স্বরচিত কবিতা পোস্ট ||| প্রকৃতির মায়া ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে।
যদিও প্রচুর ব্যস্ততায় সময় পার করছি তারপরও কবিতা লেখার লোভ সামলাতে পারি না এই ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কবিতা লেখার জন্য। বেশ কিছুদিন হলো প্রকৃতি নিয়ে কিছু লেখা হচ্ছে না তাই তো হঠাৎ মনের ভেতর ভাবনা গুলো চলে এলো আর দুই এক কলম লিখতে লিখতে একটি কবিতা লিখে ফেললাম। কবিতা মনের আবেগ অনুভূতি দিয়ে বাস্তব ও কাল্পনিক কিছু কাব্য ও উপমা দিয়ে মনের মাধুরীর মতো সুন্দর করে সাজিয়ে লেখা।বাস্তবতা ও কাল্পনিক দুটোই লিখতে অনেক ভালো লাগে। তবে কল্পনার জগতে ডুবে থাকতে আরও বেশি ভালো লাগে। ক্ষণিকের জন্য হলেও মনের মধ্যে শান্তি বিরাজ করে কল্পনায় ডুবে থাকলে।প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এই প্রকৃতি তার আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে আমাদের কে কত না উপকৃত করছে। আর তার বিনিময়ে আমরা কতভাবে তার ক্ষতি করছি।আসলে প্রকৃতির মায়া সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবেনা। তার কথা যতই বলবো ততই লেখা বাকি রয়ে যাবে এবং লেখা ও শেষ হবেনা। তাইতো আমি আমার মত একটি স্বরচিত কবিতা লিখে ফেললাম । আমার স্বরচিত কবিতার নাম প্রকৃতির মায়া। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।
চারপাশ কুয়াশায় নিরিবিলি পরিবেশ
শিউলি ফুলের গন্ধে
ঘাসের ডাগায় শিশিরের কনা
ভোর যখন কেটে যায়,
পাতার ফাঁকে রোদ নেমে আসে ধীরে,
যেন প্রকৃতি নিজের হাত বাড়িয়ে
বলছে তোমাকে চাই যে,
ঘন কালো মেঘ
মাথার উপর আকাশ,
কি অপরুপ সাদা মেঘের ভেলা,
কখনো বা গর্জন বিদ্যুৎ চমকানোর পালা।
তার মায়া নিজেকে বিলিয়ে দেওয়া
অন্যের জন্য সব উৎসর্গ করা
তার থেকেই আমাদের
নেয়া উচিত শিক্ষা।
মাটির গন্ধে ভরিয়ে যায় মন
সবুজে শ্যামল উতলা মন ,
এই মাটিতেই লুকিয়ে আছে স্নেহ মমতা
আদর ভালোবাসা কত না স্মৃতি।
কতো না কিছু মনে জাগে,
প্রকৃতি প্রতিদিন জাগে
নতুন আলোয় নতুন ভোর দেয়
আমাদের মন ভরিয়ে,
তোমার ভালোবাসা আমার হৃদয়ের আলোয়
প্রতিদিন নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে বেঁচে থাকে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



