ফটোগ্রাফি পোস্ট ||| কিছু রেনডম ফটোগ্রাফি |||original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি।

IMG_20250829_114355_367.jpg




তবে শারীরিকভাবে একটু অসুস্থ।আসলে কে কখন কোন সময় অসুস্থ হবে কেউ বলতে পারেনা। কার কখন কোথায় থেকে বিপদ হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না।

IMG_20250829_115432_759.jpg

বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "কিছু রেনডম ফটোগ্রাফি" নিয়ে। রেনডম ফটোগ্রাফি পোস্ট করতে আমার বরাবরই ভালো লাগে। কারণ একসঙ্গে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেওয়া যায় এবং সেই ফটোগ্রাফি গুলো সম্পর্কে অন্যরাও অনেক কিছু ধারণা নিতে পারে।

IMG_20250829_115429_497.jpg

ফটোগ্রাফি করা এক প্রকার এখন নেশায় পরিণত হয়েছে। একটি সময় ফটোগ্রাফি করতাম তখন মনে হতো অনেক কঠিন কাজ কিন্তু এই ফটোগ্রাফির অ্যাঙ্গেল কিভাবে করতে হয় সবকিছু করতে করতে এখন এক প্রকার চর্চা হয়ে গেছে। তাবুও যে পরিপূর্ণ প্রফেশনাল ফটোগ্রাফারের মত করতে পারি তা কিন্তু নয় প্রত্যেকটি কাজের বিভিন্ন নিয়ম আছে। চেষ্টা করছি সেই নিয়ম মাফিক কাজ করার জন্য।

IMG_20250829_160341_944.jpg

‎প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করে প্রকৃতির তার অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে বিলিয়ে দেয়।আমাদের চারপাশে সবুজ সুন্দর গাছ পাতা লতা ডালপালা এগুলোর একেকটির সৌন্দর্য একেক রকম। একেক গাছের পাতা একেক রকম কিন্তু গাছের প্রতিটি পাতা বেশিরভাগ সবুজ হয়ে থাকে। যে চির সবুজ অরণ্য তা আমাদের চোখের জন্য ভালো এবং মনটাকেও সবুজে অন্যরকম করে তোলে। সবুজ মানে চোখের শান্তি মনে শান্তি।


IMG_20250105_162403_580.jpg

চার সাইডে সবুজের মাঝে যদি থাকা যায় মনের ভেতরে এক প্রকার প্রফুল্লতা কাজ করে। আমি চেষ্টা করি সব সময় শহরের কোলাহল থেকে একটু বাইরের পরিবেশে সবুজের মাঝে যাওয়ার জন্য। কারণ সবুজের মাঝে থাকলে কেন জানি মনটাও অন্যরকম থাকে। চিরসবুজ দেশ আমার এ দেশ সুজলা সুফলা সুন্দর একটি দেশ। এদেশের মাটি সবুজ ঘাস বড় বড় সাতেজতায় ভরা সবুজ গাছ আমাদের বেঁচে থাকার প্রধান উৎস।

IMG_20250105_155907_619.jpg

গাছ আমাদের আলো দিয়ে ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এমন সবুজ সুন্দর প্রকৃতি দেখে যখন চোখে শান্তি লাগে তখন সেই সুন্দর প্রকৃতির ছবিগুলো ক্যামেরাবন্দি করে নিতেও মন চায়। তাইতো দেরি না করে যত সুন্দর সুন্দর সাইটে প্রকৃতি গুলো দেখছিলাম সব বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করে নিলাম। সত্যিই আমাদের দেশের তুলনা নেই। সৃষ্টিকর্তা আমাদের জন্য এত সুন্দর সুন্দর কিছু দান করেছেন যা আমরা তার সৌন্দর্য দেখে ধন্য হয়েছি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

‎#

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

jnusq1Poy5a6FAcNT2ZJbuWBfw9vZex94Aucd6PoC8arjzkSd1TrgjnUQ92egMVBUBgY16AxTkPk8iutPydufw4c7P9FEW97uD9uHvghir...wZkP4RaXegRBxHcvVogQ61STgAL4dDQkMgTs7MYq3TQ3ZaCzKhzEnoD7u7JimfCmQdRzPX9p25vcbfXQXcwV3ziZTfGjdeGjtv6PFu9MvrEerwxgzLzbaGyDq.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png



Sort:  
 3 days ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন তা দেখে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুব ভালোভাবে বুঝতে পারলাম৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এত চমৎকার ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ৷

 3 days ago 

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আসলে সবুজ প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।