স্বরচিত কবিতা পোস্ট ||| একাকিত্বের আলো ||| original poetry by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। সময়টা বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে। আমিও কিছুদিন আগে অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা স্বরচিত কবিতা "একাকিত্বের আলো"।মানুষের সবসময় আনন্দ খুশি উল্লাস নিয়ে প্রতিটি মুহূর্ত কেটে যায় না। এভাবেই যদি তার সময়গুলো পার হতো তাহলে এই পৃথিবীতে কোন মানুষের দুঃখ কষ্ট থাকতো না এবং তারা সৃষ্টিকর্তাকে ভুলে যেত। এই পৃথিবীতে প্রতিটি মানুষের কোন না কোন কষ্ট আছে দুঃখ আছে। এই দুঃখর পাশাপাশি যেমন সুখ আছে তেমনি সুখের পাশাপাশি দুঃখ আছে আর কোনটি দীর্ঘস্থায়ী নয়। এ পৃথিবীতে সবাই চায় সবাইকে নিয়ে আনন্দে খুশিতে দিনগুলো পার করতে কিন্তু একটি সময় পরিবারের সবাই থাকেনা অনেকেই একা হয়ে যায়। আবার অনেকে অতিরিক্ত কষ্ট পেয়ে একাকীত্বে থাকতে বেশি পছন্দ করে আর এই একাকীত্ব অনেক সময় অনেকের সফলতা বয়ে আনে আবার অনেকের কুফল দিক বয়ে আনে। তবে আমার মতে জীবনটা ক্ষণস্থায়ী তাই আপসেট ডিপ্রেশনে না থেকে জীবনটাকে সাজানোর জন্য একাকীত্বে থেকেও সুন্দরভাবে সাজানো উচিত। জীবনের আলোর সন্ধান করা উচিত এবং সফলতার সাথে জীবন কাটানো উচিত। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা একাকিত্বের আলো দেখে নেয়া যাক।
পথ খুঁজে না পাই
অচেনা এক দুয়ারে
আলোর সন্ধান পাই,
ভয়ে আতঙ্ক মন আমার
কত স্বপ্ন মনে,
আশার নাউয়ে ভরসা করি
কি আছে আমার কপালে।
আছে শুধু নীরবতা শব্দহীন রাত,
কাছের যাদের ভাবতাম আপন
তারাই হলো পর,
অপরিচিত প্রহরীর মতো
দূর প্রান্তে দাঁড়িয়ে
অচেনা কোন কষ্ট,
হাত বাড়ালে শূন্যতার শূন্য
ডেকেও পাই না সারা,
দুঃখের নীল আকাশে
চাপা পড়ে মনের ব্যথা,
কত গল্প কত উপন্যাস
ভেতরে শুকিয়ে যায়
শুষ্ক মরুভূমি সতেজতা ছাড়া।
ছন্য হারা আমি,
কত আশার মরীচিকা
ভরসা নেই কারো,
তবুও একাকীত্ব শেখায়
নিজেকে অনেক শক্তিশালী হতে
দিনশেষে একটি সময়
থাকে না কেউ পাশে
নিজের ভেতরের আলো
নিজেকেই জ্বালিয়ে স্বপ্ন দেখা ভালো।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।