ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফল আপাতত সমান

in আমার বাংলা ব্লগ8 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2024-12-19 23.18.54 - A captivating and intense image depicting the ongoing Test series between India and Australia, where three matches out of a five-match series have bee.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে টেস্ট ম্যাচ চলছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। তবে টেস্ট ম্যাচটি খেলা দুইদিকেই সমান অবস্থায় আছে। আপাতত ৫ টির ভিতরে তিনটি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে দুই টিমেরই পয়েন্ট একই অবস্থানে আছে। তবে এই তিনটি ম্যাচের মধ্যে প্রথম দুটি একদম এলোমেলো টাইপের খেলা হয়েছে বলতে গেলে অর্থাৎ কেউ প্রথম ইনিংসে ভালো করেছে তো বিপক্ষ টিম একদম লোয়ার পজিশনে রান করেছে। যেমন এখানে প্রথম টেস্টে যদি প্রথম ইনিংস এর কথা বলি, তাহলে এখানে ভারত একদমই কম রান করেছিল, মাত্র ৫০ রান এর মতো। তবে এখানে অস্ট্রেলিয়াও তার থেকে আরো বাজে পারফর্ম করেছিল। এখানে অবশ্য অনেক সময় দেখা যায় দুই টিমেরই যদি পারফর্ম একইরকম পর্যায়ে যেতে থাকে, সেক্ষেত্রে পিচ এর কন্ডিশন অনেক সময় কারণ হতে পারে।

তবে প্রথম ইনিংসে এখানে খারাপ করলেও ভারত কিছুটা রানে এগিয়ে ছিল। আর দ্বিতীয় ইনিংসে বেটার পারফর্ম করেছিল ভারত। এখানে কৃতিত্ব যদিও পুরোটা যাইস্বল, কোহলি আর রাহুলের ছিল। কারণ সব মিলিয়ে পরে যে ৫০০+ রানের টার্গেট দিয়েছিলো। এখানে ভারত পয়েন্ট এর তালিকায় এম্ক্তু এগিয়ে গিয়েছিলো, কারণ ৩০০ এর গায়ে ম্যাচ উইন হওয়া মানে অনেক বড়ো বিষয় একটি ইন্টারন্যাশনাল ম্যাচে। পরের যে টেস্ট বিশ্বকাপ আসছে, সেখানে এই পয়েন্ট অনেক কার্যকরী চান্স পাওয়ার জন্য। টেস্ট বিশ্বকাপে চান্স পাওয়া খুব একটা সহজ হয় না একটু পয়েন্ট ডাউন থাকলে। যাইহোক, এখানে প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে খুবই খারাপ হার হয় ভারতের। এখানে যদিও ভারত আবারো প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়েছিলো, কিন্তু সেটা তেমন একটা কার্যকর হয়নি। এখানে দুই-তিনজন একটু ভালো খেললেও বেশিক্ষন ধরে রাখতে পারেনি সেই ধারাবাহিকতা।

সেখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে আর রানও দারুন করে। হেড অস্ট্রেলিয়ার একজন দুর্দান্ত ব্যাটসম্যান, হেড যেকোনো ফরম্যাটে মোটামুটি বেশ ভালোই খেলে থাকে। হাফ রান একাই তুলে দিয়েছিলো এখানে। এখানে লিড তো ভারতের দিকে অনেকটাই ছুড়ে দেয় তারা। তবে সেই লিড যদিও তারা তুলেছিলাম, কিন্তু আসলে পরে যে টার্গেটটা দেবে, সেই সুযোগ করতে পারেনি, কারণ লিডটা এতো বেশি ছিল যে, ওটাই রিকোভার করে মাত্র ১৯-২০ রানের টার্গেট দিতে পেরেছিলো। এই টেস্ট সিরিজটিও প্রথমটার মতো ৩ দিনেই শেষ হয়ে যায় আর সেই সাথে এখানে দুই টিমের সমতা আসে পয়েন্টে। তবে এই তৃতীয় টেস্ট সিরিজটি ছিল সব থেকে বাজে খেলা, তবে সেটা আবহাওয়ার কারণে। প্রথম ইনিংসে তো অস্ট্রেলিয়ার প্রায় প্রত্যেক ব্যাটসম্যানই দারুন রান করেছিল।

৪০০+ রানের দারুন ইনিংস ছিল। তবে ইন্ডিয়া এই রান এর লিড পূর্ণ করতে পারেনি প্রথম ইনিংসে, প্রায় ১৫০ রানের মতো পিছিয়ে থাকে। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিলো ভালোই, ঝপাঝপ উইকেট পড়েছে, তবুও প্রথম ইনিংসে রান বেশি বেঁচে যাওয়ায় তেমন সমস্যা হয়নি, ওটাতেই টার্গেট এচিভ করতে পেরেছিলো। সব মিলিয়ে ২৭৫ রানের টার্গেট দিলেও এখানে ভারতের আবার বৃষ্টির কারণে এবং লাইট এর সমস্যার কারণে ফায়দা চলে আসে। প্রথম ১-২ ওভার খেলার পরে পুরো খেলা অফ হয়ে যায় বৃষ্টির কারণে।

পরে আর খেলা না হওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করে দেয়। আপাতত খেলার রেজাল্ট প্রথম দুটি টেস্ট সিরিজ অনুযায়ীই আছে। ফাইনাল রেজাল্ট লাস্ট দুটি টেস্ট সিরিজে নির্ধারণ হবে, দেখা যাক কি হয় এখানে। এই টেস্ট সিরিজ এখন জিততে গেলে যেকোনো এক টিমকেই দুটিই জিততে হবে, যেটি অনেকটা কঠিন বিষয় তাদের উভয়ের সামনে। তবে বুমরাহ এখানে প্রত্যেক ইনিংসে অসাধারণ বোলিং করেছে, পাশাপাশি স্টার্কও ভালো বোলিং করেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

যেমন এখানে প্রথম টেস্টে যদি প্রথম ইনিংস এর কথা বলি, তাহলে এখানে ভারত একদমই কম রান করেছিল, মাত্র ৫০ রান এর মতো।

হ্যাঁ দাদা এই সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ভারত দুর্দান্ত ব্যাট করেছিল। যাইহোক এই সিরিজের তিন ম্যাচ শেষ হওয়ার পর এখনো সিরিজে সমতা রয়েছে। দেখা যাক পরবর্তী দুই ম্যাচে কি হয়। তবে আমার মন বলছে ভারত এই সিরিজটা জিতবে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 6 days ago 

মাঝে মাঝে এই বৃষ্টির উপর প্রচণ্ড রাগ হয়। ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছি বলা যায়। কিন্তু তারপরও ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রতিদিন কয়েকবার করে রান চেক করতাম। প্রথম টেস্টের পর ভেবেছিলাম ভারতই হয়তো সিরিজ টা জিতবে। কিন্তু বৃষ্টি হলো বাঁধা।