বজ্রপাত ঠেকাতে পুলিশের 'কোপ'! ঝিনাইদহ মহাসড়কে ২০০ তালগাছ লাগালেন ওসি মৃত্যুঞ্জয়!

in #amar3 months ago

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ (হাইওয়ে ধামাকা) | ৯ অক্টোবর, ২0২৫:
আরাপপুর হাইওয়ে পুলিশের এমন উদ্যোগ আগে দেখেননি কেউ! যেখানে মানুষ ভয়ে বজ্রপাতকে এড়িয়ে চলে, সেখানে ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশ সটান নেমে পড়ল বজ্রপাত মোকাবিলার 'গ্রিন মিশন'-এ!

8163.jpg

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি থেকে ১০ মাইল বাজার পর্যন্ত মহাসড়কের দু'পাশে রোপণ করা হলো ২০০টি তালের চারা। এ যেন কেবল চারা রোপণ নয়, এক-একটি 'বজ্র-নিরাপত্তা পোস্ট' তৈরি!

নেতৃত্বে ছিলেন থানার চৌকস অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস। তাঁর সঙ্গী হয়ে মাঠে নামেন সার্জেন্ট হোসাইন আহমেদ তূর্য, এস আই ইয়াসির আরাফাত, এ এস আই রবিউল সহ অন্যান্য পুলিশ সদস্যরা। কঠোর ডিউটির ফাঁকে এমন পরিবেশবান্ধব কাজে পুলিশের এই অংশগ্রহণ এখন জেলার 'টক অফ দ্য টাউন'!

8165.jpg

💥কেন এই উদ্যোগ ভাইরাল?

  • বজ্রপাতকে চ্যালেঞ্জ: তালের গাছ বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে পরিচিত। পুলিশ সরাসরি এই প্রকৃতির অস্ত্রকেই বেছে নিল মানুষের সুরক্ষায়!
  • পরিবেশ ও কর্তব্য: শুধু আইন-শৃঙ্খলা নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি—একসঙ্গে একাধিক লক্ষ্য পূরণ!
  • ট্রেন্ডিং হাইওয়ে: হাইওয়ে পুলিশের এমন অভিনব কাজ দেখে সাধারণ মানুষ বলছেন, "আমাদের পুলিশ শুধু অপরাধ ধরে না, পরিবেশও বাঁচায়!"

8164.jpg

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস-এর নেতৃত্বে টিমের এই 'গ্রিন অ্যাকশন' প্রমাণ করে, জনগণের সুরক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত, সে পথে যত ঝড় বা বজ্রপাতই আসুক! এই খবরটি এখন সোশ্যাল মিডিয়ায়