"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮৪৭ [ তারিখ : ২০ .১২.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


শীতের সময় ছেলেবেলায় গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অনুভূতি - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

16216.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


16213.jpg

শীতের সময় ছেলেবেলায় গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার অনুভূতি by @shimulakter (19/12/2025)

বন্ধুরা,আজ শেয়ার করে নেবো ছেলেবেলার স্মৃতিতে শীতের সময় গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ অনুভূতি।সময়ের গতিতে আমাদের ভালো লাগা,মন্দ লাগার মাঝে আমূল পরিবর্তন ঘটে।ছেলেবেলায় বার্ষিক পরীক্ষা শেষ হবে কবে আর নানা বাড়িতে বেড়াতে যাব এই অনুভূতি অনেক বেশী আনন্দ ও উল্লাসের ছিল।আজ বড় হয়েছি,নিজের একটি পরিবার হয়েছে।নানা-নানু পৃথিবী থেকে বিদায় নিয়েছে।কিন্তু সেই যে ছেলেবেলার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ এখনো কিন্তু ভীষণ মিস করি।আমাদের সময়টাতে আমরা যারা ছিলাম তারা কিন্তু প্রত্যেকে নানা বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ একই রকম অনুভব করেছি।এখনকার সময়ের বাচ্চারা যারা আছে,তারা বড় হচ্ছে কিন্তু আমাদের মতো শীতের সময়টাতে নানা কিংবা দাদা বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ সেই ভাবে অনুভব করে না।-----


অথরের লেখাটি যখন পড়ছিলাম, তখন ফেলে আসা জীবনের কথা বারবার মনে পড়ছিল। এমন কিছু মুহূর্ত শৈশবে আমার জীবনেও ঘটেছিল, বলতে গেলে অথরের লেখার উপর ভিত্তি করে সারমর্ম নিজের ভাষায় তুলে ধরলাম,

শৈশবে শীতকালে গ্রামের নানা বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ, উচ্ছ্বাস ও পারিবারিক উষ্ণতার স্মৃতি অথরের মনে আজও গভীরভাবে গেঁথে আছে।

বার্ষিক পরীক্ষা শেষে নানা–নানু, মামা–মামী ও কাজিনদের সঙ্গে কাটানো দিন, গ্রামের মাঠ–ঘাট, সরিষা ক্ষেত, টিনের ঘরের শীত, চাদর জড়ানো, খেজুরের রস পান ও নানুর হাতে তৈরি পিঠা—এসব মুহূর্ত ছিল নিখাদ সুখের প্রতীক। সময়ের সাথে জীবনে অনেক পরিবর্তন এসেছে; প্রিয় মানুষদের হারানো হয়েছে, ব্যস্ততা বেড়েছে, আর সেই শৈশবের সরল আনন্দ এখন আর ফিরে পাওয়া যায় না।

বর্তমান প্রজন্মও সেই অনুভূতি তেমনভাবে উপভোগ করছে না। তবুও শীত এলেই অথরের মনে সেই সুন্দর দিনগুলোর স্মৃতি জেগে ওঠে, যা আজও এক গভীর নস্টালজিয়া ও মিষ্টি সুখের অনুভূতি এনে দেয়।


16215.jpg

ছবিটি শিমুল আক্তার আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 8 days ago 

আমার গতকালকের স্মৃতিচারণ পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ জানাই মনোনীত করার জন্য।