এক ব্যাগ লাল ভালোবাসা। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৫ই ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
একজন মানুষের মৃত্যুর পূর্ববর্তী সময়টা তার ভালো কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকে। হ্যাঁ আপনি যদি আপনার মৃত্যুর আগে কিছু ভাল কাজ করে থাকেন তাহলে পুরো মানবজাতি আপনার সেই ভালো কাজের প্রশংসা করবে আর আপনি যদি মন্দ কাজের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে আপনার মৃত্যুর পরবর্তী সময়ে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের তার কর্মফল ভোগ করতে হবে সেক্ষেত্রে ভালো কাজ করলে প্রশংসা পাবেন মন্দ কাজ করলে মানুষের থেকে কথা শুনতে হবে এটা স্বাভাবিক। একজন মানুষের স্বাভাবিক জীবনে ভালো-মন্দ উভয় দিক থাকতে পারে তবে আমার মনে হয় প্রতিটা মানুষের কিছু ভালো কাজের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখা উচিত।
একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত ভাল কাজের বিকল্প আমার মনে হয় অন্য কিছু হতে পারে না। গত কয়েকদিন আগে আমি সকাল বেলা খাওয়া-দাওয়া শেষ করে বলা চলে শুয়ে আছি তখন হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। শুরুতেই সে আমাকে বলল আপনি আমাকে চিনবেন না তবে আমি আপনাকে চিনি। এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম পরবর্তীতে কথা বলার পরে সে আমাকে বলল ভাই আপনার এক বন্ধুর কাছ থেকে আমি নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করছি মূলত আমার স্ত্রী হাসপাতালে তার সিজার হবে আপনি যদি রক্ত দিতেন তাহলে আমার বেশ উপকার হত। সে আমাকে বলছিল আমি অনেক খোঁজাখুঁজি করেও তেমন কাউকে ম্যানেজ করতে পারিনি।
পরবর্তীতে আমি তার কথা শুনে বললাম ঠিক আছে সমস্যা নেই আমি নিজে থেকেই এসে আপনার স্ত্রীর জন্য রক্ত দিব। লোকটা নিজে থেকে আমাকে বলছিল আমি আপনার এলাকায় এসে আপনাকে নিয়ে আসব আপনি শুধু আমার এই উপকার করুন। চিন্তা করলাম হয়তোবা লোকটি অনেক মানসিক চাপের মধ্যে আছে তাকে আর নতুন করে কোন চাপের মধ্যে ফেলতে চায় না তাই আমি তাকে বললাম আমি যথাসময়ে আপনার দেওয়া ঠিকানায় বাইক নিয়ে হাজির হয়ে যাব। তার দেওয়া সময় অনুযায়ী বাইক নিয়ে আমি খোকসা হেলথ কেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে গেলাম। মূলত রক্ত দেওয়ার পরে বাইক চালাতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় তাই সাথে বন্ধু রাজু কেউ নিয়ে গেলাম।
হাসপাতালের নিচে গিয়ে সেই নাম্বারে আবার যোগাযোগ করলাম। সঙ্গে সঙ্গেই সেই ভাই এসে আমাকে জড়িয়ে ধরলেন আর বলছিলেন আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি হেসে দিয়ে বললাম ভাই এখনো আমি রক্ত দিতে পারিনি আগে রক্ত দিয়ে কাজটা কমপ্লিট করি তারপর আপনি ধন্যবাদ দিয়েন। আমার কথা শুনে ভাইটাও হেসে দিল। যাইহোক সেখানে থাকা রিসেপশনের কর্মকর্তা আমাকে একটি স্লিপ ধরিয়ে দিলেন সেই সাথে কত নম্বর রুমে যেতে হবে সেটা উল্লেখ করে যেতে বললেন। মূলত প্রথমে আমার ব্লাড টেস্ট করা হবে আসলে আমার রক্তে কোন ভাইরাস আছে কিনা বা আমার রক্তের গ্রুপ আর রোগীর গ্রুপ এক আছে কিনা।
ব্লাড টেস্ট করার পরে সবকিছু ঠিকঠাক ছিল তাই পাশের রুমে গিয়ে আমার ব্লাড নেওয়া হলো। মূলত রক্ত দিতে সবমিলিয়ে চার মিনিটের কাছাকাছি সময় লাগলো। দ্রুত সোমের বলটা পাম্প করছিলাম যার কারণে রক্ত ব্যাগে ট্রান্সফার হয়ে যাচ্ছিল। রোগীর ইমারজেন্সি রক্তের প্রয়োজন ছিল তাই যখনই রক্তের ব্যাগটা পরিপূর্ণ হয়ে গেল তখনই রক্তের ব্যাগটা দ্রুত রোগীর কাছে ট্রান্সফার করে দেওয়া হলো। রক্ত দেওয়া কমপ্লিট হওয়ার পর আমাকে বেডে ১০ মিনিট শুয়ে থাকার কথা বলল। পাঁচ মিনিট পরেই আমি বেড থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম তখন সে ভাইয়াটা এসে আমাকে আবার দোতালায় নিয়ে গেল এবং তার ছোট্ট ছেলে সন্তানকে দেখালো। ছোট্ট নবজাতক কে দেখে বেশ ভালো লাগছিল। জানতে পারলাম নবজাতক এবং নবজাতকের মা দুজনই সুস্থ আছে। শুধু এক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল যেটা সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি দিতে পেরেছি।
মূলত আজকের এই পোস্ট শেয়ার করার মূল লক্ষ্য আমি যেমন রক্তদানের মাধ্যমে অনেক বড় একটা মানবিক কাজের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পেরেছি ঠিক একইভাবে আপনারাও যেন এমন মানবিক কাজের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখতে পারেন। কথা হচ্ছে আমার এই পোস্ট দেখে যদি কেউ রক্ত দান করতে উৎসাহ পায় সেটাই যেন আমার এই পোস্টের সবচেয়ে বড় সার্থকতা।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | ফেব্রুয়ারি,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Upvoted! Thank you for supporting witness @jswit.
রক্ত প্রদান করা অনেক ভাল কাজ। তাই যে কোন মানুষের বিপদে এভাবে এগিয়ে আসলে মহান সৃষ্টিকর্তা অনেক খুশি হন। ভালো লাগলো ভাইয়া রক্ত প্রদান করার বিষয়টা শেয়ার করেছেন দেখে। রক্ত দেওয়ার বেশি সময় লাগে না কিন্তু রক্ত গ্রহণের সময়টা অনেক বেশি লেগে যায়। দোয়া করি প্রত্যেকটা মানুষের মধ্যে এমন মন মানসিকতা প্রস্তুত থাকুক। অনেক ভালো কাজ করেছেন আপনি।
সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
দুজনার ব্লাড ঠিকঠাক থাকলে তখনই রক্ত দেওয়া সম্ভব হয়। তাই প্রথমে একটা টেস্ট করা হয়ে থাকে। যাহোক রক্ত যখন মিলে গেছে তারপর আপনার থেকে রক্ত নেওয়া হয়েছে। এরপর কিছুটা সময়ের মধ্যে এক ব্যাক রক্ত আপনার শরীর থেকে বের করা হয় এবং দ্রুত পেশেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। হয়তো আপনার এই রক্তের জন্য একজন মানুষের জীবন পূর্বের মতো সুস্থ সবল হয়ে উঠতে পারে। এত সুন্দর একটি কাজে অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আসলে ভালো কাজে অংশগ্রহণের ক্ষেত্রে মনের কাছে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। যাই হোক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
মানুষের উপকার করা মানবিক গুনাবলীর একটি বড় গুন।আপনি রক্ত দিয়ে সহযোগিতা করলেন।এতে করে একজন মানুষ বিপদের হাত থেকে রক্ষা পেলো।আপনার এই মানবিক কাজ দেখে কেউ যদি অসহায় মানুষের পাশে থেকে রক্ত দান করে তবে আপনার আজকের ব্লগ লেখাটি সার্থক মনে হবে আপনি তাই মনে করছেন।আসলে আমাদের সবারই মানবিক হয়ে উঠা ভীষণ জরুরী।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আসলে রক্ত দেওয়া এমন একটা ভালো কাজ যার কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না।