গ্রামের ছোট মেলা 🍂

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG20250124165940_00.jpg

ছোট্ট মাটির দোকান


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে গ্রামের ছোট্ট মেলায় কাটানো কিছু মুহূর্তে অনুভূতি এবং ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


বেশ কিছু দিন ধরেই একটু অন্য রকম সময় পার করছি ৷ কেনো কিছুতেই ভালো লাগা নেই ৷ কোথাও মন বসে না , কিছুই ভালো লাগে না ৷ তাই এই কমিউনিটি সহ কোথাও তেমন একটা সময় দিতে পারনি ৷ অনেকটা ইচ্ছে করেই হারিয়ে গেছি সব কিছুর থেকে ৷ শুধু নিজেকে সামলানোর জন্য বেছে নিয়েছি প্রকৃতি আর একাকীত্ব ৷ শেষমেষ নিজেকে কিছুটা ফেরাতে পেরেছি ৷ মেনে নিয়েছি বাস্তবতা আর পরিস্থিতি ৷ যাই হোক , খারাপ লাগলেই বিকেল বেলা একটু ঘুরতে বের হোই ৷ বিকেলের অল্প সময়টুকু খুব দূরে যেতে না পরলেও আশেপাশে গ্রামের মাঝে বেশ ভালোই ঘোরা হয়ে যায় ৷ গতকালও একটু ঘুরতে বের হয়েছি ৷ ঘোরাঘুরি মাঝে হঠাৎ গ্রামের ছোট একটা মেলায় আমরা ৷ এই মেলার নাম আমার জানা নেই ৷ তবে সেখানে একটা মাজার আছে ৷ মাজারকে ঘিরেই ছোট এই মেলাটা বসেছে ৷ মেলাটা দেখে বেশ ভালোই লাগলো , তাই সেখানে থেমে কিছুটা সু-সময় কাটানোর চেষ্টা করলাম ৷


IMG20250124165912_00.jpg

IMG20250124170048_00.jpg


এই পথ ধরেই আমরা নদীর পাড়ে ঘুরতে যাই ৷ গতকালও নদীর পাড়ে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি ৷ ভালোলাগার অন্যতম জায়গায় আমার এই নদীর পাড় ৷ নদীর পাড়ে আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ যদিও সাদামাটা এই নদী , তবুও এর মাঝে মিশে আছে অসম্ভব ভালোলাগা ৷ তাই এখানে আসা হয় মাঝে মাঝেই ৷ গতকালও সেখানে ঘুরতে যাওয়ার মাঝে এই মেলার সাথে দেখা আমাদের ৷ আমরা থেমে কিছুটা সময় মেলার আনন্দটা উপভোগ করার চেষ্টা করি ৷


IMG20250124170854_00.jpg

IMG20250124170859_00.jpg


গ্রামের ছোট্ট একটা মেলা ৷ ছোট্ট একটা জায়গায় বসেছে ৷ বেশ কিছু দোকানপাঠ ছাড়া আর তেমন কিছুই নেই ৷ গ্রামের ছোট মেলা গুলো সাধারণত এমনই হয় ৷ মানুষজন তখন খুব একটা বেশি ছিলো না ৷ রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে ৷ মাজারের মাঠে অনেকটা জায়গায় জুরে সাজানো হয়েছে ৷ সম্ভবত রাত্রিবেলা সেখানে অনুষ্ঠান হবে ৷ সেদিকে আমরা তেমন একটা সময় দেই নি ৷ রাস্তার সাইডে এসে দোকানপাঠ গুলোয় একটু ঘোরাঘুরি করলাম ৷ টুকটাক খাবারও খেলাম ৷ মেলার বিভিন্ন রকমের মুখরোচক খাবারের স্বাদ-ই অন্যরকম ৷ খাওয়া দাওয়া আর টুকটাক ফটোগ্রাফিতেই বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম ৷


