মেয়েকে নিয়ে একদিন ফুসকা খেতে যাওয়া

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একদিন মেয়েকে নিয়ে ফুচকা খেতে যাবার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমার মেয়ে ফুসকা খেতে বেশ পছন্দ করে। তাই মাঝে মাঝে আবদার করে বসে সে ফুসকা খাবে। কয়েকদিন আগে সে বিশেষ বায়না ধরল ফুচকা খেতে যাবে। তবে সে সব জায়গার ফুসকা খেতে পছন্দ করে না ।তার পছন্দের একটি ফুসকার রেস্টুরেন্ট আছে যেখানে খেতে খুবই পছন্দ করে। আর ওখানের ফুচকা টা বেশ ভালো ।আমার কাছেও বেশ ভালো লাগে ।তাই তো সেদিন মেয়েকে নিয়ে ফুচকা খেতে বেরিয়ে পড়লাম ।সে অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব।

মেয়েকে নিয়ে একদিন ফুসকা খেতে যাওয়া


IMG_20241207_235447.jpg


মূলত এটি ফুসকার ছোট্ট একটি রেস্টুরেন্ট। যেখানে বিভিন্ন আইটেমের ফুচকা, মম, চটপটি আরো কয়েকটা খাবার পাওয়া যায় ।তবে এই দোকান থেকে আমার মেয়ে ভাঙচুর নামক একটি ফুসকা ভীষণ পছন্দ করে। সে যতবারই এখানে এসেছে এটাই চেয়েছে। এই ফুচকাটি একটু ভিন্ন ধরনের খেতে বেশ ভালোই লাগে। মেয়েকে নিয়ে যখন ফুচকা খেতে আসি তখন আমিও ওর সঙ্গে ভাংচুর ফুসকাটি খাই ।যেটি আমার কাছেও ভীষণ ভালো লাগে ।এবারও ভাঙচুর অর্ডার করেছিলাম। তবে দোকানটি ছোট হবার কারণে সব সময় টেবিল খালি পাওয়া যায় না ।কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয় এটি একটি সমস্যা।


IMG20241105181951.jpg


তারপর অর্ডার করার বেশ কিছু সময় পর তারা ফুচকাটি পরিবেশন করলো। কিন্তু ফুচকাটি পরিবেশন করার পর দেখলাম আমরা প্রতিবার যে রকম ফুচকা খাই এটি দেখতে সেরকম হয়নি। তাই ওয়েটার কে ডেকে বললাম এবারের ফুসকা আগের মত হয় নি। এখানে আমরা নিয়মিত আসি। তবে এবারের ফুচকাটি এরকম লাগছে কেনো ?ওয়েটার বলল এক মিনিট অপেক্ষা করেন। তারপর প্লেট ভেতরে নিয়ে গেল। কিছু সময় পর আবার ফিরে এলো। তখন দেখলাম ঠিক আগের মত করে চমৎকারভাবে সাজানো। দোকানে কাস্টমারের প্রচুর ভিড় ছিল যার কারণে তারা এভাবে করে ভাঙচুর ফুসকা টি পরিবেশন করেছিল। ভেবেছিল হয়তো নতুন কাস্টমার বুঝতে পারবে না।


IMG20241105182252.jpg


তবে তাদের এই পদ্ধতিটি আমার কাছে খুব একটা ভালো লাগলো না। কেননা এটা কাস্টমারকে মূলত ফাঁকি দেওয়ার মত চেষ্টা ।যাই হোক আমরা বললাম এবার ঠিক আছে। সে কিছু বলল না ।তারপর আমরা আমাদের ভাঙচুর খেলাম ।বেশ ভালই লাগলো খেতে। তারপর দেখলাম এখানে শাহী চিকেন চটপটি পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম এই চটপটি তো এর আগে কখনো খাওয়া হয়নি। তাই নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য এই চটপটি টি অর্ডার করলাম।


IMG20241105185522.jpg


চিকেন দেওয়া চটপটি এর আগে কখনো খাওয়া হয়নি। তাই অন্যরকম মনে হচ্ছিল ।তবে যখন পরিবেশন করল তখন খেয়ে দেখলাম টেস্ট খুব আহামরি কিছু হয়নি ।চিকেনের পরিমাণ ছিল তবে নরমাল চটপটি এর থেকে বেশি ভালো লাগে ।আমার কাছে খুব একটা ভালো লাগলো না। যাইহোক খাবার গুলো শেষ করে ড্রিংস নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

Polish_20241208_004732783.jpg

 28 days ago 

মেয়ের আবদার পূরণ করার জন্য তাকে নিয়ে তার পছন্দের ফুসকার রেস্টুরেন্টে গিয়েছিলেন শুনে খুব ভালো লাগলো। ভাঙচুর ফুচকা গুলো আপনাদের দুজনেরই পছন্দের শুনে ভালো লাগলো। ফুচকার পাশাপাশি চটপটি খেয়েছেন থেকে ভালো লেগেছে। যদিও তার স্বাদ খুব একটা ভালো ছিল না। আপনার মেয়ে নিশ্চয়ই অনেক খুশি হয়েছিল খাওয়া দাওয়ার পর।

 28 days ago 

আপনার মেয়ে তো দেখছি ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। মেয়ে আবদার করার পরে ফুচকা খাওয়ার জন্য তাকে নিয়ে গিয়েছেন। ভাঙচুর ফুচকা আপনার মেয়ে অনেক বেশি পছন্দ করে শুনে ভালো লাগলো। অনেক মজা করে খাওয়া হয়েছে এগুলো দেখে বুঝতে পারছি। সবার মাঝে সুন্দর করে শেয়ার করে নিয়েছেন এই মুহূর্তটা।

 28 days ago 

সন্তানের আবদার পূরণ করাটা আমাদের একটা বিশেষ কাজ। আপনারা যে ফুচকাটা ভাঙাচোরা ফুচকা বলছেন, সেটি আমাদের এখানে দই ফুচকা বা দইপরি। বলে বিক্রি হয় ফুচকা কিন্তু আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে খাই। সেই ফুচকার আলাদা স্বাদ। যাই হোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো , আপনার মেয়ে যে আনন্দ করে খেয়েছে এটাই সব থেকে বড় পাওয়া।

 27 days ago 

ভাঙচুর নামক খাবারটি আমাদের এদিকে পাওয়া যায় না। আর কখনো খাওয়া হয়নি আপু। মাঝে মাঝে বাহিরে খেতে গেলে সত্যি অনেক ভালো লাগে। অনেক সময় কিছু কিছু খাবার খেতে ভালো লাগে আবার কিছু কিছু খাবারের টেস্ট পাওয়া যায় না। মা মেয়ে দুজনে মিলে অনেক সুন্দর ভাবে খাওয়া দাওয়া করেছেন আর দারুন সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো আপু।

 27 days ago 

আপু ফুসকা খাওয়া কমবেশি সবার প্রিয়। আপনি দেখতেছি মেয়েকে নিয়ে ফুচকা খেতে গেলেন। তবে দোকানটি ছোট হওয়ার কারণে হয়তোবা বসতে আপনাদের সমস্যা হয়েছে। আসলে কিছু কিছু দোকান আছে ছোট হলেও কাস্টমার অনেক বেশি থাকে। আর এইবার ফুসকা খেতে মনে হয় আপনার তেমন ভালো লাগে নাই। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।