এক মা এর আর্তনাদ " অর্ধেক লাশ কেমনে নিব ?" !!!!steemCreated with Sketch.

in #amarbanglabloglast year (edited)

ছেলের লাশ নিতে এসে মা বললেন " সাহেব, উচ্চতা এক ইঞ্চি কম হলে তো আপনারা নেন না । অর্ধেক লাশ কেমনে নিব আমি ?"

IMG_20240803_013901.jpg

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসে গ্ৰেনেড থ্রোয়িং প্রশিক্ষণ কর্মশালায় একটি গ্ৰেনেড একজন সৈনিকের হাত থেকে ভুলবশত মাটিতে পড়ে যায়। পাশেই দাঁড়িয়ে ছিল লেফটেন্যান্ট মোঃ তৌফিকুর। সেখান থেকে দৌড়ে দুরে সরে গেলেই হয়তো সে নিজে বেচে যেতেন ।
কিন্তু ঐ চাবি খুলে যাওয়া গ্ৰেনেড টা সে হাতে নিয়ে দুরে ছুঁড়ে ফেলে দিতে যায় , অন্য সকলের জীবন বাঁচানোর জন্য। তখনই গ্ৰেনেড টা তার হাতেই বিস্ফোরিত হয়। দুর্ভাগ্য বশত লেফটেন্যান্ট মোঃ তৌফিকুর স্পটেই মারা যান। সাথে থাকা একজন মেজর ও একজন সৈনিক আহত হন।
অন্যদের জীবন বাঁচানোর জন্য এভাবেই তিনি নিজের জীবন উৎসর্গ করে দিলেন।