ছোট ইলিশ মাছ ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- ছোট ইলিশ মাছ
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- লবন
- হলুদ গুঁড়ো
- মরিচ গুঁড়ো
প্রথমে আমি সরপুটি মাছ গুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। তারপর মাছগুলোর মধ্যে কিছুটা অংশ কেটে নিয়েছি যেন মসলাগুলো ভালোভাবে ঢুকে। যেটুকু বড় মাছ, গোটা ভাজি করব তাই এভাবে কেটে নিয়েছি।
এবার মাছ গুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম।তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর একটা কড়াইয়ে পরিমাণ মত তেল গরম করে নিয়েছি। তারপর মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি।
![]() | ![]() |
|---|
মাছগুলো ভাজা হয়ে গেলে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর সেখানে পেঁয়াজকুচি এবং কাঁচা মরিচ কুচি ভেজে নিলাম।এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। যেহেতু আগে মাছের মধ্যে দিয়েছি তাই এখানে কিছুটা কম পরিমাণে দিব।
![]() | ![]() |
|---|
এবার মসলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।
তারপর মাছগুলো পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাছের সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে মিক্স করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
ধন্যবাদান্তে
@isratmim
















যে কোন ভাজি মাছ আমার নিজেরও খুব পছন্দ। আজকে আপনি মজার ছোট ইলিশ মাছের ভাজি রেসিপি করেছেন। আর এ ধরনের ভাজি রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশ মজা লাগে। ছোট ইলিশ মাছের ভাজি রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।