শিম ফুলের সৌন্দর্য 🌼

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG-20241228-WA0014.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে শিম ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরবো আমার কয়েকটি ফটোগ্রাফি এবং ছোট্ট একটি ভিডিওগ্রাফি মাধ্যমে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

শীতকালীন সময়ে অনেক প্রকার শাক-সবজি পাওয়া যায় ৷ পাশপাশি বিভিন্ন রংবেরঙের ফুলও দেখতে পাওয়া যায় ৷ সব মিলিয়ে প্রকৃতির এক ভিন্ন রূপ রয়েছে এই শীতকালীন সময়ে ৷ এজন্যই হয়তো শীতকালটা একটু বেশিই ভালো লাগে আমার ৷ বাড়ি পাশে ছোট একটু জায়গায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি লাগিয়েছি আমরা ৷ খুব বেশি যত্ন না নিলেও বেশ ভালোই হয়েছে সবজির গাছ গুলো ৷ আর সবজিও ধরেছে টুকটাক ৷ বাড়ির পাশে সবজি চাষ করার একটাই কারণ , খরচ কিছুটা কমিয়ে আসছে পাশপাশি নির্ভেজাল সবজি পাচ্ছি আমরা ৷ প্রতিবারই বাড়ি পাশে ফাকা জায়গায় এভাবে সবজি চাষ করি আমরা নিজেদের জন্য ৷ এবারও লাগিয়েছি আর বেশ ভালোও হয়েছে ৷ আজ দুপুর বেলা বাড়ির আশেপাশে ঘুরঘুর করার সময় চোখে পড়লো শিম ফুলের এই দৃশ্যে গুলো ৷ ছোট একটা প্রজাপতি শিম ফুলের উপর বসে আছে মাঝে মাঝে ঘোরাঘুরি করছে ৷ তাকে দেখে ভাবলাম ক্যামেরা বন্দি করি এই দৃশ্যে টুকু ৷ ভালোলাগা থেকেই মুঠোফোনটা বের করে কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করলাম ৷ যে গুলো আপনাদের মাঝে শেয়ার করবো এখন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


শিম ফুলের ফটোগ্রাফি 🌼

IMG-20250102-WA0017.jpg

IMG-20250102-WA0001.jpg

IMG-20250102-WA0013.jpg


শিম সবারই পরিচিত একটা সবজি ৷ আমারও বেশ পরিচিত এবং অনেক পছন্দের একটি সবজি এই শিম ৷ খুবই ভালো লাগে এই সবজিটা ৷ তবে সবজির মজার থেকেও দেখতে অনেক বেশি সুন্দর এর ফুল ৷ খুবই ভালো লাগে দেখতে শিম ফুল ৷ মাঝে মাঝেই বাগানে গিয়ে এই ফুল গুলো দেখি ৷ প্রজাপতি বসলে আরো সুন্দর লাগে সেই দৃশ্যেটা ৷


IMG-20241228-WA0014.jpg

IMG-20241228-WA0007.jpg

IMG-20250102-WA0016.jpg


শিম সবজির ফুল হলেও এই ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ সাদা এবং লাল দু ধরনের সিম ফুল দেখতে পাওয়া যায় ৷ দুজাতের সিম গাছ থেকে দু-ধরনের ফুল বের হয় ৷ তবে আমার দুটো ফুলই বেশ ভালো লাগে ৷ সবজি গাছে সবজি হওয়ার আগে এই সিম ফুলগুলো ফুটে ৷ তখন সেখানকার পরিবেশটা পাল্টে যায় , এই ফুল গুলোর জন্য সবজি বাগানটা দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ মাঝে মাঝে ছোট ছোট প্রজাপতি এসে এই ফুল গুলোর উপর বসে , তখন দেখতে আরো বেশি ভালো লাগে ৷ আসলে আপনি প্রকৃতি প্রেমি না হলে আবার প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে কখনো মুগ্ধ করবে না ৷ যাই হোক , চলুন এবার ছোট একটি ভিডিওগ্রাফির মাধ্যমে সিম ফুলের কিছু দৃশ্যে দেখে আসা যাক..


শিম ফুলের ভিডিওগ্রাফি 🌼


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি শিংফুলের এই অপরুপ সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ শিম ফুল 🌼
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 15 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



@nirob70

Sort:  
 11 months ago 

Picsart_25-01-04_21-47-41-223.jpg

 11 months ago 

দাদা আপনার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে শীমের ফুলের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

শিম ফুল দেখতে সত্যিই ভীষন সুন্দর। এর কালার একেক রকমের হয়।ভিন্ন ভিন্ন রঙের এই ফুলটি আমাদের কে মুগ্ধ করে।আপনি খুব সুন্দরভাবে এই শিম ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার এই ভিডিওগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।আপনার ভিডিওগ্রাফি পোস্ট সব সময়ই দারুন লাগে আমার কাছে।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

আপনার ভিডিওগ্রাফি টা খুব সুন্দর ছিল। শিমের ফুল আমিও অনেক পছন্দ করি। আপনার আজকের পোস্টে তিনটা রঙের শিম ফুল দেখে খুবই ভালো লাগলো। সাদা রংয়ের সিমের ফুল আমি বেশ পছন্দ করি। বাকিগুলোও দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 11 months ago 

এই সৌন্দর্যটা অসাধারণ লেগেছে ফুলের সাথে প্রজাপতির দৃশ্যটাও দারুন ভাবে ফুটে উঠেছে। সবমিলিয়ে প্রকৃতির মাঝে থেকে এমন নিখুঁত সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

ভাই বাড়ির পাশে নির্দিষ্ট জায়গার মধ্যে আমি নিজেও সবজি বাগান করেছি। আর নিজের সবজি বাগান থেকে সবজি খাবার মজাই অন্যরকম। আপনি দেখতেছি খুব সুন্দর করে শিম ফুলের সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। আর শীতকাল আসলে সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল ও দেখা যায়। ভালো লাগলো আপনার শিম ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে।

 11 months ago 

দুপুর বেলায় ঘোরাঘুরি করার সময় আপনি অনেক সুন্দর কিছু সিম ফুলের সৌন্দর্য শেয়ার করেছেন। যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ধ।ন্যবাদ শুভকামনা রইল।