💪পাওয়ার আপ 💪

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৬-০৮-২০২৩

  • বুধবার

  • পাওয়ার আপ

আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজ আবারও আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, টার্গেট ডিসেম্বর সিজন-৩ প্রতিযোগিতার জন্য। স্টীমিটে কাজ করি, পাওয়ার আপ সম্পর্কে কম বেশী সবাই জানি । প্রিয় আমার বাংলা ব্লগে, পাওয়ার আপ প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার চেষ্টা থাকবো প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার। আমার এ সপ্তাহে ৬৫ স্টিম পাওয়ার আপ।


kmc_20230816_220425.jpg

পাওয়ার আপ হলো শক্তি বৃদ্ধির একটা মাধ্যম। steemit প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের আইডির ক্ষমতা বৃদ্ধি করতে হবেই। আমরা যতো বেশি স্টিম পাওয়ার আপ করবো ততোই আমাদের শক্তি বৃদ্ধি পাবে এতে যেমনি আমাদের একাউন্ট গুলো শক্তিশালী হবে তেমনি আমরা স্টিমিট প্রজেক্ট কে অনেক দূর এগিয়ে নিতে যেতে সক্ষম হবো। তাই আমাদের পাওয়ার আপের কোনো বিকল্প নেই। আপনি প্রতি সপ্তাহে না পারেন অন্তত প্রতি মাসে একবার হলেও পাওয়ার আপ করুন। এতে আপনার নিজেরি অনেক লাভ হবে।


আমাদের পাওয়ার আপের শুরুটা করেছিলেন @rex-sumon ভাই আমি তারই অনুপ্রেরণা থেকেই আজকে কিছু স্টিম পাওয়ার আপ করবো । আজকে আমি ৬৫ স্টিম পাওয়ার আপ দিয়ে শুরু করছি। এখন থেকে চেষ্টা করবো কিছু কিছু স্টিম পাওয়া আপ করে আমি আমার একাউন্ট কে আরো শক্তিশালী করার।


★পাওয়ার আপ এর আগে আমার ওয়ালেট


Screenshot_20230816_212450_Chrome.jpg


★পরিমাণ


Screenshot_20230816_212511_Chrome.jpg


★পাওয়ার আপের পরে ওয়ালেট


Screenshot_20230816_212548_Chrome.jpg


সবাইকে কম কম করে পাওয়ার আপ করুন এতে নিজের অনেক লাভ হবে সেটা এখন না বুঝলেও পরে বুঝবেন ।

💪টেবিল এর মাধ্যমে স্টিম ও এসপি পরিমাণ দেখানো হলো 💪

বিবরণপরিমাণ
পাওয়ার আপ৬৫ স্টিম
মোট লিকুইড স্টিম৬৫.৭৬৯ স্টিম
আগের এসপি৪০২.৫২৮ এসপি
বর্তমান এসপি৪৬৭.৫২৮ এসপি

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

IMG_4345.JPG

আমি মোঃ সাগর হোসেন আমার ইউজার নাম (@sagor444) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Sort:  
 2 years ago 

নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আজকে আপনি ৬৫ স্টিম পাওয়ার আপ করলেন। অনেক বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করলেন আজ। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বড় এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছেন। ৬৫ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এভাবেই এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago (edited)

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি আজকে খুব বড় একটি এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো নিজের কাছে। এই পাওয়ার আপের মধ্যে দিয়ে নিজের একাউন্টে সক্ষমতা কে বৃদ্ধি করা যায়। ৬৫ স্টিম পাওয়ার আপের মধ্য দিয়ে আপনার বর্তমান স্টিম পৌছালো ৪৬৭। এভাবে নিয়মিত পাওয়ার আপ করে যান আপনার নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

একাউন্টঃ @sagor444
পাওয়ার বৃদ্ধিঃ = 16.1692%

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন থ্রী সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে ৬৫ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।