"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৫১ [ তারিখ : ২১-০১- ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি। আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়। স্টিমিটে যুক্ত হই ২০২১ সালের আগস্ট মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250121_232252_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250121_232217_Chrome.jpg

ক্লে দিয়ে কোয়েল পাখির বাসা তৈরি by @tanjima (date 21.01.2024 )

আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টের মধ্যে ভিন্ন কিছু তোলে ধরার। ভিন্ন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও ভালো লাগে। কিছু কাজ থাকে যা দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু করতে গেলে বুঝা যায় কতটা সহজ, আবার কিছু কাজ দেখতে কঠিন মনে হলেও করতে গেলে সহজ লাগে। তারজন্য যত বেশি সময় নিয়ে কাজ করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ধরনের কাজ করতে যথেষ্ট সময়ের ব্যাপার। সেজন্য সবসময় করা হয়না। তবে যখন কোনো কাজ পরিশ্রম দিয়ে করার পর আপনাদের কাছ থেকে উৎসাহ পাওয়া যায় তখন মনে হয় সত্যি আমার সেই কাজ সার্থক।.....


রাত্রিবেলা যখন কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম, তখন অথরের পোস্টটা নজরে এসেছিল। কেনো নজরে এসেছে, তা হয়তো আপনারা সহজেই বুঝতে পারছেন। দারুণ সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে পোস্টের মাধ্যমে।

এমন পোস্ট যদি ফিচার্ড না করা হয়, তাহলে অথরের প্রাপ্তি হয়তো অসম্পূর্ণ থেকে যায়। অথর যে শিল্পী সত্তার পরিচয় দিয়েছে, তা যেন এক কথায় যথার্থ।

বারবার ঘুরে ফিরে পুরো পোস্টটা দেখার চেষ্টা করছিলাম, অনেকটাই জীবন্ত লাগছিল অথরের সৃজনশীল কাজকর্ম। খোলা মনে প্রশংসা করলাম, চেষ্টা করলাম কিছুটা হলেও অথর কে অনুপ্রাণিত করার জন্য।

অথরের এমন কার্যক্রম চলমান থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1Y1MTRQgGJSorxThCwKPdtCNZsGbXGo1sUyoiUkr4mRN4VzmN7aiCMPYXgRgq2kZBMnpQPzC8myapLd8z.jpeg

ছবিটি তানজিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

অনেক দিন পর ফিচারড আর্টিকেলে আমার পোস্ট দেখে খুব ভালো লাগলো। এই ডাই বানানোর পর আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো পারফেক্ট হবে না কিন্তু সম্পূর্ণ বানানোর পর ডিম গুলো দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছিল। ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ফিচারড আর্টিকেলে আমার এই পোস্ট দেখে মনে হচ্ছে আমার এই পরিশ্রম সার্থক হলো। ধন্যবাদ ভাইয়া আমার এই ডাই ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 last year 

এই পোস্টটি দেখে আজকে কমেন্ট করেছিলাম। এককথায় দুর্দান্ত হয়েছে এই ডাই পোস্টটি। হঠাৎ করে তাকালে মনে হয় যে সত্যিকারের কোয়েল পাখির ডিম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ফিচারড আর্টিকেলে তানজিমা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।ডাই পোস্টটি অনেক ইউনিক ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে। পোস্টটা সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। দেখেই তো অনেক দারুন লেগেছে।

 last year 

এই ডাই পোস্টটি দেখে আজকে আমি কমেন্ট করেছিলাম। এককথায় অসাধারণ হয়েছে এই ডাই পোস্টটি। আজকে ফিচারড আর্টিকেলে @tanjima আপুর নামটি দেখে বেশ ভালো লাগলো। আপুর পোস্টটি ইউনিক ছিল। এবং উনি এতো সুন্দর করে ডাই পোস্টটি ধাপে ধাপে উপস্থাপন দেখে তো আমি ও শিখে ফেললাম। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট ফিচারড করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চমৎকার একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল নির্বাচিত হয়েছে। আপুর পোস্টটি যখন আমি দেখেছিলাম তখনই ভেবে রেখেছিলাম এটা ফিচারড পারে। আপু এত সুন্দর ভাবে পোস্টটি শেয়ার করেছে যে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কোয়েল পাখির ডিম দারুন ভাবে তৈরি করেছে।ধন্যবাদ ভাইয়া আপুর এই দারুন পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

ক্লে এবং রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা পাখির বাসা তৈরি করা হয়েছে। এই পোস্টটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে আরো ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

ঠিক বলেছেন তানজিমা আপুর এই পোস্টটি আমি নিজেও দেখেছিলাম। দারুন লেগেছিল প্রথমে তো ভেবেছিলাম সত্যিকারের হয়তো কোয়েল পাখি ডিম হবে। কিন্তু পরবর্তীতে ভালো করে দেখে বুঝলাম ক্লে দিয়ে তৈরি করল। এত নিখুঁতভাবে তৈরি করেছে দেখে ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপুর পোস্টটি সিলেক্ট করার জন্য।

 last year 

সত্যি বেশ দুর্দান্ত হয়েছে, একদম নিখূঁত এবং আকর্ষণীয় লাগছে। ফিচারড পোষ্ট হিসেবে সঠিক নির্বাচন বলতে হবে। আমার কাছে ভালো লেগেছে।