মাছ তিনি বিক্রি করতে আসছিল। এই মাছের দামও কিন্তু যথেষ্ট ভালো। অন্যান্য সাদা মাছের মত এই মাসের চাষ করা হয় কিন্তু এর পরিচর্যাটা একটু বেশি করতে হয়। এই মাছের জন্য বেশ খরচ করতে হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেমন খরচ করা হয় তেমন কিন্তু টাকা অনেক হয় অর্থাৎ লাভও বেশি। তবে আমি যতটুকু বুঝি পুকুরে চাষের পাবদা মাছের স্বাদ আর নদীর পাবদা মাছের সাথে তফাৎটা অনেক বেশি। লোনা পানিতে যে পাবদা মাছগুলো হয় এই মাছগুলো সাত অত্যন্ত বেশি। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পুকুরে মানুষ এখন পাবদা চাষ করছে এবং এই চাষের মধ্য দিয়ে বেশ লাভবান হচ্ছে।
এখানে যে মাছটি আপনাদের মাঝে শেয়ার করছি এটি হলো জাপানি মাছ অনেকে বলে মিরর কাপ মাছ অনেকেই বলে পেট মোটার মাছ। যে যেমন ভাবেই মাছটির নাম ডাকে। পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় তবে আমি বলব এই মাসটি এতটা বর্ধনশীল মাছ এই মাসের মতো বর্ধনশীল মাছ অন্য কোন মাছ নেই। আর এই মাসটি সার্চ যোগ্যর জন্য বেশ উপযোগী কারণ অল্প সময়ের মধ্যে যেমন বেড়ে ওঠে তার মনের দামও কিন্তু বেশ ভালো। আর অন্য মাসের থেকে চাহিদাটাও বেশ ভালো। অন্য মাছের দাম যে কোন সময় কম থাকলেও এই মাসের দাম সব সময় এক থাকে কিন্তু অন্য মাসের দাম যখন বাড়ে এই মাসের দাম কিন্তু তখন বৃদ্ধি পায়। আর এই মাছটি চাহিদা থাকে এই কারণে যখন এর পেটে ডিম থাকে এই ডিমের কারনেই কিন্তু এই মাসে চাহিদা টা বেশি। আর এই মাছের ডিম ভেজে খেতেও বেশি সুস্বাদু লাগে। বর্তমান সময়ে এ মাসের চাষ দারুন ভাবে চলছে এবং এই মাছগুলো পুকুরে একটু কম দিতে হয় কারণ অল্প দিলে বেশি লাভবান হওয়া যায়।
এখানে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হল ছোট খরগোশ। বর্তমান সময়ে আমি যেখানে থাকি আমার বাড়ির সামনে একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে দুইটা খরগোশ হয়েছে এই খরগোশের চারটি বাচ্চা হয়েছে সেই চারটি বাসের মধ্যে এটি একটি। বাচ্চাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আমরা প্রায়ই বাচ্চা গুলো দেখার জন্য যাই কারণ আমার ছেলে দেখতে খুব ভালোবাসে । তবে দুঃখের বিষয় হল তারপরের দিন বড় খরগোষ্ঠীর বাহিরে চলে গিয়েছিল এবং একটি কুকুর বড় খরগোশটাকে আক্রমণ করেছিল এবং পরের দিন খরগোসটি মারা গিয়েছিল। খরগোশের বাচ্চা পালন করা একটা সুবিধা আছে এরা ছোটকাল থেকেই কিন্তু বাইরের খাবার খেতে পারে। এদের প্রধান খাবার হল ঘাস লতা পাতা ফুলকপি পাতাকপি আরও ভিন্ন ধরনের সবজি গুলো খেয়ে থাকে। খরগোশের বাচ্চা অনেকের বাড়ি পুষে থাকে। আরে বাচ্চাগুলো বসে থাকে অর্থাৎ এই খরচ গুলো পুষে থাকে নিজের শখের জন্য।
ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর ফুলকে সবাই ভালোবাসে। ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে আকর্ষণ করে কারণ ফুল হলে সৌন্দর্যের প্রতীক।এখানে আমি যে ফুলের ফটোগ্রাফি করেছি এই ফুলটির নাম আমার জানা নেই তবে ফুলটি বেশ সুন্দর। এ ফুল সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে আমার মনে হয় এই ফুলটি শীতকালীন ফুল এবং শীতকালে বেশি দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি সূর্যাই স্কুলের মধ্যে সূর্য স্কুলের সামনে এই ফুল গাছটি ছিল এবং দেখে আমি ফুলের ফটো করেছিলাম। যেকোনো জায়গা সৌন্দর্য যদি বৃদ্ধি করতে হয় তাহলে ফুল গাছ লাগাতে হবে কারণ ফোনে একমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুল দেখা যায় আর একটা ফুলের সৌন্দর্য ভিন্ন ধরনের। ফুলের সৌন্দর্য এবং ফুলের সুবাস সবমিলিয়ে ফুল একটা আকর্ষণীয় জায়গা।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি। |
