যদি নাত লিখতে লিখতে

in #abuubaydah27 days ago

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে

যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে

আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই

আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই

যদি মনের মতো গাঁথা মনের মত না হয়

যদি মনের মতো গাঁথা মনের মত না হয়
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে
আ আ আ আ গান আমার হেসে

যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে

তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়

যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে
জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে
আ আ আ আ ছাপের চারিপাশে

যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে

লিখি এই ভাবনায় আমার গজল নাতে পাপ

হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পড়বে তোমার নাত

যোগ্যতার বেহাল দশা তবু কিশের হতাশা

তার আশা ভরসা তুমি তোমার ভালোবাসে

আ আ আ আ তোমার ভালোবাসে

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে

যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে

তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে

তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে

      ====================

গানের নামঃ যদি নাত লিখতে লিখতে
Song: Jodi Naat Likhte Likhte
Singer: Qari Abu Rayhan
Orginal Artis: Abu Ubaydah