🌸 অলস মেয়ে আর পরিশ্রমী মেয়ের গল্প 🌸

এক ছিলো দুই বোন — রিমা আর সীমা।
রিমা ছিলো খুব অলস, সারাদিন শুধু শুয়ে থাকতো, বই খুলে রেখে ঘুমাতো,
মায়ের কোনো কাজে হাত দিত না।
অন্যদিকে সীমা ছিলো পরিশ্রমী, সকাল থেকে ঘরের কাজ করতো,
মা-বাবাকে সাহায্য করতো আর নিজের পড়াশোনাও ঠিকভাবে চালিয়ে যেতো।
একদিন তাদের মা অসুস্থ হয়ে পড়লেন।
ঘরের সব কাজ তখন সীমার কাঁধে এসে পড়লো।
সে কষ্ট করেও সব ঠিকমতো সামলে নিলো।
কিন্তু রিমা শুধু বসে বসে বললো,
“আমি ক্লান্ত, পরে করবো।”
কিছুদিন পর মা সুস্থ হয়ে উঠলেন।
তিনি দুই মেয়েকে ডেকে বললেন —
“দেখো, অলসতা মানুষকে পিছিয়ে দেয়,
আর পরিশ্রম মানুষকে এগিয়ে দেয়।”
এই কথায় রিমা লজ্জা পেয়ে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো।
সে বুঝলো —
👉 যে কাজ করে, সেই সফল হয়;
👉 আর যে অলস থাকে, সে পিছিয়ে পড়ে।
✨ শিক্ষা:
অলসতা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু।
পরিশ্রমই জীবনে সফলতার চাবিকাঠি।
✍️ লেখক: Naym Vai

