কাঞ্চনজঙ্ঘা 🏔️🥶

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

1000067536.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে শেয়ার করবো কাঞ্চনজঙ্ঘার কিছু ছবি।যেটা আমি আমার নিজ ফোনের ক্যামেরা দিয়ে তুলেছিলাম।


1000067693.jpg

1000067244.jpg

আমার বাসা হতে তেতুলিয়া প্রায় ৪২০ কিলোমিটার দূর অনেক দিন ধরেই মনের মধ্যে বাসনা জেগেছিলো সেই কাঞ্চনজঙ্ঘা দেখার যেটার গল্প আমরা ফেচবুক ইউটিউবে শুনে থাকি।কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে মূলত সেখানে সকালে থাকতে হবে কারন সকাল বেলায় আপনি দেখতে পাবেন লাল বাদামি পাহাড় টা।আর এই পাহার টা অক্টোবর থেকে দেখা পাওয়া যায়।


আসলে আমাদের কপাল অনেক ভালো ছিলো সেখানে কয়েকদিন আবহাওয়া খারাপ থাকায় পাহারটা ভালো করে দেখা যাচ্ছিলো না।আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকালে আবছা দেখা গেলো পরে ভাবল চলে যাব কিন্তু না আমরা আরো কিছু সময় সেখানে অতিবাহিত করে দিলাম।এর এক ঘন্টা পরে দেখা পেলাম সেই কাঞ্চনজঙ্ঘা। যার জন্য সূদুর কুষ্টিয়া থেকে এসেছি এত পথ পারি দিয়ে।

1000067751.jpg

1000067316.jpg

1000073640.jpg

1000067476.jpg


পঞ্চগড়ের তেতুলিয়া থেকে এই দৃশ্য আপনি দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর ৩য় বৃহত্তম পাহার এটা ভারত নেপাল এর মাঝামাঝি।এই পাহার টা অনেক জায়গা জুরিখ রয়েছে আকাশ ভালো থাকলে এটা স্পষ্ট দেখা যায়।এর উচ্চতা ৮৫০০+ মিটার।আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তারা এই সময় যেতে পারেন সেখানে নিজের চোখে দেখতে পারবেন পৃথিবীর ৩য় বৃহত্তম পাহার টি। আপনিও সাক্ষি হতে পারবেন স্বচোখে দেখা পাহার টির দৃশ্য।


বন্ধুরা ছবিগুলো তে আবছা বোঝা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চিত্র আশা করি আপনাদের দেখিহে খুশি করতে পারবো।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000073660.jpg

 last year 

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা অনেক বড় একটি সুযোগ। আপনি দেখছি আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা থেকে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখেছেন, বেশ ভালো লাগলো আমার কাছে। আমি ও বেশ কিছু দিন ধরে যেতে চাচ্ছি, কিন্তু সুযোগ হচ্ছে না। আপনি অনেক দুরের একটি রাস্তা পাড়ি দিয়ে পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলেন, জেনে বেশ ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপনাকে বাহে❤️

 last year 

অসাধারণ এক দৃশ্য। তেতুলিয়া থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা অনেক আগে থেকে জানি। তবে এর আগে কখনও যাওয়া হয়নি। চমৎকার লাগল আপনার পোস্ট টা। এতোটা দূরত্ব পেরিয়ে আপনি এই সৌন্দর্য অবলোকন করতে গিয়েছেন। চমৎকার ছিল আপনার অভিজ্ঞতা টা এবং ফটোগ্রাফি গুলো।।