এবিবি ফান প্রশ্ন- ৬৩১ || সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

কথা কি আর সাবান নাকি গায়ে মাখবো। তবে কথা শুনতে শুনতে চামড়া মোটা হয়ে গেছে। এখন আর কথা গায়ে মাখলেও চামড়ার নিচে ঢুকে না। 😆

 4 months ago 

এই কথাটা কিন্তু বেশ ভালো ছিল।

 4 months ago 

দেখুন ভাই,সব কথা গায়ে মাখলে মন ভারী হয়, শান্তি নষ্ট হয়। যেটা সত্যি ও উপকারী শুধু সেটাই গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। বাকি কথাগুলো বাতাসের মতো উড়িয়ে দিলে জীবন অনেক হালকা আর সুন্দর থাকে।
আমাদের সমাজে কিছু মানুষ অনর্থক এবং অযথা বকবক করে তাদের কথা সব সময় এড়িয়ে চলবেন, এতেই শান্তি আছে।

 4 months ago 

সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

কারণ সব কথা গায়ে মাখালে র‍্যাশ পড়ে। আর র‍্যাশ পড়লে তো ক্রিম ইউজ করতে হবে। অযথা টাকা নষ্ট করে লাভ নেই 🤣🤣।

 4 months ago 

শুধু শুধু অপচয় হবে ভাইয়া। ক্রিম কিনে টাকা অপচয় করার কোন দরকার নাই। আর কথা গায়ে মাখারও প্রয়োজন নেই।

 4 months ago 

আসলেই তো। ঠিক বলেছেন 😆।

 4 months ago 

কারণ মানুষের মুখ বন্ধ করা যাবে না। এই কারণে নিজের মনকে ভালো রাখতে হলে কথা উড়িয়ে দিতে হয় বাতাসে। তাহলে মন থেকে শান্তি পাওয়া যাবে। কারণ দুষ্ট লোকের কথা হয় ভয়ংকর এই কারণে কথা গায়ে মাখতে নেই।

 4 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া মানুষের মুখ কখনো বন্ধ করা যাবে না। সেজন্য নিজেকে সংযত হতে হবে।

 4 months ago 

একেবারে ঠিক একটা কথা বলেছেন আপনি।

 4 months ago 

সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

সব কথা গায়ে মাখতে নেই, নইলে সাবানের কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তাদের লস হবে 😂🤣।

 4 months ago 

কারণ সব কথা গায়ে মাখালেই তেলের মতো চিপচিপে হয়ে যাবে তখন স্নান করতে হবে।ঠিক তেমনি প্রত্যেক কথা গায়ে মেখে হিসেব চাইতে গেলেই মুশকিল, তখন অংক তো মিলবেই না বরং সবার সঙ্গে ঝগড়াতেই জড়াতে হবে।তাইতো সব কথা গায়ে মাখতে নেই।

 4 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন।🙂

 4 months ago 

সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

সব কথা গায়ে মাখালে ওটা গা থাকবে না, সবটা কথা হয়ে যাবে, তাই গা বাচাতে সব কথা গায়ে মাখাতে হয় না।

@abb-fun, this is such a fantastic initiative! I love the concept of "ABB-Fun" and how you're encouraging creative and humorous engagement within the community. The idea of posing thought-provoking questions and rewarding the most imaginative answers with votes is brilliant.

The current question, "সব কথা গায়ে মাখাতে নেই কেনো? (Why shouldn't you take everything to heart?)", is excellent for sparking witty and insightful responses. I can already imagine the creative interpretations people will come up with! This initiative promises to bring a lot of laughter and connection to the platform.

Keep up the fantastic work! I'm eager to see the creative answers and the positive impact this will have on the community. Everyone should resteem and participate – let's get those creative juices flowing!

 4 months ago 

সব কথা গায়ে মাখাতে নেই কেনো?

সব কথা গায়ে মাখতে নেই, তা নাহলে মানুষকে দেখা যাবে রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, “ভাই, আরেকটু জায়গা দাও, এতসব কথা মাখতে মাখতে জামা ছোট হয়ে গেছে"।😆🤧

 4 months ago 

মানুষের সব কথা সত্যি নয়। এই কারণে ভালো কথা শুনে খারাপ কথাগুলো গায়ে মাখতে নেই। আর দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাই খারাপ মানুষের কথা না শুনে একলা চলা ভালো।