IMG20250124170925_00.jpg

IMG20250124165818_00.jpg


এবারই প্রথম আসলাম এই মেলায় ৷ এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ৷ প্রতিবছরই এখানে মেলা হয় সেখানকার মাজারকে ঘিরে ৷ মানুষজনও মোটামুটি ভালোই হয় শুনলাম সবার কাছে ৷ দুদিন ধরে চলবে এই মেলা , আমরা প্রথম দিনই গিয়েছিলাম ৷ আর বেশ ভালোও লেগেছে ৷ মেলার কথা শুনলেই ভালো লাগে ৷ আমার ছোট থেকে বেড়ে ওঠা এপর্যন্ত সবটাই গ্রামের মাঝে ৷ নিজ গ্রামে বা আশেপাশের গ্রামে যেখানেই মেলা হোক না কেনো আমরা যেতাম সবাই মিলে ৷ আর ভীষণ মজা করতাম এই মেলা গুলোতে ৷ এখন দিন দিন সবাই হারিয়ে যাচ্ছে , বাস্তবতা আর পরিস্থিতির কাছে সময়ও মেলে না , ভালোও লাগে নাহ ৷ তাই আসাও হয় না অনেক মেলায় ৷ কিন্তু মেলা আমাদের আবেগ , তাই গতকাল মেলায় সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে ৷


IMG20250124170407_00.jpg

IMG20250124165940_00.jpg


ছোট্ট এই মেলায় বেশ খানিকটা সময় কাটানোর পর ভাবলাম নদীর পাড়েও একটু ঘুরে আসি ৷ ছোট এই মেলায় আর কতটা সময় থাকা যায় ! রাতেও একটু সময় কাটিয়ে যাবো মেলায় , আর দেখবো রাতে ছোট্ট মেলাটা কেমন হয় ৷ এই ভেবে আমরা তখন নদীর পাড়ে চলে যাই ৷ সেখান থেকে করতোয়া নদী খুব কাছেই ছিলো ৷ এরপর নদীর পাড়ে গিয়ে জমিয়ে আরো একটা আড্ডা দেই সন্ধ্যা উব্দি ৷ তারপর আবার মেলায় আসি এবং আরো কিছুটা সময় কাটাই ৷ রাত্রিবেলার মেলা ছিলো অন্যরকম ৷ সেই অনুভূতি এবং আরো কিছু ফটোগ্রাফি আমি আরো একটি ব্লগে শেয়ার করবো ৷ আজ এটুকুই থাক..ভালো থাকবেন সবাই বন্ধুরা ৷


IMG20250124172436_00.jpg

IMG20250124172420_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ গ্রামের ছোট্ট মেলা 🌿
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 28 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 11 months ago 

Picsart_25-01-04_21-47-41-223.jpg

 11 months ago 

এই পথ দিয়ে আপনি নদীর পাড়ে ঘুরতে যান। সাদামাটা সুন্দর একটি নদীতে রয়েছে। যাহোক নিকটে অনেক সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। যেখানে বেশ হরেক রকমের খেলনা ও খাবারের দোকান বসে ছিল। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করার পাশাপাশি সবকিছু আমাদের মাঝেও অসাধারণ ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

আসলে গ্রামের এই ছোট মেলা গুলো এখন দিন দিন বিলুপ্তির পথে। কেননা আমাদের সময় অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে গ্রামে এই ধরনের ছোট ছোট মেলা দেখতে পেতাম। যদি আপনার পোষ্টের মাধ্যমে আজ হঠাৎ করে এই ধরনের ছোট মেলা দেখে আমার খুব ভালো লাগলো।

 11 months ago 

হুমম দাদা , অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 11 months ago 

দেখুন জীবন সবসময়ই এক রকম যায় না। কখনো সুসময় আবার কখনো খারাপ সময় থাকবেই, আর এভাবেই এগিয়ে যেতে হবে। আশাকরি আপনি খুব তাড়াতাড়ি মানসিক বিষণ্নতা কাটিয়ে উঠবেন। এধরনের মেলা বরাবরই আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ অনুভূতি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

গ্রামের এই ধরনের ছোট মেলাগুলোই যেতে খুব ভালো লাগে। এখানে অনেক আনন্দ যেন সকলের জন্য অপেক্ষা করে থাকে। আসলে এই ধরনের ছোট ছোট মেলাগুলিতে অনেক প্রাণ থাকে। আর সেই প্রাণের আনন্দে সকলে মিলে মেতে উঠতে অনেক ভালো লাগে। আপনাদের গ্রামে এমন সুন্দর ছোট মেলার ছবি এবং বিবরণ দেখে খুব ভালো লাগলো।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

গ্রামীণ মেলায় সময় কাটিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। সব থেকে বেশি ভালো লাগলো গ্রামীণ এই ছোট মেলার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে। আর এরকম মেলায় বেশ মজার মজার খাবারের দোকান বসে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।