অনুভূতিমূলক পোস্ট ||| শীতের আগমনে দারুন অনুভূতি ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে এই শীতের মুহূর্তে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "শীতের আগমনে
দারুন অনুভূতি"।
গরমকাল যেতে না যেতে চলে আসে শীতের মুহূর্ত। সবচেয়ে বেশি ভালো লাগে মাঝামাঝি সময় নাতিশীতোষ্ণ এই মুহূর্তটা ফিল করতে বেশি ভালো লাগে। তারপর ভালো লাগে সেই দারুন মুহূর্ত শীতের সময়টা। শীতের সকাল মানে অন্যরকম একটি অনুভূতি। শীতের সকাল যেন নিঃশব্দ চারপাশ। চারিদিকে শুধু হাওয়া কুয়াশায় ঢেকে আছে। শীতের হাওয়া ঠান্ডা ছোঁয়া গায়ে লাগলে মনে হয় প্রকৃতি যেন আলতো করে জড়িয়ে ধরছে। শিশিরভেজা ঘাসের উপর পা রাখলে মনে হয় প্রকৃতির খুব কাছে নিজেকে জড়িয়ে রেখেছি।প্রতিদিন ভোর হয় সূর্য উঠে নতুন স্বপ্ন নতুন আশা প্রত্যাশা সকলের জাগে।
শীতের সকালে দূরের কুয়াশার গ্রামের পথগুলো যেন হালকা ঝাপসা মনে হয় কারণ চারদিকে কুয়াশায় ঘিরে থাকে এবং দূরের পথ গুলো তো আরো দেখা যায় না। এই অনুভূতিটা ফিল করতে হলে সকালে ভোরে ওঠে প্রতিদিন যদি একটু হাঁটাহাঁটি করা যায় তাহলে শীতের সকাল অনুভব করা যায়। যদিও আমরা শীতের সকালে এমনিতেই অলস ভাবে কাটাতে চাই এবং অলসতা এসে যায়। এই অলসতার মুহূর্তে দায়িত্ব কড়া নাড়ে।মনে করিয়ে দেয় যার যার কর্তব্য নির্দিষ্ট জায়গায় কর্মরত ব্যস্ততায় থাকতে হবে তখন অলসতা দূর করে যেতে হয় কর্মস্থলে। আর এই কর্মস্থলে যাওয়ার পথে শীতের অনুভবটা একটু হলেও বুঝতে পারা যায়।
শীতের দিনগুলো মানুষকে অন্যরকম এক অনুভূতিতে ভরিয়ে দেয়।রোদ পেলে মনে হয় জীবনের সবচেয়ে বড় উপহার আর না পেলে সেই কনকনে ঠান্ডায় মানুষ আরও একটু গভীর আরও অসহায় হয়ে যায়। পিঠাপুলির গন্ধ ধোঁয়া ওঠা চায়ের কাপ এগুলো শুধু স্বাদ নয় বরং স্মৃতি জড়িয়ে থাকে মনের ভেতর। মাটির চুলা আগুনের পাশে বসে যে উষ্ণতা পাওয়া যায় তা শুধু দেহকে নয় হৃদয়কে ও আনন্দের তাপে রাখে। শীত সবার জন্য আনন্দময় হলেও কিছু কিছু মানুষের জন্য কষ্টদায়ক এজন্য একটু হলেও খারাপ লাগে।
রাস্তায় ফুটপাতে যাদের ঘর নেই তাদের জন্য শীত প্রতিটি রাতই লড়াই।শীত মানুষের মনে আবেগ এনে দেয়।মাঝেমধ্যে হারানো দিনের পুরনো গান শুনতে ইচ্ছে করে মনে পড়ে যায় হারানো মানুষদের কথা। অনেকেই তখন একটু বেশি একাকী হয়ে পড়ে।শীতে প্রকৃতি সাজে অপরূপ রূপে। চারদিকে বিভিন্ন রঙের ফুল ফল সতেজতায় ভরপুর টাটকা টাটকা সবজি কি পাওয়া যায় না এই শীতের মুহূর্তে। শীতের মুহূর্তে টাটকা সবজি ফুল ফল সবকিছু দেখে যেন মনটাও জুড়িয়ে যায়। তবে যে যাই বলুক না কেন শীতের মুহূর্ত টা ফিল করতে সত্যিই অন্যরকম আবেগ কাজ করে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




