"টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পাওয়ার আপ 100 স্টিম"

in আমার বাংলা ব্লগ23 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৬ ই ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000158039.jpg

ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। স্টিমিটে পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। যার একাউন্টে যত বেশি স্টিম পাওয়ার থাকবে তার একাউন্ট তত বেশি শক্তিশালী হবে। আমাদের মাননীয় এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার আপের মত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই সুন্দর পাওয়ার‌ আপ প্রতিযোগিতায় নিজেকে সামিল করতে পেরে আমি গর্বিত। আমি টার্গেট ডিসেম্বর সিজন-২ আমার অর্জিত সকল স্টিম পাওয়ার আপ করেছিলাম। এখন টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো আমি টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার প্রথম লক্ষ্য 1000 স্টিম পাওয়ার আপ ও দ্বিতীয় লক্ষ্য 2000 স্টিম পাওয়ার আপ করার টার্গেট পূরণ করতে পেরেছিলাম। তারপর টার্গেট ডিসেম্বর সিজন-৪ এ 7000 হাজার স্টিম পাওয়ার পূরণ করেছিলাম। আমি টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে 10000 ও 15000 ও 50000 স্টিম পাওয়ার পূর্ণ করতে পেরেছি। এখন টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পরবর্তী লক্ষ্য হবে ১১ তম ডলফিন অর্জন করা। স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।



পাওয়ার আপ করার পদ্ধতি:


প্রথম ধাপ:


1000248393.jpg

প্রথম ধাপে পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রিনশর্ট। আমি এখন 100 স্টিম পাওয়ার আপ করবো।

দ্বিতীয় ধাপ:


1000248395.jpg

দ্বিতীয় ধাপে নিজের প্রোফাইল থেকে ওয়ালেটে যাবো তারপর লিকুইড স্টিম সংখ্যার ডানপাশে যে, ড্রপডাউন আছে রয়েছে তার উপর ক্লিক করবো। ড্রপডাউনের চিহ্নের উপর ক্লিক করলে কয়েকটি অপশন বা মেনু আসবে আসবে তার ভেতর থেকে পাওয়ার আপ এ ক্লিক করবো।



তৃতীয় ধাপ:


1000248397.jpg

তৃতীয় ধাপে এসে আমি অ্যামাউন্টের ঘরে 100 লিখেছি তারপর নিচের পাওয়ার আপ আইকনে ক্লিক করেছি।



চতুর্থ ধাপ:


1000248399.jpg

চতুর্থ ধাপে এসে দেখতে হবে যে ফরম এবং টু নিজের স্টিমিট আইডি একই কিনা এবং কত স্টিম পাওয়ার আপ করছি সেটা দেখতে হবে তারপর ওকে আইকনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে যাবে।



শেষ ধাপ:


1000248401.jpg

শেষ ধাপে আমার পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে গেছে। পাওয়ার আপ সম্পূর্ণ করার পরে ওয়ালেটের স্ক্রিনশর্ট।



পাওয়ার আপের সমীকরণ:


বিবরনস্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি51815 +
পাওয়ার আপের পরিমাণ100
পাওয়ার আপের পরে এস.পি51915+


পোস্টের বিবরন


পোস্ট ধরণপাওয়ার আপ
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ছবির ধরনওয়ালেটের স্কিনশট
লোকেশনঢাকা,বাংলাদেশ


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার আপ ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 23 days ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ায় আপের বিকল্প নেই। বেশ ভালই পাওয়ার আপ করেছেন আপনি। ১০০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে আপনার কাঙ্খিত লক্ষে গিয়ে যান শুভকামনা রইল।

 23 days ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ায় আপের বিকল্প নেই। বেশ ভালই পাওয়ার আপ করেছেন আপনি। ১০০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে আপনার কাঙ্খিত লক্ষে গিয়ে যান শুভকামনা রইল।

1001539642.jpg

Greetings to you. Trust you're good. There's a show on Steemit that has brought people from different countries together through music and that show is coming to an end. The show is held in Steem Music and Voices Community and the host happens to be me @bossj23.

This is our final stage and in this stage all members of the platform are to vote on which finalist they want as their winner. So please after watching the videos below, help us cast your votes. Please also help subscribe to our community. 👇🏽👇🏽👇🏽👇🏽https://steemit.com/trending/hive-127426#

Voting ends on Thursday then we'll announce a winner. This is the link to the voting poll and your code to vote. Use this customized code to submit your vote. 👇🏽👇🏽👇🏽

Voting codeIA4UQ2ORQ
Link to voteBangladeshi Votes

These are the contestants 👇🏽👇🏽👇🏽. Please watch the videos before selecting your winner.

 22 days ago 

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এমনকি নিজের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। নিজেদের একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় পাওয়ার আপের কারণে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করা। আপনার পাওয়ার আপ দেখলে সবাই অনেক বেশি উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি।

 22 days ago 

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এমনকি নিজের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। নিজেদের একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় পাওয়ার আপের কারণে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করা। আপনার পাওয়ার আপ দেখলে সবাই অনেক বেশি উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি।

 22 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 19 days ago 

একাউন্টঃ @aongkon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.192994%