ক্রিয়েটিভ রাইটিং:-অনেকেই বাস্তবতা মেনে নিতে চাই না

in আমার বাংলা ব্লগ9 days ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো অনেকই বাস্তবতা মেনে নিতে চায় না। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


nativity-scene-9293304_1280.webp

Source


কিছু বাস্তব কথা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব হয়তোবা এই কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না। একটা কথা সবাই আমার সাথে একমত হবেন সেটা হল যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে। সৃষ্টির শুরুতে পৃথিবীটা কিন্তু এমন ছিল না আবার সৃষ্টির শেষে যখন ধ্বংস হয়ে যাবে তখন ও পৃথিবীটা এমন থাকবে না তার একটা পরিবর্তন আসবে। পৃথিবীতে যখন আমরা ছিলাম না তখনও পৃথিবীতে ছিল হয়তো এমন ছিল না অন্যরকম ছিল। আল্লাহ সুবহানাতায়ালা অনেক বড় শখ নিয়ে তার বান্দাদের সৃষ্টি করেছেন। একটা কথা তিনি কেন সৃষ্টি করেছেন শুধু তিনি নিজেই জানেন। পৃথিবীটা সত্যি একটা সুন্দর জায়গা যে জায়গাটা একবার আসলে আর যেতে ইচ্ছা করে না। আমরা পরকালকে তেমনভাবে বিশ্বাস পায় না আর বিশ্বাস পাইলেও সে হিসেবে কাজ করতে পারিনা। আর এই কারণে এই পার্থের জীবনটা আমাদের কাছে খুবই আপন হয়ে উঠেছে যার জন্য পরকালটা যেতে আমরা ভয় পাই। তবে এটা তো বাস্তব কথা আমাদের কয়েকজন চলে যেতে হবে আর এই কথাটাই কিন্তু অনেকেই মেনে নিতে পারে না। কিছু বাস্তবতা রয়েছে যেগুলো খুব সহজেই মেনে নিতে পারে আবার অনেকে আছে মেনে নিতে পারে না।


আমাদেরই মাঝে একজন তাকে বলেছিলাম আপু পৃথিবীর এই রঙ্গ তামাশা একদিন শেষ হয়ে যাবে একদিন আমরাও চলে যাব। তিনি আমার কথাটাকে বিশ্বাস করেন এবং মানেন তারপরও দিনশেষে একটা কথা রয়ে যায় সেটা হল, যখন আমি বলেছিলাম এই রঙ্গ তামাশা দুনিয়ায় কি হবে এত কিছু করে কি হবে তখন তিনি আমার কথাটাকে কিন্তু খুব ভালোভাবে মেনে নিতে পারছিলেন না। তিনি যে বক্তব্য দিয়েছিলেন তার অর্থ হল এই দুনিয়াটাই সব। যতটুকু পারা যায় এই দুনিয়ার বুকে সে সমস্ত কাজ করে যেতে হবে যেটা পরকালের জন্য আমাদের উপকারে আসে কিন্তু তার বক্তব্য ছিল একটু উল্টো। আমি যদি উল্টো বলি তবুও ভুল হবে কারণ তিনি এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু মৃত্যু যে বাস্তবতা এটা তিনি জানেন তারপরও তিনি এই দুনিয়াটাকে প্রাধান্য দেয়ার কথাই বলেছিলেন ঐদিন। আমি তাকে বলেছিলাম শহরে দালান কোঠা বানিয়ে কি হবে একদিন আমাদেরকে সবাই নদীর দিকে ছুটতে হবে। আমাদেরকে সহজ গ্রামের দিকে ছুটে যেতে হবে আমার কথাটা তার ভালো লাগে নাই তিনি বলেছিলেন কেন আমি অযথা গ্রামে যাব। কিন্তু এটাই যে বাস্তবতা সেটা তিনি হয়তো বা জানেন না। আর এই কারণে আমার কথাটা শুনে তিনি রাগ করছিলেন।


এজন্যই তো বলি অনেক সময় বাস্তবতা মানুষ মেনে নিতে পারে না। তবে হা মেনে নেয় কারা জানেন যাদের পৃথিবীর প্রতি তাদের লোভ নেই লালসা নেই বড়লোক বা বড় বড় বাড়ি গাড়ি করতে হবে এমন যাদের মাথায় থাকে না তারাই শুধু এটাকে খুব সহজে মেনে নিতে পারে। তাছাড়া অন্য কেউ যার পৃথিবীর প্রতি লোভ আছে লালসা আছে যারা শহরের দালানকোঠার মধ্যে নিজেকে আবদ্ধ হয়ে গেছে তারা কিন্তু এটা মেনে নিতে পারে না। আসলে মেনে বা নেবে কিভাবে কারণ আমরা যেখানে সব সময় থাকি যাদের সাথে মিশি তাদেরকে আমরা ছেড়ে থাকতে পারিনা। মানুষ সম্ভবত খুব একে অপরের প্রতি ভালবাসা ছিল। যাইহোক কথায় আছে না সারা জীবন যদি ভাল খায় পরে যদি একটু খারাপ খায় তাহলে দেখবে পেলাম না খালামনা এমন একটা কথা মানুষ করে। ঠিক তেমন বিষয়টা যে অনেক সময় সত্যটা সত্যের কাছে তিতা লাগে। তারপরও বাস্তবতা আমাদের মেনে নিতে হবে একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার সুখ মানুষের আসল সুখ নয় পরকালের সুখটাই বড় সুখ। তবে এরপর একটা কথা থাকে পরকালের সুখটা যেন আমরা সহ্য করতে পারি না তাই ইহকালে সেই সুখটা ভোগ করার জন্য এত কিছু করে থাকি।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 days ago 

