একাকিত্ব সন্ধ্যা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • একাকিত্ব সন্ধ্যা
  • ০৫,ডিসেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার

আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। সময় মানুষকে একা করে দেয় একটা সময় ছিল অনেক বেশি ঘোরাঘুরি করতাম সবার সাথে। এখন আস্তে আস্তে কেন জানি একা হয়ে যাচ্ছি একাই সময় গুলো কাটাতে হয়। চাকরির সুবাদে থাকতে হয় ঢাকাতে আগে বন্ধুদের সাথে একই বাসায় থাকতাম সেখান থেকে যাতায়াতের অসুবিধা হওয়ার কারণে অফিসের পাশাপাশি বাসা নিয়েছি। অফিস শেষ করে মোটামুটি যে সময়টা থাকে সেটা একাই কাটাতে হয়। এতদিন সবার সাথে সময় কাটিয়ে এসেছি এখন একা সময় কাটাতে একটু কষ্ট হয় মনে হয় সময় যেন কাটেনা বড় একা একা লাগে আমার। এই একাকীত্ব সময়টাকেও চাইলে আমরা উপভোগ করতে পারি। এরকমই একটা সন্ধ্যার গল্প আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার অফিস শেষ হয় ছয়টায় তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তবে এখন আর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকি না মোটামুটি অন্ধকার হয়ে আসলেই চলে যায় বাসার দিকে।

বাসায় গেলেই একা হয়ে যায় সেজন্য মাঝেমধ্যে এদিক সেদিকে বসে সময় কাটায়। আবার মাঝে মধ্যে এমন ব্যস্ত থাকি কোথাও বসে যে সময় কাটাবো সে সময়টাও হয়ে ওঠেনা। তবে অফিস থেকে ফেরার পথে একটি স্থান আছে নদীর ধারে ফুডকোর্ট বসিয়ে রেখেছে। বাসায় ফেরার পথে এখানে সময় কাটানো হয় অনেক বেশি। তবে আগে জায়গাটা অনেক নিরিবিলি ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে। এই জায়গাতে বসে এক কাপ রং চায়ের সাথে নদীর সৌন্দর্য উপভোগ করতাম।

IMG20241113184045-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখন সে জায়গাতেই অনেক বেশি দোকানপাট এবং মানুষের ভিড় জমে গিয়েছে। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান ও গড়ে উঠেছে এখানে অনেক ধরনের খাবারের দোকানে বিভিন্ন খাবারগুলো পাওয়া যায়। মাঝেমধ্যে এখানে বসে হালকা নাস্তাও করে থাকি। হঠাৎ একাকীত্ব সন্ধ্যাটা সেদিন এখানে কাটিয়েছিলাম। পাশেই অনেক ধরনের দোকান আছে ভাবলাম কি আর খাব হাঁসের গোশ আর চাউলের রুটি অর্ডার করি।

IMG20241114191707-01.jpeg

IMG20241114190115-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

খাবার অর্ডার করে আমি উপরে ছাদে গিয়ে বসি। বসার জায়গাটা অসম্ভব সুন্দর এইখান থেকে চারিপাশের নদীর অসম্ভব সুন্দর একটি দৃশ্য চোখে পড়ে আর সেদিন আকাশে ছিল চাঁদ সব মিলিয়ে পরিবেশটা অসম্ভব ভালো লাগছিল। এই একাকীত্ব সন্ধে এমন সময় কাটাতে পেরে বেশ ভালো লাগছিল। তবে মনে হচ্ছিল চারিপাশে কত মানুষ তবু আমি একা বসে আছি আসলেই একাই বসে ছিলাম কারণ পরিচিত কেউ ছিলনা অপরিচিত যত মানুষই হোক তবুও নিজেকে একাই লাগে। অর্ডার করার কিছু সময়ের মধ্যেই খাবার নিয়ে হাজির। তবে খাওয়ার সময় আশেপাশের পরিবেশ উপভোগ করছিলাম আর ধীরে ধীরে খাচ্ছিলাম খাবারের স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল।

IMG20241114190125-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আকাশে অপরূপ চাঁদের দৃশ্য দেখে অসম্ভব ভালো লাগছিল। হঠাৎ গান মনে পড়ে গেল চাঁদের আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে ঘুম আসে না রাতে আমার ঘুমাই না ভোরে। ভালো পরিবেশে সময় কাটালে মনটাও ভালো হয়ে যায়। চাঁদকে দেখে নিজেকে সান্ত্বনা দিচ্ছি চাঁদও তো একা। তবে কেন আমি একাকীত্ব বোধ করব। চাঁদকে সঙ্গী বানিয়ে নিলাম। মনে মনে চাঁদের সাথেই গল্প করতে থাকলাম। খাওয়া-দাওয়া শেষ করে আস্তে আস্তে আবার নিচে নেমে চলে আসলাম এবং আশেপাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। একাকীত্ব সন্ধ্যায় এমন পরিবেশের সুন্দর মুহূর্ত কাটাতে পেরে সত্যি ভালো লাগছিল।

মাঝেমধ্যে মন খারাপ থাকলে এভাবেই চুপচাপ দিয়ে নদীর ধারে বসে থাকি। নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সময় পার করে দেই। নদী আমার বরাবরে অনেক বেশি ভালো লাগে নদীর যে বিশালতা মন কেউ বিশাল করে গড়ে তোলে। হয়তো এভাবেই সময় গুলো কেটে যাবে একাকীত্বটাও একসময় চলে যাবে তবে মুহূর্তগুলো মনে থাকবে। আর যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে তো থেকেই যাবে হঠাৎ কোন দিন ঘুরতে ঘুরতে এখানে আসলে সেদিনের কথা আবার মনে পড়ে যাবে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ।



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
Screenshot_2024-12-05-20-17-27-68_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-05-20-16-48-77_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-05-20-12-36-13_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 last year 

একাকীত্বের মুহূর্তটা বেশ কঠিন হয়ে থাকে। তবে এমন সময় খাওয়া দাওয়া করাটা বা সন্ধ্যাকালীন মুহূর্তটা একা কাটালে ভালো লাগে। ঠিক তেমন আপনি একটা পোস্ট শেয়ার করেছেন যেখানে এখানে আপনি হাঁসের মাংস আর চাউলের আটার রুটি বেছে নিয়েছেন। আশা করি এটা অনেক জনপ্রিয় এবং সুস্বাদু খাবার ছিল। তবে ভাইয়া হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয়। আপনার ব্লগটি দেখো অনেক কিছু জানার সুযোগ হলো আপনার ব্লগ পড়ে।

 last year 

আসলেই বন্ধু মন খারাপের দিনগুলোতে নদীর ধারে একা একা বসে থাকতে ভীষণ ভালো লাগে। এমনটা মনে হয় যেন নদীর সাথে কথা বলছি। অনেক সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছ একাকিত্বের মাঝে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।