DIY- এসো নিজে করি || পেপার কাটিং

in আমার বাংলা ব্লগlast year

IMG_20241125_212046.jpg

পেপার কাটিং


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন আরো একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে পেপার কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি মাঝে মধ্যেই পেপার কেটে নতুন নতুন নকশা তৈরি করার চেষ্টা করি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরি ৷ বিভিন্ন রঙের পেপার কেটে বিভিন্ন ধরনের নকশা তৈরি করলে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ আজকে আমি সিম্পল একটা পেপার কাটিং ডিজাইন করলাম ৷ সারা দিনে একটু ব্যস্ত ছিলাম , বিকেল বেলা ঘোরাঘুরি আর আড্ডাতে আজকের দিনটা কেটে গেলো ৷ রাত্রি বেলা বাড়ি ফিরে দেখি ভাতিজা বই পড়ছে ৷ বই আর কই পড়ছে বসে খেলছে ৷ তার কাছে গিয়ে তাকে একটু সঙ্গ দিতে দিতে আজকের এই সিম্পল পেপার কাটিং টা করলাম ৷ তার কাছ থেকেই এইসব উপকরণ গুলো নিয়ে ৷ যাই হোক , আশা করি আপনাদের সবার ভালো লাগবে , আমার এই সিম্পল পেপার কাটিং ৷ তো চলুন এবার শুরু করা যাক..


কাগজ কেটে নকশা তৈরি



প্রয়োজনীয় উপকরণঃ

  • পেপার ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20241125204830_00.jpgIMG20241125204845_00.jpg

পেপার কেটে নকশা তৈরি করার জন্য শুরুতে একটি পেপার নিয়েছি ৷ এটা এবার সুন্দর এবং সমান ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20241125204953_00.jpgIMG20241125205001_00.jpg

সামান্য কিছু ধাপে পেপারের ভাঁজ করে সমান করে ভাঁজ করে নিতে হবে , আমি মোটামুটি ভাবে ভাঁজ করে নিয়েছি ৷


IMG20241125205030_00.jpgIMG20241125205051_00.jpg

পেপারের ভাঁজ সম্পূর্ণ করে এবার একটি কাঁচি নিতে হবে এবং পেপার কাটিং করতে হবে ৷


IMG20241125210313_00.jpgIMG20241125210744_00.jpg

পেপার কাটিং করার আগে নকশা এঁকে নেওয়া যেতে পারে ৷ তাহলে কাটিং করতে সুবিধা হবে ৷ এজন্য আমি পেন্সিল দিয়ে একটি ডিজাইন এঁকে নিয়েছি ৷


IMG20241125210757_00.jpgIMG20241125210815_00.jpg

পাতার মতো ডিজাইন এঁকে কাঁচি দিয়ে কাটিং করে নিয়েছি ৷


IMG20241125210900_00.jpgIMG20241125210829_00.jpg

এরপর কাটিং শেষ করে পেপারের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷ তারপরই আমাদের তৈরি সেই নকশা তৈরি সম্পূর্ণ হবে ৷


IMG20241125210924_00.jpgIMG20241125210920_00.jpg

আমার তৈরি খুব সহজ এবং সুন্দর একটি কাগজের নকশা ৷ আশা করি এটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ৷


IMG_20241125_211749.jpg

IMG_20241125_212046.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 25 Nov 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



Sort:  
 last year 
 last year 

খুব অল্প সময়ে সুন্দর জিনিস তৈরি করার জন্য পেপার কাটিং একেবারে পারফেক্ট। আজ আপনি পেপার কাটিং করে কত সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন। পেপার কাটিং করে তৈরি করা নকশাগুলো দেখতে বেশ ভালো লাগে। পেপার কাটিং করে নকশা তৈরি করার প্রত্যেকটি ধাপ সুন্দর করে বর্ণনা করে সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

ভাই আপনি দারুণ একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন। আমিও আগে এইরকম পেপার কাটিং ডিজাইন শেয়ার করতাম।তবে বেশ কিছু দিন ধরে আর এগুলো করা হয় না।আপনার ডিজাইন টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

এই সমস্ত পেপার কাটিংগুলো আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে আপনি পেপার কাটিং করে আমাদের দেখিয়েছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এ পেপার কাটিং। এজাতীয় নকশা আমার কাছে খুব খুব প্রিয়।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

বেশি দারুণ পেপার কাটিং করেছেন ভাই। চমৎকার হয়েছে আপনার পেপার কাটিং করা। এত সুন্দর ভাবে পেপার কাটিং করতে দেখে মুগ্ধ হলাম আমি।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷

 last year 

ভাইয়া আপনি সাদা কাগজ দিয়ে খুব অল্প সময়ে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। তবে আরও ইউনিক কিছু করার চেষ্টা করবেন। রঙিন কাগজ দিয়ে করলে হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক পেপার ভাঁজের মাধ্যমে সুন্দর একটি নকশা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই পেপার কাটিং ডিজাইনগুলো দেখা যেত। আপনার ভাতিজা খেলাধুলা করতেছে সেই সুবাদে আপনি পেপার কাটিং করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ছোটা বাচ্চারা পেপার কাটিং ডিজাইন ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year (edited)

Daily tasks completed__


IMG_20241126_202750.jpg