Screenshot_2024-12-30-20-49-11-136_com.android.chrome.jpg

 9 days ago 

Screenshot_2024-12-30-20-39-36-474_com.coinmarketcap.android.jpg

 9 days ago 

ভাইয়া সব সময় বাস্তবতাকে মেনে নেয়া সত্যি কঠিন হয়ে যায়। তবে আমাদের পরকালের চিন্তা করে বাস্তবতাকে মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত। কিন্তু মানুষ তো রক্ত মাংস দিয়ে তৈরি তাই অনেক সময় এমন ভাবে বাস্তবতা সামনে চলে আসে যেটাকে মেনে নেওয়া সত্যি বড়ই কঠিন হয়ে ওঠে। তারপরও আমাদের সব সময় বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ ভাইয়া।

 9 days ago 

ঠিকই বলেছেন আপনি আসলে মানুষের বাস্তব কথা গুলো খুব সহজে মেনে নিতে হয়।

 9 days ago 

Screenshot_2024-12-30-17-35-49-408_com.peak.jpg

 9 days ago 

Screenshot_2024-12-30-20-42-11-221_com.twitter.android.jpg

 9 days ago 

অনেক মানুষ আছে। তারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আসলে দুনিয়াটা একটি মরীচিকা মাত্র। যে দুনিয়াদারি হয়ে উঠবে সেই ভুল পথে পরিচালিত হবে। আর যে দুনিয়ায় ভালো কিছু করে যাবে তার জন্যই অনেক সাফল্যত থাকবে।

 8 days ago 

আমরা মানুষ সব জানি কিন্তু জানার পরও ভুল করি এটাই হলো আমাদের স্বভাব।

 9 days ago 

যারা বাস্তবতাকে মেনে নেয় না তারা ভুল করে তাদের কষ্ট হয়। আসলে বাস্তবতা বড় কঠিন। এই বাস্তবতাকে যদিও অনেকে মেনে নিতে পারে না কিন্তু মেনে না নিয়ে কোন উপায় নেই। আমাদের প্রতিটি মুহূর্তে আমরা বেশ কঠিন কঠিন বাস্তবতার সম্মুখীন হই। যেগুলো আসলেই মেনে নিতে খুবই কষ্ট হয়। কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হয় এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

 8 days ago 

আসলে আপু যারা বাস্তবতাকে মেনে নিতে চায় না এরা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেয়। এরা ভাবে তারা কখনোই মরবে না এটাই তাদের বিশ্বাস।

 9 days ago 

সবাই বাস্তবতাকে মেনে নেয় তবে সব সময় মেনে নিতে পারে না। সব সময় আসলে বাস্তবতা কে মেনে নেওয়া যায় না। অনেকে আবার একবারে মেনে নেয় কারোর আবার দেরি হয় বাস্তবটাকে মেনে নিতে। আসলে বাস্তবতাকে মেনে নিলেই ভালো থাকা যায়। তাই আমাদের সকলের উচিত বাস্তবতাকে মেনে নেওয়া। সুন্দর একটি টপিক নিয়ে আজকের পোস্ট লিখেছেন। ভালো লাগলো ভাইয়া।

 8 days ago 

বাস্তবতার মানুষকে অনেক কিছুই শেখায় তাই বাস্তবতা মেনে নেওয়াটাই আমাদের উচিত।

 8 days ago 

হ্যাঁ ভাইয়া বাস্তবতা কেউ মেনে নিতে চায় না। আসলে এই পৃথিবীতে থেকে সবাই একদিন চলে যেতে হবে। তারপরও মানুষ এই পৃথিবীতে দালান কোটা সব করতে চাই। আর কাউকে যদি ভালো কিছু বলেন সে উল্টোটা বুঝবে। আর অনেকে চাই এই পৃথিবীতে রং তামাশা করতে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 7 days ago 

আমরা দুনিয়ার বুকে এমন ভাবে নিজেকে তৈরি করেছি পরকালের কথা এখন বললে সহ্য হয় না। সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ।