"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮৩৩ [ তারিখ : ০৪.১২.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sdfgdfsgfdsgg.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


dfhhbdfghdfgb.jpeg

ফটোগ্রাফি পোস্ট 📸কুয়াকাটা থেকে ধারণকৃত সাতটি চমৎকার ফটোগ্রাফি📸 by @mohinahmed (04/12/2025)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে কুয়াকাটা থেকে ধারণকৃত কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি কুয়াকাটার বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।---


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। মহিন ভাই দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়াও তিনি তার পোষ্টের মধ্যে অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, এছাড়াও তার উপস্থাপনা অসাধারণ ছিল। আসলে ফটোগ্রাফি করা কিন্তু মুখের বিষয় নয়। এখানে অনেক ব্যাপার রয়েছে। ফটোগ্রাফি কোন এঙ্গেলে করতে হবে এবং কিভাবে ফুটিয়ে তুলতে হবে, সে বিষয়টি মহিন ভাই অনেক চমৎকার ভাবেই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।

মহিন ভাই এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার পুরো পোস্ট পড়ে অনেক মুগ্ধ হয়েছি এবং আমার কাছে ওনার সবকিছুই অনেক ভালো লেগেছিল। তবে ফটোগ্রাফি গুলো করতে বেশ সময় লেগেছে এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে যেতে হয়েছে, এছাড়াও এর আগে যখন ফটোগ্রাফি করতে গিয়েছিল তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেগুলো ওভারকাম করেই তিনি এই পোস্টটি তৈরি করেছেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।

dfhhbdfghdfgb.jpeg

ছবিটি @mohinahmedএর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

আসলে সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে। তবে আমার ফটোগ্রাফি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হলে,আমার খুবই ভালো লাগে। এতে করে ফটোগ্রাফি করার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পায়। যাইহোক আমার এই পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।