রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। তবে এখন ক্লে দিয়ে কাজগুলো একটু বেশি করা হয়। যাইহোক আজকে অনেকদিন পর এটা তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- গ্লু
প্রথমে আমি সাদা কাগজ দিয়ে কয়েকটা স্টিক তৈরি করে নিলাম। এবার এই পেপার স্টিক গুলো দিয়ে একটা বোর্ড তৈরি করে নিলাম।
![]() | ![]() |
|---|
এবার নীল রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর কাগজটা আবারও কয়েকবার মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি ।
![]() | ![]() |
|---|
তারপর আমি একটি কিছুটা কোনাকুনি কেটে আস্তে আস্তে খুলে নিলাম।
![]() | ![]() |
|---|
তারপর আমি কাগজগুলো আঠা দিয়ে কোনাকুনি করে ফুলের মত তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এভাবে আমি ফুলটি তৈরি করে নিলাম। এবং একই নিয়মে আরো কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর আমি ফুলগুলোর মাঝখানে সাদা জল রং দিয়ে ছোট ফুল এঁকে নিলাম । এরপর আমি ফুলগুলো বোর্ডটির মধ্যে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
|---|
ধন্যবাদান্তে
@isratmim



















আপু আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন।রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।যদি এই ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে লাগানো হতো তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেতো।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।
চেষ্টা করব এই ধরনের কাজগুলো আপনাদেরকে আরো উপহার দেওয়ার জন্য।আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে আপু। চমৎকার একটি পোস্ট আপনি শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন টাও দারুন ছিল ধন্যবাদ আপু আপনাকে।
ওয়াও! এককথায় অসাধারণ একটি ওয়ালমেট শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। রুমের দেয়ালে এই ধরনের ওয়ালমেট লাগিয়ে রাখলে,রুমের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।