টার্গেট ডিসেম্বর সিজন -৫|| ১০ স্টিম পাওয়ার আপ।
আমার বাংলা ব্লগ পরিবারের
সবাই কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবার। আশা করি সকলেই ভাল আছেন। বন্ধুরা আজকে পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি। বছরের শুরুতে নতুন একটি টার্গেট নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। যদিও আমি ডিসেম্বর সিজন-৪ টার্গেট নিছিলাম ১০ হাজার এসপি করার তবে তা সম্ভব হয়নি। পাওয়ার আপ আর কিছু করলে ১০ হাজার এসপি পাওয়ার আপ পূরণ হবে ইনশাল্লাহ। ডিসেম্বর সিজন-৫ এ আমার নতুন টার্গেট হবে ১৫ হাজার এসপি। দেখি করা যায় আশা করি সফল হবো। আশা করি ছোট ছোট পাওয়ার আপ হলেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। কমিউনিটি তে ভালো ভাবে কাজ করার জন্য এবং সফলতার সাথে কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি মানে নিজের কাজের অগ্রগতি বৃদ্ধি করা। তাই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে আমার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে আমার প্রতিনিয়ত প্রচেষ্টা।
কমিউনিটিতে সবার পাওয়ার আপ দেখে অনেক ভাল লাগে। আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেষ্টা করবো। পাওয়ার আপ করতে আমারও অনেক ভালো লাগে এবং অন্য কেউ পাওয়ার আপ করেছে দেখলেও আমার অনেক বেশি উৎসাহ জাগে। তাই আমি নিজেও পাওয়ার আপ করার চেষ্টা করি।
তাহলে আমার আজকের পাওয়ার আপের ধাপ গুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি
প্রথমে স্টিম ওয়ালেট ওপেন করে আমার ওয়ালেটের লিকুইড স্টিম দেখেছি কত পরিমাণ আছে-১৭৪.৫৭৩। সেই সাথে দেখে নিয়েছি আমার একাউন্টের স্টিম পাওয়ার কত পরিমাণ আছে-৯,৯৭৪.৯৭৭।
এই ধাপে আমার স্টিমিট একাউন্ট ওপেন করতে হবে। স্টিমিট আইডি এবং প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওপেন করেছি। ওপেন করে প্রথমে স্টিমিটের ড্রপ ডাউনে যাব। ড্রপডাউন মেনুতে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।
পাওয়ার আপে ক্লিক করার পরে একটি ফর্ম চলে আসবে। পাওয়ার আপ কত পরিমাণ পাওয়ার আপ করব তা আমি এমাউন্টের ঘরে লিখে দিব। আমি ১০ স্টিম পাওয়ার আপ করব। তাই আমি এমাউন্টের ঘরে ১০ লিখে দিয়েছি।
এই ধাপে এসে পাওয়ার আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি কনফার্মেশন ফর্ম চলে আসবে। সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবো। সব কিছু ঠিক থাকলে ওকে দিব।
সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।
| আজকে পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটের অবস্থা |
|---|
| পূর্বের এসপি | ৯,৯৭৪.৯৭৭ এস পি |
|---|---|
| পাওয়ার আপ (SP) | ১০ স্টিম |
| বর্তমান এসপি | ৯,৯৮৪.৯৮১ এসপি |
.jpg)










দশ স্টিম পাওয়ার আপ করে আরও একটু এগিয়ে গেলেন। আপনার লক্ষ্য এভাবেই পূরণ হয়ে যাবে আশা করি। আপনাকে অনেক অভিনন্দন।
ধন্যবাদ দিদি সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৯,৯৮৪+ এসপি তে পৌঁছে গেলেন আপু। আসলে আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি এই সিজনে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্য ১৫,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
দোয়া করবেন যাতে খুব দ্রুত টার্গেট পূরণ করতে পারি।
টার্গেট ডিসেম্বর সিজন ৫ উপলক্ষে আজ আপনি ১০ স্টিম পাওয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।পাওয়ার আপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি পাওয়ার আপ করবেন তত বেশি আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপু।
পাওয়ার আপ আমাদের সবার জন্য খুব জরুরি। ধন্যবাদ আপু আপনাকে।
প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা উচিত সবার। সব সময় পাওয়ার আপ করতে থাকলে, আপনি আপনার স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করতে পারবেন। আপনি এভাবেই সব সময় পাওয়ার বৃদ্ধি করতে থাকুন। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।
আপু এত সুন্দরভাবে উৎসাহ প্রদান করেন অনেক ভালো লাগে।
আসলে আপু পাওয়ার আপ মানে নিজেকে শক্ত অবস্থানে এগিয়ে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং পাওয়ার আপ করে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যেটি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আপু চেষ্টা করে যাচ্ছি ছোট ছোট পাওয়ার আপ করে একাউন্টের সক্ষমতা বাড়িয়ে নিতে।