রঙিন কাগজ দিয়ে সোফা তৈরির অরিগামি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে সোফা তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
প্রথমে একটি কাগজ বর্গাকৃতি করে চারপাশ থেকে চারটি কোনা করে ভাঁজ করে নিলাম।এরপর আমি দুই পাশ থেকে লম্বালম্বি ভাবে দুটি ভাঁজ দিয়ে দিলাম।
![]() | ![]() |
|---|
এরপর আমি কিছু ভাঁজ দিয়ে একটি বক্সের মতো তৈরি করে নিয়েছি।এভাবে আমি একটি বাক্স তৈরি করে নিলাম।
![]() | ![]() |
|---|
সেমভাবে আমি আরেকটি বাক্স তৈরি করে নিয়েছি। এরপর একটির ভিতর একটি বসিয়ে দিলাম।
![]() | ![]() |
|---|
এরপর আমি একটি লম্বা কাগজ এবং দুটি ছোট ছোট কাগজ কেটে দিলাম।এরপর বাক্সটির চারদিকে কাগজগুলো বসিয়ে দিলাম।
![]() | ![]() |
|---|
আমি নীল রঙের রঙিন কাগজ দিয়ে বালিশ তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি আরেকটা সোফা তৈরি করে নিলাম।
![]() | ![]() |
|---|
ধন্যবাদান্তে
@isratmim














I hope you are doing well. Why didn't you participate in my competition this time?
By the way, I am planning to submit an application—it will be related to paper crafts. I think you’ll join if I’m selected.
আমি আশা করি তুমি ভালো আছো। এবার কেন তুমি আমার প্রতিযোগিতায় অংশ নিলে না?
আরেকটি কথা, আমি একটি আবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছি—এটি কাগজের শিল্পকর্মের সাথে সম্পর্কিত হবে। আমার মনে হয়, আমি নির্বাচিত হলে তুমি অবশ্যই যুক্ত হবে।
বাহ আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি সোফার অরিগ্যামি তৈরি করছেন।আপনার তৈরি করা অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি সোফার অরিগ্যামি তৈরি করছেন।আপনার তৈরি করা অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি সোফার অরিগ্যামি তৈরি করছেন।আপনার তৈরি করা অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।