"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৮৪ [ তারিখ : ১০.১০.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: মোছাঃ সায়মা আক্তার। উনি একজন ব্লগার, উদ্যোক্তা। কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি তার উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করেন। আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করছেন যা দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে। উনি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000093949.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000093941.jpg

হোমমেড ভাইরাল কেক || Original recipe by @saymaakter (10/10/2025)

বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। ফেসবুক খুললেই কেবলই একটি জিনিসই শুধু চোখে পরছে ভাইরাল কেক। যখনই ফোনটি হাতে নিয়ে ফেসবুকে ঢুকি তখনই দেখতে পাই শুধু কেক আর কেক। কত রকমের কেক যা দেখে নিজের মনটিও আর মানলো না আমিও শেষমেশ বানিয়ে ফেললাম ভাইরাল কেক। ছোট বড় সবাই আমার জানামতে কেক খুব খেতে পছন্দ করে। আমার তো খুব প্রিয়। আবার বাচ্চাদেরও খুব পছন্দ।তবে বিভিন্ন ফ্লেভারের কেকগুলো খেতে বেশ ভালই লাগে। আর কেক যে তৈরি করে সে বুঝতে পারে কেক বানানো এতটা সহজ না। রসমালাই কেকটা আমার বেশি ভালো লাগে যদিও এই কেকটি আমি এখনো শিখিনি।...


যেকোনো রান্নার পদ দেখলে আমার মন খুশি হয়ে যায়, আজকের ব্লগটি পড়ে তেমনি মনটা খুশি হয়ে গেলো। লেখিকা খুব সহজ ধাপে একটি ভাইরাল পোস্ট করেছেন, সেটি আবার একটি "ভাইরাল কেক" নিয়ে। জানিনা ফেসবুকে কি ধরনের কেকের ট্রেন্ড শুরু হয়েছে তবে খাবারের ট্রেন্ড হলে যেকোনো খাদ্য রসিকের ভালো লাগবে, তাই নয়কি? উনি আজ ফেসবুকের ট্রেন্ডকে কেন্দ্র করে কেক বানিয়েছেন, সেটাও সহজ ভাষায়, সহজ ধাপে।

আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম সেই সময়ে তার পোস্টটা নজরে আসে। রেসিপি বরাবরই পছন্দের। saymaakter এর পোস্ট টিও পছন্দ হয়েছে। তার ভাইরাল কেকের সহজ ধাপ দেখে যেকেউই কেক তৈরির করে ফেলতে পারবে। আশা করি আপনারাও এই ভাইরাল কেক বানিয়ে ফেলবেন।


1000093941.jpg

ছবিটি @saymaakter ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 months ago 

ফিচারড আর্টিকেলে আমার পোস্টটি মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ভাইরাল কেক গুলো দেখতে দেখতে কেন জানি মনে হচ্ছিল বাসায় আমি নিজেও একটি কেকের বিজনেস শুরু করে দেই । আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না তো তাই হতাশ হয়ে বাসায় কেক বানিয়ে পরিবারকে নিয়ে অনেক আনন্দ করছিলাম। আর এই পোস্টটি যখন ফিচার্ড আর্টিকেলে এলো তখন দেখে আরো অনেক অনুপ্রাণিত হলাম ।