ক্রিয়েটিভ রাইটিং পোস্ট ||| গ্রামীণ নারীদের কর্মসংস্থান ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভাল আছি।
বরাবরের ন্যায় আমি আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। বিগত ব্লগ গুলোতে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে ব্লগ লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই হাজারো ব্যস্ততার মাঝেও ব্লগ না লিখলে ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের মাঝে আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্লক প্রিন্ট শাড়ির ডিজাইন ও তৈরি নিয়ে কিছু কথা বলবো।
আমি গ্রামের অবহেলিত, দোস্ত ও স্বামী পরিত্যাক্তা নারীদের নিয়ে কাজ করছি। তারা অনেকেই হতদরিদ্র এবং অনেকেই নিম্ন আয়সম্পন্ন, তবে তাদের কাজে ধৈর্য এবং কাজের প্রতি ভালোবাসা থেকে আমার কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে।তারা আমার প্রতিষ্ঠানের মেইন কেন্দ্রবিন্দু।তারাই এই প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাচ্ছে,তাদেরকে কোন কাজ একবার বুঝিয়ে দেওয়ার পরে,দ্বিতীয়বার আর তাদেরকে সেই কাজ নিয়ে কথা বলতে হয় না,এটি হলো আমার সবচেয়ে ভালো লাগার বিষয়।
আমরা যখন এই শাড়িগুলো ডিজাইন নিয়ে কথা বলি যে, এই শাড়িতে এই ধরনের ডিজাইন এবং এই কালার কম্বিনেশনটা করতে চাই, তখন তারা নিজেরা ডিজাইন সেটিং এবং কালার কম্বিনেশনের কাজ করে।এই শাড়িটি হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে।কারণ আমি জানি এই শাড়িটি কাস্টমার অনেক বেশি পছন্দ করবেন।
আর আমি সব সময় দেখেছি যে ডিজাইনটি আমার কাছে ভালো লাগে,তখন দেখা যায় সেই ডিজাইনটি আমার কাস্টমারের কাছে অনেক বেশি পছন্দনীয় হয়ে ওঠে এবং সেই ডিজাইনের প্রোডাক্টটি আমরা অনেক বেশি বিক্রি করতে পারি। কারণ আমাদের বিক্রিই তো মেইন উদ্দেশ্য, যদি বিক্রি ভালো হয় তবে আমাদের জন্য অনেক বেশি অর্ডার আসে।বিক্রির উপর নির্ভর করে আমাদের কর্মীদের ইনকাম এবং তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ।
পরিশেষে সকলের কাছে আমি আমাদের প্রতিষ্ঠানের অবহেলিত, দোস্ত এবং স্বামী পরিত্যাক্তা নারীদের জন্য দোয়া করবেন যাতে তাদের কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।








