ক্রিয়েটিভ রাইটিং:- সুন্দর মনের মানুষ হতে টাকা লাগেনা।

in আমার বাংলা ব্লগ10 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো সুন্দর মনের মানুষ হতে টাকা লাগেনা। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


সুন্দর মনের মানুষ হতে টাকা লাগেনা।_20250306_130040_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

Source

এখন চলছে রমজান মাস। এই মাস হল সিয়াম সাধনার মাস। আসলে সিয়াম বলতে আমরা কি বুঝি সিয়াম বলতে আমরা বুঝি যে ভাত খাওয়া যাবেনা পানি খাওয়া যাবে না এটাই তাই না? আসলে কি তাই সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম হল আরবি শব্দ। এই শ্যাম অর্থ হচ্ছে বিরত থাকা আসলে কি কি বিষয়ের উপরে বিরত থাকতে হয় সেটা আমরা কি জানি আমরা শুধু জানি ভাত এবং পানি খাওয়া যাবে না। হয়তোবা এ সম্পর্কে অনেকেই আরো ভালো কিছু জানে। খাবার অনেকেই এই দুইটা বিষয় সম্পর্কে বুঝে। এখানে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা এই বিরত থাকা অর্থ হচ্ছে মানুষের প্রত্যেকটা খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকা। কিন্তু আমরা দেখছি কি জানেন রোজায় থেকে মিথ্যা কথা বলা খারাপ অশ্লীল সিনেমা দেখা আরো কত কিছু করতেছে। আসলে এটা কিন্তু সাওম পালন করার নিয়ম না। বর্তমান সময়ে ভালো মানুষের অনেক অভাব রয়েছে। সুন্দর মনের মানুষ পাওয়াটা অনেক কঠিন। যদিও সুন্দর মানুষ হতে কিন্তু টাকা লাগেনা। পৃথিবীতে অনেক রয়েছে যাদের অনেক টাকা রয়েছে কিন্তু তারা কখনো সুন্দর মনের মানুষ হয়ে উঠতে পারে নাই। আবার অনেকেই রয়েছে যাদের টাকা নাই পয়সা নাই থাকার মত কোন জায়গা নাই তাদের মানসিকতা দেখলে মন ভরে যায়। আর এরাই হলো সত্যিকারের মানুষ। সুন্দর মনের মানুষ হল সেই ব্যক্তি, যাঁর অন্তরে দয়া, সহানুভূতি, এবং শ্রদ্ধার গভীরতা থাকে। তারা কখনোই অন্যের ক্ষতি কামনা করে না, বরং সবাইকে সাহায্য করতে চায়। তাদের হাসি এবং মধুর ভাষা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। এমন মানুষদের মধ্যে থাকে খোলামেলা মন, যেখানে অন্যরা তাদের বিপদে পড়লে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। যদিও এখন সুন্দর মনের মানুষ অনেক কঠিন কারণ মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না বরং আরো বিপদে ঠেলে দেয়।


সুন্দর মনের মানুষরা প্রতিটি কাজে সৎ এবং দয়ালু। তাদের অঙ্গভঙ্গি, কথা ও আচরণে এক ধরনের শান্তি থাকে যা অন্যদেরকে ভালোবাসতে এবং বিশ্বাস করতে প্রেরণা দেয়। তাদের শুদ্ধতা শুধু বাহ্যিক নয়, অন্তরেও থাকে। তারা বুঝতে পারেন, সুন্দর হতে হলে শুধু বাহ্যিক চেহারা নয়, অন্তরকে সুন্দর করতে হয়। অনেকে রয়েছে যাদের অনেক টাকা রয়েছে কিন্তু তারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে না। আবার দেখবেন কিছু মানুষ হয়েছে যাদের অল্প কিছু টাকা রয়েছে তারপরও কিন্তু তারা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমি প্রথমে রমজান মাস সম্পর্কে কিছু কথা লিখেছি এ রমজান মাস কিন্তু মানুষকে শিক্ষা দেয়। এই মাসটি কিন্তু বারোটি মাসের মধ্যে সবথেকে উত্তম মাস। এ মাসে মানুষের কিছু শিক্ষা দিয়ে থাকে আর এই শিক্ষার মধ্যে দিয়ে মানুষ নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে আবার ইচ্ছা করলে কিছুই পারে না। তবে সত্যি কারের মানুষ হয়ে ওঠার জন্য মানুষের বিশ্বাস সত্যিটাই বড়। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি ভাল মানুষ হয়ে উঠবেন তাহলে আপনি অবশ্যই পারবেন। যদিও আপনি জানেন বর্তমান সময়ে ভালো মানুষের ওঠা অনেক কঠিন। কারণ আমাদের চলাচলে চারিপাশের মানুষগুলো এবং সারির পাশে পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। তবে খারাপ হয়েছে বলেই যে বসে থাকতে হবে বা আমিও নিজে খারাপ হয়ে যাব এমনটি নয়। এই খারাপের মধ্য দিয়ে আমাদের চেষ্টা করতে হবে নিজেকে পরিবর্তন আনতে। নিজেকে মানুষ হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে। অনেক সময় টাকা-পয়সার মানুষকে রত্ন করে তোলে আবার এই সময় টাকাপয়সার মানুষকে খাবিস করে তোলে। তবে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা রয়েছে আর এই সীমাবদ্ধতার মধ্যে থাকলে সবকিছু ভালোর মধ্য দিয়ে যায়।


