মানুষ হোক মানুষের জন্য।
হ্যালো বন্ধুরা
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
অনেক বাধাবিপত্তি কাটিয়ে আজ অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি তাঁর জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।🙏🙏
ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসছিলাম যে মানুষ মানুষের জন্য।কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাস্তবতার সম্মুখীন যখন হয়েছি তখন কাউকেই পাশে পাইনি।আমার বিপদের দিনগুলোতে আমার কাছের মানুষের কাছ থেকে এতোটাই অবহেলা পেয়েছি যে একটা সময়ের পর আমি বাধ্য হয়েছি সকলের কাছ থেকে নিজেকে আড়াল করতে।আজ কতগুলো মাস আমি আমার আত্মীয় স্বজন থেকে দূরে কারো সাথে নেই কোনো যোগাযোগ নেই।আমি বেঁচে আছি নাকি মরে গেছি এতে কারো কোনো মাথা ব্যথা নেই।এভাবেই চলছে জীবন আর সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম তারমধ্যই ঘটে গেলো একটি দুর্ঘটনা এবং সেদিন রাতে আমার ধারনা আবার কিছুটা পাল্টে গেলো ওই মুহূর্তে মনে হলো আমরা যতোই বলি না কেন আমাদের মানুষের প্রয়োজন নেই আমরা একা বেশ ভালো থাকি আসলে কিন্তু জীবন তা নয়।জীবন চলার পথে মানুষের খুব প্রয়োজন আর তাইতো কথায় আছে মানুষ মানুষের জন্য।
গত মাসের ১৯ তারিখ এর ঘটনা।রাত বাড়তে লাগলো আস্তে আস্তে সবকিছু নিস্তব্ধ, চারদিক ঘুমিয়ে পড়েছে সবাই।কিন্তু এক মুহূর্তে সেই শান্ত রাত ভেঙে গেলো..আমার মেয়ের হঠাৎ একটা চিৎকারে।দেখি, ওর হাত টা বেঁকে গেছে, ব্যথায় কাঁপছে।এটা দেখার সাথে সাথে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেলো।ঘরে আমি একা,দুই মেয়ে ছাড়া কারও সাহায্য নেই। মনে হচ্ছিলো আকাশ ভেঙে পড়ছে আমার উপর।
বর্তমান অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভালো।
রাতের খাবার খেয়ে দুই বোন মিলে ঘুমোতে যাবে তার আগ মুহূর্তে মশারী টানানো নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বাঁধে তারপর দুজন দুষ্টুমি করে হাতাহাতি করে পর্যায়ে দুষ্টমি করে ছোট মেয়ে জোরে একটা লাথি মারে বড় মেয়ে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে আর তাতেই এই দূর্ঘটনা ঘটে এটা দেখে আমি একেবারেই হতভম্ব হয়ে যাই।ভয় রাগ সবমিলিয়ে আমি হার্ট অ্যাটাক করার মতো পর্যায়ে চলে গেছিলাম তারপরও নিজেকে সামলে সব রাগ ভয় কে এক পাশে সরিয়ে সাহস নিয়ে দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাত সাড়ে এগারোটার সময় রাস্তায় বেড়িয়ে পড়লাম।রাস্তায় তখন চারোদিকে নিস্তব্ধতা,কাউকেই দেখা যাচ্ছিলো না!আমি যে এলাকায় বসবাস করি সেখানকার ৯০% মানুষ চাকুরিজীবী তাই রাস্তাঘাটে খুব একটা বাজে আড্ডা বা মোড়ে মোড়ে চায়ের দোকানো তেমন কোনো ভীড় চোখে পড়ে না।সন্ধ্যার দিকটাতে একটু রাস্তায় লোকজনের সমাগম থাকে কিন্তু ৮-৯ বাজতেই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় রাস্তায় লোকজনও খু্ব প্রয়োজন ছাড়া বের হয়না।রাত সাড়ে এগারোটা মাসে এলাকা একেবারে জনশূন্য লাগছিলো আর তখন মনে হচ্ছিলো..পৃথিবীতে একা আমি, আমার মেয়ে আর আমার ভয়।
