"কিছু পরিচয়ের খাতা"
নমস্কার
কিছু পরিচয়ের খাতা
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।পরিচয় অর্থাৎ কাউকে চেনা,কারো সঙ্গে পরিচিতি হওয়া।যেটা আমরা বাস্তব জীবনে প্রায়শই হয়ে থাকি।তবে সব পরিচয়কে কি মনে রাখা সম্ভব? তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি মাত্র।যাইহোক তো চলুন শুরু করা যাক----
পরিচয় এই শব্দের মাঝে লুকিয়ে থাকে কত কিছু।আমার কাছে মনে হয় এর ব্যাপক গভীরতা রয়েছে।কারন এই পরিচয়ের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পারি, জানতে পারি, অভিজ্ঞতা লাভ করতে পারি।এখন প্রশ্ন থেকে যায়---আমরা সব পরিচিতদেরকে কি মনে রাখতে পারি!
না বন্ধুরা,এটা কখনোই একজন মানুষের পক্ষে সম্ভব নয়।কারন বাইরের জগৎ অনেকটাই বড়,যেটা আমাদের ধারণার চেয়ে।কিন্তু আমাদের জীবনটা খুবই ছোট্ট।তবে এই ছোট্ট জীবনে আমরা পরিচিত হই কতশত মানুষের সঙ্গে।কেউ চেনা মুখ হয়ে থাকে কেউবা হিসেবের খাতা থেকে বাদ পড়ে যায়।বাসে, ট্রেনে,ট্রামে কেউ এক মিনিটের পরিচিতা আবার কেউ বছরের পর বছরের পরিচিতা।
মানুষের মন বড়ই চঞ্চল ও অদ্ভুত।মজার বিষয় হচ্ছে, একটি মানুষ কয়েক বছর ধরে একত্রে পড়াশুনা কিংবা অন্য কোনো ক্ষেত্রে পরিচিত হওয়ার পরও ,রোজ সেই মানুষদের মুখ দেখার পরও কয়েক বছর পর তাকে ভুলে যায়।কিন্তু আবার একদিনের পরিচয়ে কিছু মানুষ হৃদয়ে বসত করে, তারা সারা জীবন হয় স্মৃতি হয়ে রইয়ে যায়। নয়তো সারা জীবন সেই সম্পর্কগুলো সতেজ থাকে।সবই মানুষের মনের উপর নির্ভর করে।
বাস্তব জীবনে আমরা যাদেরকে চিনে থাকি সবই ক্ষনিকের জন্য, দুই একজনের পরিচয় বেঁচে থাকে দীর্ঘদিনের গভীরতা আঁকড়ে।এই সম্পর্কগুলিই জীবন্ত হয়ে ওঠে তখন।মাঝে মাঝেই জীবনকে বড্ড বেশি ধূসর মনে হয়।যেখানে নিস্তব্ধতা বিরাজ করে, শুধু পরিচিত মুখগুলি ভেসে ওঠে ওই নীরবতার ফিকে হাওয়ায়।আবার এই পরিচিত মুখগুলো যখন নিজেদের রং বদলায় অস্বাভাবিকভাবে তখনই মন ভিতর থেকে একেবারেই দুমড়ে মুচড়ে যায় মরীচিকার মতোই।
জীবন যখন যেমন ভাবে প্রবাহিত হয়, যেমনভাবে তার গতিপথ পাল্টায় আরকি।মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য যেটুকু পরিচয় যথেষ্ট সেটাই স্বাভাবিক কিন্তু কিছু পরিচয় মনে লিপিবদ্ধ হয়ে আটকে যায়।যা ভুলে যাওয়া আসলেই কঠিন।আর পরিচিত মুখগুলো ভুলে যাওয়াটা কিছুটা পাথুরের মতো মনে হয়।তবে সব পরিচয় যেমন টিকে থাকে না তেমনি সব পরিচিতাদের মুখশ্রী মনে ধারণ করে রাখাও সম্ভব নয়।তবে ছোট- বড় স্মৃতিগুলো জীবন্ত থাকে আজীবন।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1985565660416786686?t=oBuCAG1CZrCUd2zj3Gku0A&s=19
https://x.com/green0156/status/1985566711211585848?t=VlLHUpu2Q5HpBrNyf8lYbg&s=19