|---|
| ডিভাইসের নাম | Poco |
|---|---|
| মডেল | M2 |
| ফটোগ্রাফার | @tuhin002 |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR









https://x.com/ABashar45/status/1896524879102619738?t=FfcLyBIWwws5W7VFsasN7w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন।
চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য । ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
দৈনন্দিন জীবনের বেশ সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি দিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন আপনি। পাবদা মাছ সত্যিই সুস্বাদু তবে আপনার ফটো দেখে মনে হচ্ছে পাবদা মাছগুলো যেন জ্যান্ত। এরকম পাবদা মাছ বাজারে বিক্রি হতে আমি দেখিনি। আসলে ভাইয়া আজকাল সবকিছুই চাষের হয়ে যাওয়ার জন্য তাদের যে সুন্দর স্বাদ তা কিন্তু কোনোভাবেই পাইনা। জাপানি পুটিও ছিল একসময় খুবই সুস্বাদু মাছ। কিন্তু এখন ওই মাছগুলোরও আর সেই স্বাদ নেই। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
যখন রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে নাই তখন প্রত্যেকটা মাছের আলাদা স্বাদ ছিল কিন্তু বর্তমান সময়ে সেগুলো আর নাই।
পাবদা মাছ খেতে খেতে আর রুচি নাই ভাই। তবে মাছের ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে। খরগোশের ছবিটাও সুন্দর হয়েছে। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
রেনডম কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। বিকেলের সূর্যাস্ত যার মুহূর্ত দেখতে চমৎকার লাগে। গাছের ফাঁকা দিয়ে সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত দেখা যাচ্ছে সেটা আপনি ক্যামেরাবন্দি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাইয়া। আপনার মাছের ফটোগ্রাফি দেখে মনে পড়ে গেল অনেকদিন আমারও পাবদা মাছ খাওয়া হয় না। পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। ফটোগ্রাফি গুলো সহ সুন্দর বর্ণনা করে দারুন একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটা জেনে নিজের কাছে বেশ ভালো লাগলো।
আজকে আপনি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে ভালো লেগেছে আমার। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাইয়া। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারলে আমার কাছে সত্যি ভালো লাগে। এত সুন্দর করে ফটোগ্রাফি করে দেখানোর জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
দারুন দারুন কতগুলো অসাধারণ ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি আমার কাছে এক কথায় অসাধারণ মনে হয়েছে। এছাড়াও বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। যদিও নিজে ফটোগ্রাফি তারপরও ভালো লেগেছে বলেই বললাম।
ভাইয়া আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি প্রতিটি ফটোগ্রাফির সুন্দর করে বর্ননা তুলে ধরেছেন। আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
খরগোশ টা বেশ সুন্দর কিন্তু। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা দারুণ করেছেন ভাই। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।