শুভ নববর্ষ।
আজ- ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
তবে আমরা আমাদের এই নতুন বছরের আনন্দটাকে অনেকের দুঃখের কারণ করে ফেলি। কেননা আতশবাজি ফানুস এই সকল কিছু আমাদের পরিবেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করে তেমনি সামাজিকভাবে অনেকটা বিপদগ্রস্ত করে ফেলে। আমরা সচেতন হওয়া সত্ত্বেও কেন জানি প্রতিবছরের ন্যায় এবারও আতশবাজি দিয়ে নতুন বছর টাকে বরণ করতে গিয়ে অনেক মানুষের রাতে ঘুম নষ্ট করেছি। এই মাসটা নিশ্চয়ই আমাদের জন্য শোকের মাস কেননা আমাদের জাতি তাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে হারিয়েছে। অথচ তা সত্ত্বেও আমরা যেন শোকের কোন ছায়ায় না দেখিয়ে হইহুল্লোতে মেতে সমাজ, পরিবেশটাকে আবার নষ্ট করছি।
অন্যান্য বারের থেকে এবারের বর্ষবরণটা আমাদের জন্য অন্যরকম ছিল। বর্ষবরণের আগে থেকে সচেতনতা মূলক অনেক মিডিয়া পোস্ট করা হয়েছিল যাতে এ বছর বর্ষবরণ এর নামে আমরা আতশবাজি না ফুটাই। আমিও ভেবেছিলাম হয়তো এবার বুঝি মানুষের মধ্যে কিছুটা সচেতনতা তৈরি হবে আর এই সকল কর্মকান্ডগুলো থেকে মানুষ নিজেদেরকে দূরে রাখবে কিন্তু কিছুতেই যেন কিছু হলো না মানুষে আগের মত আতশবাজি দিয়ে পরিবেশ ও সমাজটাকে নষ্ট করেছে। আতশবাজি ও মানুষের কারণে এইবারও অনেক জায়গায় আগুন লেগেছে।
শীতকালে রাত বারোটা মনে অনেকটা রাতে,তাই রাতে হুট করে যখন এত জোরালো শব্দ ভেসে ওঠে তখন অনেক বৃদ্ধ অনেক বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যায়, আর এটি শব্দ দূষণের সাথে সাথে পরিবেশ দূষণ ও যথাযথ ভূমিকা রাখে। আসলে আমরা যতদিন না নিজেকে সচেতন করতে পারছি ততদিন অন্য কাউকে সচেতন করতে পারবোনা।
আজকে এখানে বিদায় জানাচ্ছি। সেই সাথে আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সকলের জীবনে নতুন বছরটা হয়ে উঠুক সুখময় এবং আনন্দের। এবং সকলের স্বপ্ন পূরণ হোক যে যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে। দুঃখটাকে একপাশে ঠেলে দিয়ে নতুন স্বপ্ন, নতুন আশা নতুন নিয়ে আমাদের বাঁচতে হবে। তাই নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে নতুন ভাবে কাজ শুরু করতে হবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR


আমার মনে হয় আতশবাজি ফানুস এগুলো না জ্বালিয়ে নিজের বিবেক কে জাগ্রত করা সবচেয়ে বেশি জরুরি।নিজের মনের সকল অন্ধকার দূর করে সবার মঙ্গল কামনা করাই হলো প্রকৃত আনন্দ লাভ করা।নতুন বছর আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য মঙ্গল বয়ে আনুক এই প্রার্থনা করি ভাইয়া।অনেক অনেক শুভকামনা রইলো। হ্যাপি নিউ ইয়ার।🎉🎆❤️
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community