শীতের দুপুরে।
আজ- ৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আসলে আমি সবসময় বলি ব্যস্ততা আমাদের জীবনের একটি অংশ। তাই এটা কে কোন ভাবে এড়িয়ে চলা সম্ভব নয়। আমরা ব্যস্ত মূলত আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমি মনে করি ব্যস্ত থাক কোন খারাপ কিছু নয় বরং এটি আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ব্যস্ততা আমাদের জীবন থেকে অলস সময় গুলো বাদ দিয়ে দেয়। তাই আমি মনে করি কোন না কোন কাজে মানুষ ব্যস্ত থাকা ভালো। তবুও মাঝে মাঝে এই ব্যস্ত জীবনে যখন হাঁপিয়ে উঠি মনে হয় যেন সবকিছু ছেড়েছুড়ে কিছুটা অলস সময় কাটাই নিজের মত করে।
এখন যেহেতু শীতকাল তাই শীতের দিনের সবথেকে উষ্ণর সময় দুপুরের দিকের ওই সময়টাই এবং ওটাই সবথেকে আরামদায়ক। শীতকালে রোদ পোহানোর মজাই যেন অন্যরকম। যদিও শহরাঞ্চলে ঘরে বসে রোদ পোহানো টা অনেকটা কঠিন বিষয় কেন না শহরের বাসা গুলো এতটা ঘিঞ্জি আর অন্ধকার আচ্ছন্ন হয়, তাই সেখানে ভালো করে আলো প্রবেশ করতে পারেনা সেখানে রোদ প্রবেশ করা সেটা অসম্ভব বিষয়। তবে আমাদের বাসায় চারপাশে যেহেতু খোলামেলা তাই দিনের বেলাতে খুব ভালোভাবেই রোদ পাওয়া যায়। আর এই রোদটা থাকে সে সকাল থেকে দুপুর অব্দি।
দুপুরের খাওয়া-দাওয়া শেষে রোদে বসে বই পড়তে পড়তে লবণ মারিচ দিয়ে শসা গাজার খাওয়া এটা যেন এক অন্যরকম ভালো লাগার ব্যাপার। মুহূর্ত গুলো খুবই সাধারণ হলেও এই সব মুহূর্তগুলো যেন অসাধারণ লাগে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




আসলে ব্যস্ততা তো জীবনেরই অংশ। তবে ব্যস্ততার পাশাপাশি মাঝেমধ্যে একটু অবসর সময় কাটাতে পারলে একঘেয়েমি দূর হয়। যাইহোক লবণ মরিচ দিয়ে শসা গাজর খেতে আসলেই খুব ভালো লাগে। শীতের দুপুরে সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।