স্বরচিত কবিতা পোস্ট ||| ভেঙ্গোনা কারো মন ||| original poem by @saymaakter
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা ভেঙ্গোনা মন। কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। তবে আজকের কবিতাটি একটি সরল মানুষ হলে এবং পৃথিবীতে সহজ সরল হয়ে বাঁচা কতটা যে কঠিন তার অনুভূতি নিয়েই লিখেছি। মানুষ যদি সহজ সরল হয় সবাই তাকে বোকা ভাবে আর বেশি চালাক হলেও বলে তাকে নিয়ে পাড়া কঠিন। আবার বেশি মূল্য দিলে দাম কমে যায়। কে কার মন ভাঙলো কে কষ্ট পেল এটা দেখার আজকাল সমাজে কেন জানি কারোরই কোন দায় নেই। তবে কারো মন ভেঙ্গে কেউ প্রকৃত সুখী হতে পারেনা। কাউকে কষ্ট দেওয়া ঠিক না এবং আঘাত দিয়ে কথা বললেও এটার বিচার সৃষ্টিকর্তা একদিন না একদিন করবেই। বর্তমান সময় প্রেক্ষাপটে নরম মানুষ হলে সবাই তাকে একটু না একটু বাঁশ দিবে এবং গরম কিছু কথা শোনাবেই।আর এই অনুভূতি নিয়ে কবিতাটি লেখা। তবে কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। জানিনা আপনাদের কেমন লাগবে।চলুন কবিতাটি দেখে নেয়া যাক।
ভেঙ্গে দিলে মন
মনের কি নেই দাম?
লাখ লাখ ছিদ্র ছিল
মাত্র সারালাম।
আঘাত করে যায়,
কেউ বুঝেনা ব্যাথা সারাতে
কতো সময় চলে যায়।
সবাই ডুবে মারে ,
মিষ্টি মধুর কথার ছলে
ব্যবহার করে তারে।
অনেক বোকা ভাবে
চালাক হলে বলে, চলা কঠিন
বেশি জ্ঞান রাখে।
একটু আবার ১৯-২০ হলে পরে
কথা রটে যায় ।
কথায় যাদের ঝাল আছে
তারাই সমাজের সেরা
নরম মানুষ হলে পরে
ধুর বোকা তুই কেরা।
ততই দেখছি কত কিছু
রাত যত দীর্ঘ হোক
ভোর আসে তার পিছু পিছু।
বুঝিনি তো কিছু,
বড় হয়ে দেখছি শুধু
হৃদয় ভাঙ্গার গল্প কিছু ।
নেই তো কারো দায়,
এই জগতে আমিই বড়
এটা সবাই বলতে চায়।
বলতে পারলেই বাচি
সত্য মিথ্যা হোক না কথা,
কিছু তো বলে আসি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




