"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮৩১ [ তারিখ : ২.১২ .২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


রেসিপি পোস্ট - 😋 " দুধ লাউয়ের পায়েস রেসিপি " - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


রেসিপি পোস্ট - 😋 " দুধ লাউয়ের পায়েস রেসিপি " by @shimulakter (02/12/2025)

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজকের রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। আজকের রেসিপির নাম দুধ লাউয়ের পায়েস রেসিপি।এই রেসিপিটি আমি আমার দাদীর কাছ থেকে শিখেছিলাম।এখন শীতের সময়টাতে অনেক বেশী লাউ বাজারে উঠতে দেখা যায়।আর তাই এই সময়ে এসে এই রেসিপিটি তৈরি না করলেই নয়।আমার আম্মু এই রেসিপিটি খুব একটা রান্না করেননি কখনো।কারন আমাদের বাসায় মিষ্টি খাবার খুব কমই সবাই পছন্দ করেন।তবে রেসিপিটি খেতে এতোটাই মজার হয় আপনি খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটিতে লাউ ব্যনহার করে পায়েস রান্না করা হয়েছে।আমি প্রথমবার এই রেসিপিটি খেয়ে বুঝতেই পারিনি এই রেসিপিটিতে লাউ দেয়া হয়েছে।যারা এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তারা তো জানেন রেসিপিটি খেতে কতোটা মজার।আর যারা এখনো তৈরি করে খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে পরিবারের সবাই কে নিয়ে খাবেন।তবে চলুন বন্ধুরা,আগে দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ------


আজকের পোস্টে @shimulakter আমাদের উপহার দিয়েছেন দাদীর কাছ থেকে শেখা এক দারুণ ঐতিহ্যবাহী মিষ্টি রেসিপি দুধ লাউয়ের পায়েস। লাউ যে শুধু তরকারি নয়, একটি সুস্বাদু পায়েসেও কী অসাধারণ স্বাদ দিতে পারে, তা এই রেসিপিতে না দেখলে বুঝতেই পারবেন না। বাজারে এখন প্রচুর তাজা লাউ পাওয়া যাচ্ছে, তাই শীতের এই সময়টা এই রেসিপির জন্য একেবারে পারফেক্ট।

রান্নার প্রতিটি ধাপেই আছে যত্ন, আছে ঘরের স্বাদ, আর আছে দাদীর শেখানো পুরোনো দিনের রান্নার মায়া। পোলাওয়ের চাল, ঘি, বাদাম, কিশমিশ, দুধ এবং নরম লাউয়ের মিশেলে তৈরি এই পায়েসটি শুধু সুস্বাদুই নয়, খেতে এমন হালকা যে প্রথমবার খেলে বোঝাই যায় না এতে লাউ ব্যবহার করা হয়েছে।

ধন্যবাদ @shimulakter কে এমন সুন্দর, সহজ, আর ঘরোয়া রেসিপি শেয়ার করার জন্য। নতুন কিছু শেখা আর স্বাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য তার পোস্টগুলো সবসময়ই বিশেষ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসার অপেক্ষায় রইলাম।


2.png

ছবিটি @shimulakter এর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 days ago 

আজকের এই সুস্বাদু রেসিপিটি ফিচারড আর্টিকেল হওয়াতে ভালো লাগলো।আশাকরি সবাই শীতের এই সময়টাতে দারুন সুস্বাদু দুধ লাউয়ের পায়েস রেসিপিটি তৈরি করে খাবেন।অনেক ধন্যবাদ রইলো সবার জন্য।