"কৃষ্ণসায়র ফুলমেলা"(অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি পর্ব : 41)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি পর্ব : 41
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলমেলার মধ্যে আবার কিছু সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ ছিল।যেগুলির সঙ্গে আমিও নতুনভাবে পরিচিত হয়েছি।আর যেগুলো দেখতে বেশ চমৎকারও ছিল।তো আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি:
এটি হচ্ছে অ্যালোভেরা উদ্ভিদ।অর্থাৎ যাকে আমরা ঘৃতকুমারী নামেও চিনে থাকি।আর অ্যালোভেরা এক ধরনের সাকুলেন্ট উদ্ভিদ।এই উদ্ভিদগুলির পাতা খুবই রসালো হয়ে থাকে।অ্যালোভেরা উদ্ভিদের ক্ষেত্রে অতিরিক্ত জল ক্ষতিকারক।অ্যালোভেরা উদ্ভিদ দিয়ে বিভিন্ন শরবত বা রেসিপি তৈরি করেও কিন্তু খাওয়া সম্ভব।
অ্যালোভেরা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।এর মোটা পাতাগুলো থেকেই জেল বের করা হয়, যা চুলের যত্নে ও ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়।পোকামাকড়ের কামড় উপশম করতেও সাহায্য করে এটি।এই অ্যালোভেরাগুলি দেখতে অনেকটা পাথরের মতো মনে হয়।
অ্যালোভেরা উদ্ভিদ বিভিন্ন প্রজাতির ও রঙের হয়ে থাকে।কোনো কোনো অ্যালোভেরা বেঁটে ও লম্বা প্রজাতির আবার কোনো কোনোটা কাঁটাযুক্ত।আবার কোনো কোনোটি সাপের মতো ডোরাকাঁটাযুক্ত।এই ধরনের উদ্ভিদ জল সঞ্চয় করে রাখে বলে,এরা শুষ্ক পরিবেশে ভালোভাবে বেঁচে থাকতে পারে।
এটি ঘর সাজানো ও বাগান সাজানোর জন্য খুবই উপযোগী।এই উদ্ভিদ টবে সহজেই লাগানো যায়।এখানে আমি সবুজ রঙের,ডোরাকাটা মেটে রঙের,কাঁটাযুক্ত সবুজ রঙের অ্যালোভেরা উদ্ভিদের ফটোগ্রাফি শেয়ার করেছি।
এখানে প্রত্যেকটি উদ্ভিদ আলাদা জায়গা ও আলাদা মানুষ নিয়ে এসেছিলো।কারন এগুলোর মধ্যেও প্রতিযোগিতা হচ্ছিলো, যেখানে মানুষ তা উপভোগ করছিলো দারুণভাবে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1973942548118036571?t=SwrqXw1aGR7ylL7A0VEwXg&s=19
https://x.com/green0156/status/1973943744190914593?t=3cmUCMXPUUoE-51IzFNEUw&s=19