আমরা সমাজে বসবাস করি আর সমাজের মানুষগুলো খুব বেশি সুবিধাবাদী হয়। এরা আপনার সামনে আপনার প্রশংসা করবে কিন্তু একটু আড়ালে গেলেই আপনাকে যেটা বলার নয় সেটা বলবে যেটা বলার আছে সেটাও বলে। অনেক সময় অনেক মানুষ ভালো হতে চাই কিন্তু সমাজের প্রভাব তাকে বিপরীত মুখে নিয়ে যায়। এসব স্বভাবের মানুষগুলো তারা কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না। যাদের মনটা কুৎসিত তারা শুধু অন্ধকারের মধ্য নিজেকে ডুবে রাখে। যাদের অন্তর্ভুক্ত পবিত্র তারা সব সময় আলোর সন্ধানে থাকে এবং মানুষকে সবসময় সঠিক পথের দিশার দেয়। বর্তমান সময়ে নিজেকে ভালো রাখা একটা চ্যালেঞ্জ। আপনি ভালো থাকবেন তো আপনার পাশের মানুষ আপনাকে ভালো থাকতে দিবে না। তাই বলে বসে থাকলে চলবে না নিজেকে ভালো হওয়ার জন্য সব কিছু করতে হবে কারণ সুন্দর মনের মানুষ একটা সুন্দর পৃথিবী করতে পারে। হয়তো সুন্দর পৃথিবী গড়ার পথটা অনেক অনেক দূর। তাই বলে হতাশ হওয়ার কোন দরকার নেই আমরা সমাজের কোটি কয়েক মানুষ যদি সুন্দর মনের মানুষ থাকে আর এরাই কিন্তু এই পরিবেশটাকে পরিবর্তন করতে পারে। বর্তমানে আমাদের পৃথিবীটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই জায়গা থেকে ফিরে আনার জন্য সুন্দর মনের মানুষ দরকার রয়েছে। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে আর চেষ্টার বাইরে কোন কিছুই নয়। একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্র গঠন করার জন্য ভালো মানুষের দরকার হয়েছে। আরে উত্তম মানুষ গড়ে ওঠার জন্য শুধু নিজের মানসিকতার দরকার আর অন্য কিছু লাগেনা।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Screenshot_2025-03-06-13-24-24-002_com.twitter.android.jpg

 10 months ago 

Screenshot_2025-03-06-13-26-52-215_com.android.chrome.jpg

 10 months ago 

আপনার পোষ্টের সাথে কিন্তু আমি একমত। সুন্দর মনের মানুষ হতে হলে টাকা প্রয়োজন হয় না কথাটি একদম বাস্তব। কারণ সুন্দর মনের মানুষগুলো হয় সৎ এবং দয়ালু। হয়তোবা কিছু খারাপ লোকের কারণে এই লোকগুলো খুব কমে দেখা যায়। বাস্তবিক কথা নিয়ে পোস্টটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমার মতের সাথে আপনি একমত পোষণ করেছেন এটা জেনে ভীষণ ভালো লাগলো তবে বাস্তবে পক্ষে এটাই কিন্তু সত্য।

 10 months ago 

ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে আমাদের সমাজে কিছু কিছু লোক রয়েছে যারা টাকার ক্ষমতা দেখিয়ে নিজেকে অনেক বড় মনে করে।আসলে টাকা কিন্তু মানুষের সৌন্দর্য নয়।যাদের টাকা নেই তারাও কিন্তু গরীব দুঃখী মানুষের পাশে দাড়ার চেষ্টা করে।এগুলোই হচ্ছে মনের সৌন্দর্যতা।যাইহোক আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 10 months ago 

চেষ্টা করেছি ভাই নিজের জায়গা থেকে যতটুকু পারা যায় এই বিষয়টি লিখে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে সুন্দর মানুষ হতে টাকা লাগে না। তবে এটা ঠিক বলেছেন সুন্দর মনের মানুষগুলো সৎ এবং দয়ালু হয়। আর এ মানুষগুলোর চেষ্টা করে নিজের এবং অন্যের ভালো করতে। তাদের থেকে অনেক কিছু শিখা যায় এবং অনেক কিছু উপলব্ধি করা যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 10 months ago 

জীবনে চলার জন্য টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু টাকা মানুষকে সত্যিই কখনোই সুন্দর মানুষ হিসেবে গড়তে পারে না। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

 10 months ago 

আমাদের মন আমাদের ব‍্যবহার এগুলোর ব‍্যাপার পুরোপুরি আলাদা। সত্যি এগুলো ভালো হতে কখনও টাকা বা সম্পদ লাগে না। এগুলো যেকোনো ভালো মানুষের লক্ষণ। খুব সুন্দর লিখেছেন আপনি। বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ এখানে আপনি যে কথাগুলো শেয়ার করেছেন সেগুলো পড়ে মনে হচ্ছে যে একেবারে বাস্তবিক একটি চিত্র চোখের সামনে ভেসে আসছে৷ আর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা থাকে এবং তারা নিজেদেরকে অনেক বড় মনের মানুষ মনে করে থাকে৷ তবে তা কখনোই ঠিক নয়৷ যাদের কাছে মন থাকে তাদের কাছে একটা সময় টাকা থাকে না৷ তবে ভালো মনের মানুষ হবার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন৷ ভালো মনের মানুষের কাছে টাকা থাক কিংবা না থাক সে তার যথাসাধ্য চেষ্টা করে যে মানুষের জন্য সে ভালো কিছু করবে অথবা মানুষকে কিছুটা সাহায্য করবে৷ খুব সুন্দরভাবে আপনি আজকের এই পোস্ট শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