ঈশ্বরের নাম স্মরণ করে মেইনরোডের দিকে যাচ্ছিলাম আর ঠিক তখনই যেনো ঈশ্বর আমার প্রার্থণা শুনলেন।নিচের ভাড়াটিয়া ভাবির ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।আমি তাঁকে দেখে বললাম, ভাই, আমাদের একটু রিকশায় তুলে দেবেন? হাসপাতালে যাবো মেয়েকে নিয়ে।
উনি থমকে তাকালেন, চোখে সহানুভূতি।কি হয়েছে আপা?আমি বললাম, মনে হয় মেয়ের হাত ভেঙে গেছে, জানি না কি করবো!তিনি এক মুহূর্তও দেরি করলেন না। বললেন,চলুন, আমি আছি।তারপর যেনো এক অদৃশ্য ভরসা আমাকে ঘিরে ধরলো। উনি আমাদের নিয়ে গেলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে।ডাক্তার দেখানো,এক্স-রে করানো সবকিছু তিনিই সামলালেন।একবারও বিরক্ত হলেন না, একবারও বলেননি আমার কাজ আছে।ডাক্তার দেখলেন হাতের জয়েন্ট সরে একটার উপরে আরেকটা হাঁড় উঠে গেছিলো।সেটা ঠিক করে অস্থায়ী ব্যান্ডেস দিলেন ওষুধপত্র লিখে দিলেন।
সবশেষ করে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিলেন হাসিমুখে।আমি শুধু তাকিয়ে রইলাম তাঁর দিকে মনে হচ্ছিলো,এই মানুষটা কোনো সাধারণ মানুষ নন,তিনি এক দেবদূত, যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন সেই রাতে আমার পাশে থাকার জন্য।সেদিন আমি আবার শিখলাম,পৃথিবী এখনো খারাপ হয়ে যায়নি।মানুষ এখনো মানুষের জন্য বাঁচে, এখনো অন্ধকারে কোথাও না কোথাও কিছু আলো জ্বলে।তাঁর উপকার আমি সারাজীবন মনে রাখবো এবং মন থেকে তাঁর জন্য অনেক অনেক আশীর্বাদ থাকবে তাঁকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারজন্য শুধুই শুভকামনা থাকবে।
সেদিনের ঘটনায় আমি এতোটাই বেশি মর্মাহত হয়ে গেছিলাম যে বিপদের দিনে আপন মানুষ কতোটা দরকার একটা মানুষ পাশে থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা অনেকটা সহজ মনে হয় কিন্তু আমার দূর্ভাগ্য যে আমি আমার পরিবার পরিজন সবার থেকে দূরে এমনকি যে মানুষ টা আমার সবচেয়ে ভরসার সেও আমাদের থেকে অনেক দূরে থাকে চাইলেও সে সব পরিস্থিতিতে আমাদের সাথে থাকতে পারে না।আমি যেখানে বসবাস করি সেখানকার আশেপাশের মানুষের বিপদে সবসময়ই চেষ্টা করি কিছু না হলেো তাদের পাশে থাকার নিজের সর্বোচ্চ টা দিয়ে সাহায্য করার কারণ আমি জানি তাঁর বিপদে আমার সাহায্য খুব দরকার।তাঁর পরিবারের মানুষ জন আসতে আসতে তাঁর অনেক বড় ক্ষতি হয়ে যাবে।প্রতিবেশী হলো একটা মানুষের সবচেয়ে কাছের মানুষ তাই যার যার জায়গা থেকে আমাদের আশেপাশের মানুষের বিপদের দিনে পাশে থাকাটা খুব দরকার।
"মানুষ মানুষের জন্য" একটি বিখ্যাত গানের কথা, যা ভূপেন হাজারিকার একটি কালজয়ী সৃষ্টি, এবং এই বাক্যটি মানবতা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি সহযোগিতার এক গভীর বার্তা বহন করে। এর অর্থ হলো মানুষ একে অপরের জন্য, এবং জীবনের জন্য একে অপরের পাশে থাকা উচিত, বিশেষ করে যখন কেউ বিপদে থাকে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।🙏
OR







.gif)