আজ কবিতার আলো পত্রিকার বসন্ত সংখ্যার জন্য সম্পাদকীয় লিখলাম
আজ কবিতার আলো পত্রিকার জন্য সম্পাদকীয় লিখলাম
সম্পাদকীয়
প্রথমেই সকলকে জানাই বাসন্তিক শুভেচ্ছা। যে চিন্তাভাবনা নিয়ে আমরা এই সংখ্যাটি সাজাতে চেয়েছিলাম, আপনাদের লেখায় তা রঙে রঙে সেজে উঠেছে। মার্চ মাস মানেই রঙের মাস। আর রং মানেই বসন্ত। তাই এই বসন্তকে মাথায় রেখে আমরা এমাসের সংখ্যাটি একটু অন্যভাবে সাজাতে চেয়েছিলাম। কিন্তু বসন্তের একটি মাত্র শাখাকে নিয়েই আমরা ভাবতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনাদের কলমে বৈচিত্রের ডালি। আমরা যেমন অন্ধকার থেকে মিশে যাই আলোর যাত্রাপথে। আবার ঠিক তেমনভাবেই আলো থেকে ডুবে যাই গহীন অন্ধকারে। পথ খুব অচেনা। আর এই সমস্ত অচেনা পথের অভ্যন্তরে আমরা যেন কোথাও নিজেকেই হারিয়ে ফেলি। আসলে আমরা হারিয়ে ফেলতে ভালোবাসি। নিজেকে হারিয়ে ফেলে কখনও নতুন দিশাকে খুঁজে পাই। বসন্ত মানেই তাই নতুন। বসন্ত মানেই প্রকৃতিতে ভালোবাসার রং। রবীন্দ্রনাথ বিশেষভাবে ভালোবেসেছিলেন বসন্তকে। আর সেই বসন্তের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন প্রকৃতিকে। ফুলে ফলে আগুনের রং লাগিয়ে তিনি উদযাপন করেছিলেন এই সময়কাল।
বসন্তকে একটু অন্যভাবে ভেবে আমরা এই সংখ্যাটিকে আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছি। বসন্ত মানেই যেমন রং এবং ফাগুনের মেলবন্ধন, ফুলে ফুলে ভরে ওঠা শাখা। ঠিক তেমনভাবেই বসন্তের আরও অজস্র ব্যাখ্যা। আর আমরা আপনাদের কলমে সেইসব ঝরে পড়া মুক্তগুলোই আহরণ করতে চেয়েছি। রংরুটে চিনে নেওয়া বাসস্টপ আমাদের কাছে যেন নতুন রঙে ধরা দেয়। আর সেই নতুন রঙের আলোয় আমরাও সাজিয়ে তুলেছি মার্চ মাসের কবিতার আলো ওয়েব সংখ্যা। ঠিক ২১ তারিখেই আমরা আপনাদের হাতে তুলে দিলাম এই সংখ্যার ঝকঝকে কিছু লেখা। আমাদের বিশ্বাস রংরুটে হেঁটে গেলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আমরা বসন্তকে জয় করতেও পারব। আসলে বসন্ত তেমনই এক মহেন্দ্রক্ষণ। শীতকাল পেরিয়ে গ্রীষ্মের দাবদাহে পা দেওয়ার আগে এই সময়টুকু শুধুমাত্র প্রেমে প্রেমে উদযাপন। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে সেইসব অন্য বসন্তের ছোঁয়া। আমাদের কাজ তাকে টেনে বের করে মানুষের সামনে উন্মোচিত করা। তাই অন্য বসন্তের রূপে রংরুটে আমরা সেভাবেই হেঁটে যেতে চলেছি। আকাশের সমস্ত মেঘ কাটিয়ে নক্ষত্রগুলিকে ছুঁয়ে দেখার আনন্দ অপার। বসন্তের অচেনা রঙে তারা যেন নতুন রূপে সেজে ওঠে বারবার। কবিতার আলো তাই সেই রঙেই সাজিয়ে তুলেছে নিজেকে।
বসন্তের এই সংখ্যায় আমরা আপনাদের থেকে প্রচুর সহায়তা পেয়েছি। সমস্ত লেখা থেকে বেছে বেছে কয়েকটি লেখাকে স্থান দেওয়া কখনোই সহজ কাজ নয়। তার মধ্যেও এত লেখা থেকে আমরা কিছু লেখাকে বেছে নিলাম। ভালো বা খারাপের মতো আপেক্ষিক শব্দগুলো আমরা বলি না। আমরা বলি প্রাসঙ্গিকতা। আসলে আমরা যা চাই তা যখন পেয়ে যাই তখন আনন্দ করে তা প্রকাশ করি আমাদের পাতায়। তবে এই সংখ্যায় আমরা কিছু ভালো লেখা পেয়েছি, যা বিষয়ভিত্তিক নয়। তাই বিভিন্ন দিক বিচার করে এবারের ওয়েব সংখ্যাটিতে বেশ কিছু লেখা নির্বাচন করা হলো। এবার এই রংরুটে বসন্তের পথে আপনারাও হাঁটবেন।
সবশেষে সকলকে শুভ কবিতা দিবসের শুভেচ্ছা জানাই। ১৯৯৯ সালে ইউনেস্কো আজকের দিনটিকে (২১শে মার্চ) বিশ্ব কবিতা দিবস হিসাবে স্বীকৃতিদান করেছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই সব ভাষাগুলির প্রতি আরও একটু সহানুভূতিশীল হব, যে সকল ভাষা বর্তমানে লুপ্তপ্রায়। কিন্তু এক সময় এই সকল ভাষাতেও সাহিত্যচর্চা হত ব্যাপকভাবে। কোন ভাষা ব্যবহার না হলে তা লুপ্ত হয়ে পড়ে। তাই আমরা কখনোই চাই না পৃথিবী থেকে ব্যবহারের অভাবে কোন ভাষা হারিয়ে যাক। আজ বিশ্ব কবিতা দিবসে তাই সেইসব প্রান্তিক ভাষাগুলির সম্বন্ধে আরেকটু ওয়াকিবহাল হতে আপনাদের কাছে আবেদন করছি। সকলে ভালো থাকবেন। আবার এক মাসের অপেক্ষা। আপাতত ফাগুনের অন্য রঙে রাঙিয়ে নিন নিজেদের৷
কৌশিক চক্রবর্ত্তী
সম্পাদক
কবিতার আলো
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks-
https://x.com/KausikChak1234/status/1902911889010725052?t=DO85Yn28e31U2MATmoG9Gw&s=19