অতীতের সোনালি দিন🥹
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি পাওয়ার আপ পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি।
বন্ধুরা আজকে শেয়ার করবো আমাদের সবার জীবনেই ঘটে যাওয়া সোনালি অতিত বিশেষ করে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের সাথে এই জিনিস টা খুব সুন্দর ভাবে মিশে আছে।এটা কখনো ভোলার না।এই সোনালি অতিত যখন মনে পরে যায় তখন ইচ্ছে করে আবার ফিরে যাই সেই শিশু কালে যেখানে কোনো চিন্তা ছিল না বাবার কাধে উঠে এখানে ওখানে যাওয়া আর খাওয়া কোনো ভয় নেই চিন্তা নেই।
গ্রামে সাপ্তাহিক হাট বসতো আগে গ্রামের মধ্যে খানে বেশ কিছু দোকান এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি হাটবারে সবাই যে যার মতো সবজি বা যেকোনো কিছু সেখানে বিক্রি করতে আসতো আর যাদের প্রয়োজন তারা ক্রয় করতে যেতো।আর এই হাটবারে যখন বাবা বা দাদা বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতো তখনি আমরা কান্না শুরু করতাম বাবা দাদারা আর দিশা না পেয়ে তখন আমাদের কে কাধে করে নিয়ে যেতে বাধ্য হতেন।
শুধু নিয়েই যেতেন না সেখানে আশা কটকটি বাদাম ভাজা এমকি রশোগল্লাও খাওয়াতেন।এরপরে তাদের কাধে চরে পুরো হাট ঘুরে বেরাতাম আমরা আর দেখতাম তখন তো বেশি কিছু বুঝতাম না।এই সোনালি দিন এখন আর আসে না।আর এখনের বাচ্চা গুলোও এই অনুভূতির স্বাদ পায়না তারা বাবা বা দাদার সাথে হাটে যাওয়া দূরে থাক কথায় শুনে না।আমরা কতো টা সৌভাগ্যবান ছিলাম।আজ হুট করেই আমাদের সেই সোনালি অতিত মনে পরে গেলো।সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।





Upvoted! Thank you for supporting witness @jswit.
অতীতের দিনগুলো সত্যি অনেক মধু ছিল। সময় গুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আর আমরা হারিয়ে ফেলেছি সুন্দর মুহূর্তগুলো। এখন চাইলেও আর সেই সময়গুলো ফিরে আসবে না। দারুন লিখেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
অনেক ধন্যবাদ।
আমি মেয়ে হয়েও কত গেছি বাবার সাথে বাজারে। সত্যি সেই দিন গুলো এখন শুধুই স্মৃতি। আপনার পোস্টটি পড়ে কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গিয়েছিলাম।ধন্যবাদ ভাইয়া সোনালি শৈশবের স্মৃতিচারণ শেয়ার করার জন্য।
আপনাকেউ অনেক ধন্যবাদ আপু।
এইরকম দিন আমরা আর ফিরে পাব না। সত্যি বলতে এই দিনগুলোর কথা মনে করে শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কোন উপায় নেই। চমৎকার লিখেছেন আপনি। পুরাতন দিনের স্মৃতিগুলো দারুণ ভাবে তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমাদের প্রত্যেকের জীবনে অতীত একটি সোনালী দিন ছিল। শৈশব কৈশোর কাল যেন সত্যি অনেক আনন্দের ছিল। আসলে সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। আপনার অনুভূতিমূলক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ,ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ।