সম্পদের নেশা। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৬ই পৌষ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000018683.png

Canva দিয়ে তৈরি



সম্পদের নেশা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে বদলে দেয়। শুরুতে মানুষ ভাবে টাকা থাকলে সব সমস্যা মিটে যাবে। একটু আরাম একটু নিরাপত্তা একটু সম্মান পাওয়ার আশায় মানুষ পরিশ্রম করে। কিন্তু এক সময় সেই চাওয়া সীমা ছাড়িয়ে যায়। তখন সম্পদ আর প্রয়োজন থাকে না বরং নেশায় পরিণত হয়। মানুষ দিন রাত শুধু হিসাব করে কত পেল কত বাড়ল কত জমল। পরিবারের সাথে কথা কমে যায় মনের শান্তি হারিয়ে যায়। চোখে ঘুম আসে না কারণ মাথায় শুধু টাকার চিন্তা ঘোরে। মানুষ ভুলে যায় জীবনের আসল মূল্য কোথায়। ভালোবাসা সময় বিশ্বাস এসব তার কাছে ছোট মনে হতে শুরু করে। সম্পদ তখন আর উপায় থাকে না লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই নেশা মানুষকে একা করে দেয় অথচ সে তা বুঝতে পারে না।

এই নেশার সবচেয়ে বড় ক্ষতি হয় মানুষের সম্পর্কের ওপর। বাবা মা সন্তান স্বামী স্ত্রী ভাই বোন সবার মাঝে দূরত্ব তৈরি হয়। মানুষ ভাবে টাকা দিলেই দায়িত্ব শেষ। সময় দেওয়া কথা শোনা পাশে থাকা এসব অপ্রয়োজনীয় মনে হয়। অনেক পরিবার ভেঙে যায় শুধু এই কারণে। মানুষ বুঝতে চায় না যে সম্পর্ক টাকায় কেনা যায় না। সম্পদের নেশায় মানুষ অহংকারী হয়ে ওঠে। সে অন্যকে ছোট করে দেখে নিজের সাফল্য নিয়ে গর্ব করে। গরিব মানুষ তার চোখে তুচ্ছ হয়ে যায়। এই মনোভাব সমাজে বিষ ছড়ায়। মানুষের মধ্যে হিংসা ঘৃণা অবিশ্বাস বাড়তে থাকে। শান্ত সমাজ ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে।



সম্পদের নেশা মানুষকে অন্যায় পথেও ঠেলে দেয়। দ্রুত বড় হতে চাওয়া দ্রুত ধনী হওয়ার লোভ মানুষকে দুর্নীতির পথে নিয়ে যায়। সত্য মিথ্যার পার্থক্য মুছে যায়। ন্যায় অন্যায়ের বোধ দুর্বল হয়ে পড়ে। মানুষ ভাবে ফল পেলেই হলো পথ কেমন তা গুরুত্বপূর্ণ নয়। এই ভাবনা সমাজকে ভিতর থেকে নষ্ট করে দেয়। এক জনের লোভ অনেক জনের ক্ষতির কারণ হয়। দরিদ্র মানুষ আরও দরিদ্র হয় শক্তিশালী আরও শক্তিশালী হয়ে ওঠে। বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছুতে এর প্রভাব পড়ে। সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ক্ষতি হয় সবার।



তবে সম্পদ নিজে খারাপ নয়। সমস্যা হয় যখন মানুষ সম্পদের দাস হয়ে যায়। সম্পদ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকে তাহলে তা কল্যাণ বয়ে আনে। টাকা দিয়ে শিক্ষা চিকিৎসা সাহায্য উন্নয়ন সবকিছু সম্ভব। কিন্তু নিয়ন্ত্রণ উল্টো হলে বিপদ অনিবার্য। তাই প্রয়োজন সীমা জানা। কতটা দরকার আর কতটা লোভ তা বোঝা জরুরি। মানুষ যদি নিজেকে প্রশ্ন করে আমি কেন এটা চাই তাহলে অনেক উত্তর পরিষ্কার হবে। সুখ কি সত্যিই টাকার সাথে সরাসরি যুক্ত নাকি এটি আসে শান্ত মন থেকে এই ভাবনাও দরকার। কমে সন্তুষ্ট থাকতে পারা এক বড় গুণ।



শেষ পর্যন্ত মানুষকে বুঝতে হবে জীবন খুব ছোট। সম্পদ এখানে চিরস্থায়ী নয়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। কিন্তু ভালো কাজ ভালো সম্পর্ক ভালো স্মৃতি এগুলো থেকে যায় মানুষের মনে। মৃত্যুর সময় কেউ সম্পদের হিসাব নিয়ে যায় না। নিয়ে যায় কেবল কাজের হিসাব। তাই সম্পদের নেশা নয় বরং সম্পদের সঠিক ব্যবহার শেখা দরকার। মানুষ হলে মানুষই থাকা সবচেয়ে বড় সম্পদ। শান্ত মন সুস্থ সম্পর্ক আর সৎ জীবনই আসল ধন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin