ক্লান্তির অবকাশ🛶💝

in আমার বাংলা ব্লগlast year (edited)

হেলো বন্ধুরা

1000062572.jpg

1000062573.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি।

1000062568.jpg

1000062570.jpg

1000062571.jpg

1000062574.jpg


বন্ধুরা আজ ঘুরাঘুরি মূলক একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আসলে ঘুরাঘুরির মোক্ষম সময় হলো শিতের শুরু এবং শেষ দিকে।এই সময়ে ঘুরতে ভিষণ ভিষণ ভালো লাগে আমার শুধু আমার না প্রায় জনেরই ভালো লাগার কথা।


আমি শুক্রবারে গিয়েছিলাম পদ্মাপারে মূলত ইচ্ছা ছিলো কুঠিবাড়ীতে যাওয়ার কিন্তু গেট বন্ধ থাকায় আর যাওয়া হয়নি তাই গিয়ে বসলাম পদ্মার পারে।এখানে খুব দারুন লাগে বিশাল বড় একটা নদী এপার হতে ওপার দেখাই যায়না বলা চলে আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে এখানে আমি মাঝে মধ্যে আসি তবে সময় কাটানো হয়না তেমন।


1000062575.jpg

1000062578.jpg

1000062577.jpg

এই খেয়াঘাট টা যাক যমক না তবে এখান দিয়ে অনেক মানুষ পারাপার হয়।আর এই ঘাট দিয়েই এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার পদ্মাবটে ঘুরে বেরাতেন।এটা একটা ঐতিহাসিক ঘাট ও বলা চলে।এখানে জেলেরা মাছ ধরেন আমি দেখছিলাম কিছু মানুষ বরশি দিয়ে মাছ ধরছে এবং ছোট ছোট মাছ পাচ্ছে তারা।


কয়েকটক নোকা কে দেখলাম মাঝ নদিতে তারা ইলিশ মাছ ধরছে।ইলিশ মাছ মুলত মাঝ নদিতেই ধরতে হয়।তো এই নদীর ঠান্ডা আবহাওয়াতে এক কাপ চা আরো বেশি ফুরফুরা করে তুললো।সবাই কে ধন্যবাদ ভালো থাকবেন সবাই।আবারো দেখা হবে নতুন বল্গে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পদ্মা পাড়ের ভীষণ সুন্দর কিছু ছবি শেয়ার করলেন ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই পদ্মাবটে ঘুরতেন ভাবলেই শিহরণ দিচ্ছে। খুব সুন্দর ভাবে জিনিসটি ব্যাখ্যা করলেন। কিন্তু একদম শুরুতে লিখেছেন পাওয়ার আপ পোস্ট নিয়ে এলেন। এই বিষয়টি ঠিক বুঝলাম না। আমার মনে হয় অনিচ্ছাকৃত ভুল। একটু দেখে নেবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 last year 

এত সুন্দর একটি পরিবেশে ঘুরাঘুরি করলে এমনিতেই তো মন ভালো হয়ে যায়। আর মন ভালো হয়ে গেলে ক্লান্তিরও অবসান ঘটে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আমি বেশ কয়েকবার গিয়ে শিলাইদহ পদ্মার ঘাটে। জায়গাটা বেশ সুন্দর খোলামেলা। একটা আলাদা প্রশান্তি কাজ করে। অনেকদিন বাদে আপনার পোস্টে ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগল। দারুণ কাটিয়েছেন সময় টা।

 last year 

জী আমারো জায়গাটা অনেক ভালো লাগে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।