স্পোর্টস রিভিউ :-উত্তেজনা পূর্ণ একটি ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ।
চ্যাম্পিয়ন লিগ মানে অন্যরকম একটা খেলা আর অন্যরকম একটা প্রতিযোগিতার স্থান। আমরা অনেকেই জানি বিশ্বকাপের পরে যদি কোন বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থাকে সেটা হল চ্যাম্পিয়নস লিগ। সম্ভবত রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার দল। খেলার আগে উত্তেজনা সরে পড়েছে চারিদিকে। খেলাটি শুরু হওয়ারও চার মিনিটের মাথায় ব্রাজিলিয়ান প্লেয়ার রদ্রিগো এগিয়ে রিয়াল মাদ্রিদকে। তার এই গোলটি যে দেখেছে সে নিশ্চয়ই তাকে বাহবা দিয়েছে কারণ অতি সুন্দর একটি গোল করেছিলেন তিনি । যেহেতু খেলাটি হয়েছিল রিয়ালের মূর্তিতে তাই তারা নিজেকে একটু শক্তিশালী ভেবেছিল। নিজের মাঠ নিজের দর্শক নিজেদের একটু খেলা কে সবসময় এগিয়ে রাখা যায় রিয়াল মাদ্রিদকে। ঠিক তেমনি তারা ভুলও করেনি প্রথম দিকে এগিয়ে যাই। বোঝাই যাচ্ছিল খেলাটি বেশ চমৎকার হবে। কারণ খেলা শুরুতে যদি গোল হয় তাহলে বিপক্ষ দল চাপে পরে যায়। আর এসব খেলা খুবই ভালো হয় আর না হয় একতরফা হয়ে যায়।
প্রথমের দিকে যেহেতু রিয়াল মাদ্রিদ গোল দিয়েছে তাই মনে হয়েছিল খেলাটি হয়তো বা একতরফা হলেও হতে পারে। কিন্তু আর্জেন্টিনার এই স্পাইডার ম্যান কি শুরু করেছে। চ্যাম্পিয়ন লিগ মানেই তার গোল। এ পর্যন্ত চ্যাম্পিয়ন লিগের প্রত্যেকটা ম্যাচে তার গোল রয়েছে। আর আজকের এই গোলের কথা সম্পর্কে কি বলবো যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে এই গোলটা কেমন গোল হয়েছে । আসলে এই ছেলেটার দিন দিন তার নিজেকে এতটাই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেটা বলার বাহিরে। ব্রাজিলের মারাত্মক প্লেয়ার ভিনি যিনি এই পর্যন্ত তার থেকে ১০০ টি ম্যাচ খেলে সমান গোলের অধিকারী। তবে যাই হোক কোন প্লেয়ারের সাথে তুলনা নয় আলভারেজের এই গোল দেখে সবাই মুগ্ধ হয়েছে যারা দেখে নাই তারা কি একটা গোল মিস করেছে তা বলার কথা নেই। দুই দল নিজেদের মধ্যে বেশ প্রতিযোগিতা গড়ে তুলেছে ।
দুই দলের বেশি ভালো উত্তেজনামূলক ফুটবল খেলছে। তবে খেলার অর্ধেকের শেষের দিকেই বলা যায় সেই সময় পেঁয়াজ যে গোলটি করেছে সেই গোলটি অসাধারণ একটি গোল। আসলে আজকে চ্যাম্পিয়ন লিগের তিনটা গোল হয়েছে তিনটা গোলই অসাধারণ কোন গোলের থেকে কোন গোল কোন অংশে কম নয়। মানে তিনটা গোল তিনটা গোলই দেখার মতন গোল যারা এই তিনটা গোল দেখেছেন কেউ কোন গোলকে কোমা হিসেবে আখ্যাত করতে পারবে না। খেলা যেমনই হোক না কেন গোল গোল হয়েছে অসাধারণ গোল আর এটাই হল খেলা। তবে যে সময় গোল হয়েছে যদি ভালো করতে পারে তাহলে হয়তো বা তারা ফিরতে পারে। ফুটবল খেলার সব সময় যে কোন খেলা থেকে একটি ব্যতিক্রম খেলা। আর সৌন্দর্যটা সবাই কিন্তু বেশ উপভোগ করে থাকে। রিয়াল মাদ্রিদের খেলা হলে তো আকর্ষণটা আরো বেড়ে যায়। কারণ হলো গানের থেকেও বাজনা বেশি চলে এই দলের। তবে যা বোঝা যাচ্ছে হয়তো বা তারা এই ম্যাচটা জিতে যাবে।
শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এর কাছে ২-১ গোলে পরাজিত হয়। প্রথম লেগের খেলা। তাই আসলেটুকু মাদ্রিদের কাছে একটা সুযোগ থাকছে তাদের নিজের মাঠে রিয়াল মাদ্রিদকে যদি দুই গোলে হারাতে পারে তাহলে তারা পরে রাউন্ডে নিশ্চিত করবে। আর মাদ্রিদ যদি ড্র করে তাও তারপরে রাউল তারা নিশ্চিত করবে। তাই বোঝাই যাচ্ছে এই প্রথম লীগের খেলা থেকে দ্বিতীয় লেগের খেলাটা কতটা জমজমাট হবে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং অ্যাথলেটের মধ্যে হেরেছে। তবে এই ম্যাচের সবচেয়ে ট্রেনিং পয়েন্ট হল তিনটা সে তিনটা হলো গোল। সবকিছু ছাপিয়ে গোল তিনটায় হলো সৌন্দর্য এই ম্যাচে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | স্পোর্টস |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| স্ক্রিনশট সোর্স | psn2 |
| লোকেশন | মেহেরপুর |
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR









Upvoted! Thank you for supporting witness @jswit.
চ্যাম্পিয়ন লীগে মাদ্রিদ ডার্বি মানেই বাড়তি উওেজনা। ম্যাচটা সত্যি বেশ জমজমাট হয়েছিল। দুই দলই বেশ ভালো খেলেছিল। যদিও প্রথম লেগে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে। কিন্তু এটার ফাইনাল রেজাল্ট আসবে অ্যাতলেটিকো এর মাঠে। ঐটার অপেক্ষায় রয়েছি।
যদিও ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে রয়েছে তবে উত্তেজনার কিন্তু শেষ নেই। কারণ অ্যাথলেটিকো মাদ্রিতা নিজের মাঠে ভয়ংকর হয়ে উঠতে পারে।