একটি সম্পূর্ণ কলা গাছের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সামনে একটি নতুন অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি সম্পূর্ণ কলা গাছের চিত্র অঙ্কন করেছি। এই অঙ্কনের মাধ্যমে আমি প্রাকৃতিক চিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই কলা গাছের চিত্রটিতে আমি প্রধান দুটি বিষয়কে স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যার মধ্যে একটি হলো একটি কাঁধিতে কাঁচা কলা সহ মোচা ধরে আছে এবং অন্য কাঁধিতে পাকা কলা ধরে আছে। আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের ভালো লাগবে।


❦উপকরণ:❦

আর্ট পেপার ( A4 )
বোর্ড
পেন্সিল
কালার পেন্সিলস
রাবার

এখন অঙ্কনটির প্রতিটা স্টেপ আমি নিচে তুলে ধরবো--


➤প্রথম ধাপে আমি একটা কাঁধিতে বেশ খানিকটা কলা সহ একটা মোচা অঙ্কন করে নিয়েছিলাম ।

➤দ্বিতীয় ধাপে আমি কলা গাছের ৬ টি পাতা পর পর অঙ্কন করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে আমি কলা গাছের পুরো বডিটা অঙ্কন করে নিয়েছিলাম এবং সাথে আরো এক কাঁধি কলা অঙ্কন করে নিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে আমি কলা গাছের ৬ টি পাতাতেই সবুজ কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে আমি কলার একটি কাঁধিতে সমস্ত কলার গায়ে সবুজ কালার করে দিয়েছিলাম অর্থাৎ কলাগুলো কাঁচা আছে ।

➤ষষ্ঠ ধাপে আমি আরো একটি অঙ্কিত কলার কাঁধিতে সমস্ত কলাগুলোকে হলুদ রং করে দিয়েছিলাম অর্থাৎ কলাগুলো পেকে গেছে।

➤সপ্তম ধাপে আমি কলার কাঁধিতে অবস্থিত মোচাটিকে লাল কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে আমি কলা গাছের বডিতে তেলা মতো কালার করে দিয়েছিলাম। এরপর গাছের শিকড় অঙ্কন করে তার পাশ দিয়ে মাটির মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম।

➤নবম ধাপে আমি সবুজ পাতাগুলোর মধ্যে দিয়ে এক্সট্রা দুটি পাতা অঙ্কন করেছিলাম এবং তাতে হলুদ কালার মতো দেখতে করে দিয়ে অঙ্কনটির সমাপ্তি করে দিয়েছিলাম ।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles

______

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনি অসাধারণ করে কলা গাছের চিত্রটি অঙ্কন করেছেন সেই সাথে ধাপে ধাপে ফটো তুলে সুন্দর বর্ণনা করেছেন কলার মোচা টা কিন্তু দেখতে হেব্বি সুন্দর লাগছে লাল রঙের।

 3 years ago 

মোচা টা কিন্তু দেখতে হেব্বি সুন্দর লাগছে লাল রঙের।

হ্যা, মোচাটাকে একদম কালার দিয়ে ফুটিয়ে তুলেছি। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ অনেক সুন্দর এঁকেছেন। যথার্থ রং করেছেন।কলা রং দেখে মনে হচ্ছে অরজিনাল কলা।কলা গাছের ২ টা পাতা শুকিয়ে গেছে।এক কথায় অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ আপনার যথার্থ একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

অও, একদম সত্যিকারের কলাগাছ বলে মনে হচ্ছে।পূর্বে বাড়িতে প্রচুর পরিমানে পাকা কলা হত খেতাম না এখন নেই এখন খাওয়ার প্রতি চাহিদা বাড়ছে।খুব সুন্দর হয়েছে অঙ্কনটি।ধন্যবাদ দাদা।

 3 years ago 

বাড়িতে থাকতে কোনো কিছুর কদর কেউ করে না, কিন্তু যখন যে জিনিষটা না থাকে তখন সেই জিনিষটার প্রতি আগ্রহ বেশি জন্মায়। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর লাগলো আপনি অনেক সুন্দর ভাবে কলাগাছ অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

দাদা গাছপাকা কলা দেখেই তো খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর হয়েছে আপনার ছবিটি। রং করাটাও সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

দাদা গাছপাকা কলা দেখেই তো খেতে ইচ্ছে করছে

তাহলে খেয়ে নিন কাঁধি থেকে 😁.

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়। আপনি তারই প্রমান দেখিয়েছেন । ওয়াও দাদা, এক কথায় অসাধারণ। আপনি সুন্দর করে আর্ট করতে পারেন তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে আর সুন্দর বর্ণনা দিয়ে আমাদেরকে বুঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি আর্টের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন‍্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই উপযুক্ত একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি তোমার অঙ্কনের ফ্যান। তুমি যেগুলো অঙ্কন করো খুব নিপণতার সাথে অঙ্কন করো। আজ কলাগাছের চিত্র টি দুর্দান্ত ভাবে অঙ্কন করেছো। শুভেচ্ছা নিও।

 3 years ago 

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে।
আপনি অনেক বেশি সুন্দর করে আঁকতে পারেন।
আপনার রঙ করা গুলা অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
আমাকে একটু শিখাবেন? 😛

 3 years ago 

প্রথমে একটা গরম গরম ধন্যবাদ দিয়ে দিলাম ভরের দিকে সাজানো গুছানো মন্তব্যের জন্য ।

আমাকে একটু শিখাবেন?

কিভাবে? 😇 😁

 3 years ago 

খাইয়ে।😜😜

 3 years ago 

কলা গাছের চিএটা খুব সুন্দর একেছেন দাদা। কালার কম্বিনেশন টা ভালো ছিল। এছাড়াও দুই কাঁধি কলা। একটা পাকা কাঁধি অন‍্যটা কাঁচা এই কম্বিনেশন টাও ভালো ছিল। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য। এই দুই কাঁধি কলা আপনাদের জন্য উপহার দিলাম। এক কাঁধি পাকা খাবেন এবং অন্যটি কাঁচা রান্না করে খাবেন 😁. আসলে কালারগুলো আমি ম্যাচিং করতে পেরেছিলাম এর সাথে হুবহু।

 3 years ago 

😄😄😄😄। ধন্যবাদ দাদা।।।

 3 years ago 

অনেক সুন্দর করে কলার গাছটি এঁকেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি কলা গাছে সাধারনত একটি কলার ঘাউড় হয়।এটাতে দুটি হয়ে গেছে।একটি হলে বেশি ভালো হতো।তবুও অনেক সুন্দর হয়েছে পোস্টটি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64143.01
ETH 3154.83
USDT 1.00
SBD 3.86