ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা 🌿
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে সকাল বেলা বসেই ছিলাম ৷ রোদে বসে থাকার মাঝে ভাবলাম কিছু একটা করা যাক ৷ বেশ কিছু দিন ধরে কমিউনিটিতে তেমন একটা সময় দেওয়া হয়নি বিভিন্ন কারণে ৷ সময়টা এদিক সেদিক করে অযথাই নষ্ট করছি ৷ সময়টা কাজে লাগাতে হবে এবার , সময় গেলে তা আর ফিরে পাওয়া যায় নাহ ৷ এভাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না ৷ সেই ভাবনা থেকে আজকে পোষ্ট তৈরি করার কথা মাথায় আসলো ৷ বেশ কিছু দিন আগে ক্লে কিনে নিয়ে এসেছিলাম ৷ সে গুলো কাজে লাগবো লাগবো করে লাগনো হয়নি ৷ তাই আজ সেগুলোই বের করে বসে রইলাম কিছুক্ষণ ৷ এরপর আরো কিছুক্ষণ ভেবে শুরু করলাম আমার ক্ষুদ্র চেষ্টা ৷ ক্লে দিয়ে ছোট্ট একটা পুতুল বানাবো ৷ এর আগে একবারই মাত্র ক্লে দিয়ে কিছু বানিয়েছি ৷ এবার দ্বিতীয় বার ক্লে দিয়ে কিছু বানানোর চেষ্টা করছি ৷ এই কাজ গুলো দেখতে যেমন সুন্দর , তৈরি করা ততটাই কঠিন আমার মনে হয়েছে ৷ ছোট একটি পুতুল যত্নের সঙ্গে বানাতে গিয়েও সুন্দর ভাবে বানাতে পারিনি ৷ শুধু চেষ্টাই করেছি , সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারনি ৷ আশা করি পরবর্তীতে ক্লে দিয়ে আরো কিছু তৈরি করলে তা ভালোই হবে ৷ তো চলুন আজকের এই চেষ্টা টুকু আপনাদের মাঝে শেয়ার করি ৷
এই পুতুল বানানোর জন্য শুধু কয়েক রঙের ক্লে-ই প্রয়োজন ৷
শুরুতে কয়েক রং এর ক্লে নিয়েছি ৷
এরপর একটি রং এর ক্লে নিয়ে পুতুল বানানোর জন্য গোল করে নিয়েছি ৷
তারপর অন্য এক রঙের ক্লে নিয়ে তিনটি পাতা আকারে ডিজাইন তৈরি করে নিয়ে বসিয়ে দিয়েছি ৷
এবার পুতুলের জন্য আরো কিছু ক্লে ব্যাবহার করে চোখ তৈরি করে নিয়েছি ৷
এরপর নাকের অংশটুকু ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি ৷
শেষমেষ হাত দুটো ক্লে দিয়ে তৈরি করে বসিয়ে দিয়ে আমার ক্ষুদ্র চেষ্টা সম্পূর্ণ করেছি ৷
এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷
ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা ৷...
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার ক্ষুদ্র চেষ্টাটুকু আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 12 Jan 2025
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...














ভাইয়া আপনি দ্বিতীয় বারের মতো ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমার মনে হয় এটা পুতুল নয় মুরগী তৈরি করে ফেলেছেন।যাই হোক চেষ্টা করে যান আশাকরি ভালো কিছু হবে।ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
https://x.com/Nirob7000/status/1878491235201232987?s=19
ক্লে দিয়ে বানানো জিনিস টি পুতুল কম মুরগি বেশি লাগছে। হা হা হা। তবে যাই হোক রংয়ের কম্বিনেশন টা কিন্তু খুব ভালো হয়েছে। এবং পুতুলকেও খুব কিউট লাগছে দেখতে ছোট বাচ্চাদের খেলার জন্য এই ধরনের নানান কিউট কিউট জিনিস তৈরি করে দিলে তাদেরও মন ভালো থাকে। বেশ ভালো লাগলো আপনার ক্লে দিয়ে তৈরি করা পুতুলটি।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ক্লে দিয়ে পুতুল বানানো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এই পুতুল তৈরি করেছেন।ধাপ গুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করব।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ক্লে দিয়ে দারুন সুন্দর একটি পুতুল বানালেন তো। আপনার বানানো পুতুলটি একেবারে কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে হয়েছে। আবার ধাপে ধাপে সুন্দর করে সম্পূর্ণ প্রস্তুতিকরণটি আমাদের সামনে তুলে আনলেন বলে অনেক সুবিধা হয়ে গেল। এমন সুন্দরভাবে ব্লগে উপস্থাপনা করবার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ভাইয়া ক্লে নরম থাকায় যেকোন শেপে তৈরি করা যায়। আপনার পুতুলটি চমৎকার হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
অনেক সুন্দর পুতুল তৈরি করার চেষ্টা করেছেন আপনি। সুন্দর এ পুতুলটা আমার কাছে ভালো লেগেছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি। বেশিরভাগ ইউজার ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর পুতুল তৈরি করে দেখায়। চমৎকার হয়েছে।
আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷
মাথায় ঝুঁটি আর লম্বা নাক দেওয়ার জন্য পুতুল মনে হচ্ছে না। এটা দেখতে অনেকটা মোরগ এর মতো দেখাচ্ছে। তবে ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর ডাই তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আপনার চেষ্টা সার্থক হয়েছে ভাইয়া। ক্লে দিয়ে খুব সুন্দর একটি পুতুল তৈরি করেছেন। দেখতে খুবই কিউট লাগছে।আমিও মাঝে মাঝে এরকম পুতুল তৈরি করার চেষ্টা করি।যাইহোক ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