💪💪পাওয়ার আপ 💪💪
১৮-১০-২০২৩
বুধবার
পাওয়ার আপ
আসসালামু-আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লহর রহমতে আপনাদের দোয়া অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি সপ্তাহে মতো আজ আবারও আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, টার্গেট ডিসেম্বর সিজন-৩ প্রতিযোগিতার জন্য। স্টীমিটে কাজ করি, পাওয়ার আপ সম্পর্কে কম বেশী সবাই জানি । প্রিয় আমার বাংলা ব্লগে, পাওয়ার আপ প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার। আমার এ সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ।
পাওয়ার আপ হলো শক্তি বৃদ্ধির একটা মাধ্যম যা একাউন্ট কে শক্তি শালী করে। steemit প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের আইডির ক্ষমতা বৃদ্ধি করা খুবই প্রয়োজনীয়। আমরা যতো বেশি স্টিম পাওয়ার আপ করবো ততোই আমাদের একাউন্টের শক্তি বৃদ্ধি পাবে তেমনি আমরা স্টিমিট প্রজেক্ট কে অনেক দূর এগিয়ে নিতে যেতে সক্ষম হবো। তাই আমাদের পাওয়ার আপের কোনো বিকল্প নেই। আপনি প্রতি সপ্তাহে না পারেন অন্তত প্রতি মাসে একবার হলেও পাওয়ার আপ করুন। এতে আপনার নিজেরি অনেক লাভ হবে।
আমাদের পাওয়ার আপের শুরুটা করেছিলেন @rex-sumon ভাই আমি তারই অনুপ্রেরণা থেকেই আজকে কিছু স্টিম পাওয়ার আপ করবো । আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ দিয়ে শুরু করছি। এখন থেকে চেষ্টা করছি কিছু কিছু স্টিম পাওয়া আপ করে আমি আমার একাউন্ট কে আরো অনেক শক্তিশালী করার জন্য ।
★পাওয়ার আপ এর আগে আমার ওয়ালেট
★পরিমাণ
★পাওয়ার আপের পরে ওয়ালেট
আপনারা সবাই কম কম করে হলেও পাওয়ার আপ করুন এতে আপনাদের নিজের অনেক লাভ হবে সেটা এখন বুঝতে না পারলেও পরে বুঝতে পারবেন ।
💪টেবিল এর মাধ্যমে স্টিম ও এসপি পরিমাণ দেখানো হলো 💪
| বিবরণ | পরিমাণ |
|---|---|
| পাওয়ার আপ | ১০ স্টিম |
| মোট লিকুইড স্টিম | ১৫.৪১৫ স্টিম |
| আগের এসপি | ৬০৫.৫২৬ এসপি |
| বর্তমান এসপি | ৬১৫.৫২৭ এসপি |
আমি মোঃ সাগর হোসেন আমার ইউজার নাম (@sagor444) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।






বেশ ভালোই তো । নতুন হিসাবে অনেক ভালো একটি এমাউন্ট আপনি পাওয়ার আপ করেছেন। আসলে পাওয়ার আপ করতে থাকলে কিন্তু নিজের একাউন্টের সক্ষমতা অনেক গুন বেড়ে যায়। আর আপনি যে ভাবে পাওয়ার আপ করছেন তাতে করে আপনার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আপনার একাউন্টের সক্ষমতা অনেক গুন বেড়ে যাবে।
ভাইয়া আপনি দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন কিন্তু কভার ফটোতে ৫৫ স্টিম পাওয়ার বৃদ্ধির ছবি দেওয়া আছে একটু ঠিক করে নিবেন।
একাউন্টঃ @sagor444
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry
আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। আর আপনি কভার ফটোতে ৫৫ স্টিম পাওয়ার আপ দিলেন। যাই হোক আপনার দশ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আমাদের সবার পাওয়ার আপ করা অনেক দরকার। যদিও আপনি এখন পর্যন্ত ৬১৫+পাওয়ার আপ করেছেন। আশা করি চেষ্টা করলে পাওয়ার আপ করে অনেক দূর যেতে পারবেন।
আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬১৫+ এসপি তে পৌঁছে গেলেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল। ( পাওয়ার আপ করেছেন ১০ স্টিম,কিন্তু ব্যানারে ৫৫ স্টিম লেখা। আশা করি ঠিক করে নিবেন।)