পেপার কাটিং

in আমার বাংলা ব্লগlast year

Picsart_24-10-23_11-57-27-928.jpg

পেপার কাটিং


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন আরো একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে পেপার কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি মাঝে মধ্যেই পেপার কেটে নকশা তৈরি করার চেষ্টা করি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরি ৷ বিভিন্ন রঙের পেপার কেটে বিভিন্ন ধরনের নকশা তৈরি করলে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ আজকে আমি সিম্পল একটা পেপার কাটিং ডিজাইন করবো ৷ পেপার কাটিং করাটাও খুব সহজ না ৷ কিছু কিছু নকশা তৈরি করা খুবই কঠিন ৷ আজ আমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি ৷ তবে কয়েকবার চেষ্টা করেও পারিনি করতে ৷ যাই হোক , শেষমেশ এই সিম্পল নকশাটি তৈরি করলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • পেপার ,
  • পেন্সিল / কালো পেন
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20241015201709_00.jpgIMG20241015201739_00.jpg

পেপার দিয়ে নকশা তৈরির জন্য শুরুতে আমি একটি রঙিন পেপার নিয়েছি ৷ এরপর পেপারটি সুন্দর ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20241015201907_00.jpgIMG20241015201920_00.jpg

আমি বেশ কিছু ধাপে পেপারটি ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি ৷


IMG20241015202008_00.jpgIMG20241015202037_00.jpg

ফটোগ্রাফি গুলো দেখলে আশা করি পেপারের ভাঁজ গুলো বুঝতে পারবেন ৷


IMG20241015212322_00.jpgIMG20241015212826_00.jpg

পেপারের ভাঁজ সম্পূর্ণ হলে এবার পেন্সিল বা পেন দিয়ে একটি ডিজাইন এঁকে নিতে হবে ৷ এবং কাচি দিয়ে সেই ডিজাইন অনুযায়ী কাটিং করে নিতে হবে ৷


IMG20241015212842_00.jpgIMG20241015212856_00.jpg

পেপার কাটিং শেষ হলে পেপারের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷


IMG20241015212929_00.jpgIMG20241015212950_00.jpg

আমি ধীরে ধীরে পেপারের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷


IMG20241015213051_00.jpgIMG20241015213103_00.jpg

শেষমেশ আমার তৈরি পেপারের নকশাটি তৈরি সম্পূর্ণ হয় ৷ এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷


IMG20241015213132_00.jpg

Picsart_24-10-23_11-57-27-942.jpg

Picsart_24-10-23_11-55-25-158.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 05 Nov 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Sort:  
 last year 

ছোটবেলা থেকেই দেখতাম আমার বান্ধবীরা বিভিন্নভাবে পেপার কাটিং করে আমি এগুলো কখনোই পারতাম না এখনোও পারি না। এই পেপারগুলো কাটিং করা আমার কাছে বেশ কঠিন লাগে। আপনি ঠিক বলেছেন কাটিং করতে পারলেও ভাজ খুলতে গেলে অন্যরকম হয়ে যায়। দক্ষতার সাথে পেপার কাটিং করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

কাগজ কেটে কেটে এরকম তৈরি নকশা দেখতে খুবই সুন্দর দেখা যায়।আপনার তৈরি নকশাটিও দেখতে অনেক সুন্দর লাগছে।কাগজ কেটে কেটে চমৎকার এই নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু পেপার কাটিং আছে যেগুলো অনেক কঠিন। করতে পারলেও খুলতে গেলে ভাজটা অন্যরকম হয়ে যায় ।আজকের পেপার কাটিং আসলেই অনেক সুন্দর হয়েছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে পেপার কেটে পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে কাগজ কাঁচি দিয়ে কেটে পোস্ট তৈরি করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়, কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আজ আপনি আমাদের মাঝে একটা ইউনিক ধরনের পেপার কাটিং নিয়ে হাজির হয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে এই পেপার কাটিং এর প্রত্যেকটা পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর সুন্দর পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

ভাইয়া আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি পেপার কাটিং নকশা তৈরি করেছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এ ধরনের নকশা তৈরি করতে আমিও খুব পছন্দ করি। এই নকশাগুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হয় তাহলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

পেপার কাটিং ডিজাইন গুলি দেখতে ভীষণ সুন্দর দেখায়। তবে এগুলোর ক্ষেত্রে ভাজ দেওয়া এবং পেপারের মাপ দুটো জিনিসই সঠিকভাবে করতে হয়। তা না হলে ক্রাফট টি সম্পূর্ণ করা কঠিন হয়ে যায়। যাইহোক ভাইয়া আপনি কিন্তু খুবই নিখুঁতভাবে এবং সাবলীল ভাষায় সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

পেপার কাটিং আমি সবসময় অনেক অনেক পছন্দ করে থাকি। ঠিক তেমনি আপনি অনেক সুন্দর নকশা তৈরি করেছেন। আপনার নকশা তৈরি করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেশি দারুন আকৃতি দিয়েছেন আপনি।

 last year 

পেপার কাটিং গুলো খুবই ভালো লাগে। এর আগেও মনে হয় আপনার এই ধরনের পোস্ট অনেকবার দেখেছি। আপনি অনেক ভালোভাবেই পেপার কাটিং করতে পারেন। আর নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া।