আর্ট পোস্ট ||| পাতাসহ একটি গোলাপের আর্ট ||| original art by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
তবে বর্তমান সময়ে প্রচন্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডা কয়েকদিন আগেও এতটা লাগতো না এখন কেন জানি খুব বেশি ঠান্ডা পড়েছে। তবে এখনো শৈত প্রবাহ শুরু হয়নি। মনে হচ্ছে বর্তমানে যে ঠান্ডা আরও যদি শৈত প্রবাহ শুরু হয়ে যায় তাহলে জমে যাব। এই শীতের আবহাওয়া টা যেমন সকলের প্রিয়। তেমনি সবার মত আমারও অনেক প্রিয়। কিন্তু এই আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখার জন্য অনেক সতর্ক থাকতে হবে। আমার মত আশা করব যাদের ঠান্ডার সমস্যা আছে তারাও যেন নিজের প্রতি যত্ন নেয়। যখন ফ্রি সময় পাই তখন মনে হয় আজ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি পোস্ট করব। এটা প্রতিদিন আমার রুটিনে পরে যায়। আর ভালোবাসা থেকেই চেষ্টা করি ভালোও সুন্দর কিছু পোস্ট উপস্থাপন করার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিদিন একই রকম পোস্ট চেষ্টা করি না দেওয়ার জন্য। সবকিছুতে একটু ভিন্নতা ও ব্যতিক্রম হলে দেখতেও ভালো লাগে একঘেয়েমি জন্মে না। তাই ফ্রী সময় পেয়ে চেষ্টা করলাম একটি আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। যদিও আমি আর্ট সেরকম ভালো পারি না।তার পরও চেষ্টা করে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে "পাতাসহ একটি গোলাপের আর্ট" নিয়ে হাজির হয়েছি। জানিনা আমার আর্ট কেমন হয়েছে।তবে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। চলুন আর কথা না বাড়িয়ে আর্ট টি কিভাবে করেছি দেখে নেওয়া যাক।
# উপকরণসমূহ
১।পেন্সিল।
২।রাবার।

প্রথমে পেন্সিল দিয়ে গোলাপের মাঝখানের কলি আর্ট করে তার সাইডে একটি পাপড়ি একে নিয়েছি।
এবার সেই পাপড়ির মতো এক এক করে সব সাইডে পাপড়ি একে নিয়েছি।
এবার ফুলের এক সাইডে একটি পাতা একে নিয়েছি।
এবার ঠিক একইভাবে সাইডে আরেকটি পাতা একে নিলাম।
এবার ফুলের ডালটি একটু বাঁকা করে একে নিয়ে তার সাইট দিয়ে আরেকটি ছোট ফুল এঁকে নিলাম।
![]() | ![]() |
|---|
ফুল একে নেওয়ার পর উপরে ডালের ফাঁকা অংশে আবারো তিনটি পাতা একে নিলাম।
এবার পাতাগুলোর মাঝে সুন্দর করে পেন্সিল দিয়ে ডিজাইন করে নিলাম।
ফুল ও পাতার অন্য সাইডেও সুন্দর করে আবারো তিনটি পাতা একে নিলাম।
এবার সেই পাতার মাঝখানেও সুন্দর করে ডিজাইন করে নিলাম। আর এভাবে হয়ে গেল আমার "পাতাসহ একটি গোলাপের আর্ট"। এবার "পাতাসহ একটি গোলাপের আর্ট" এর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩














